Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 8:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তাদের অস্থিগুলি একত্র করে কবর দেওয়া হবে না। সেগুলি মাটিতে মেশানো সারের মত চারিদিকে ছড়িয়ে পড়ে থাকবে। যে সূর্য, চন্দ্র ও নক্ষত্র তারা ভালবাসত, সেবা করত, পূজা করত, যাদের লক্ষণ দেখে তারা চলত, সেগুলির সামনে অস্থিগুলি ছড়ানো থাকবে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর তারা সূর্যের, চন্দ্রের ও সমস্ত আকাশ-বাহিনীর সম্মুখে— তারা যাদেরকে ভক্তি ও সেবা করতো, যাদের অনুগামী হত, যাদেরকে খোঁজ করতো ও যাদের কাছে সেজ্‌দা করতো, তাদের সম্মুখে— সেসব অস্থি ছড়িয়ে দেবে। সেগুলো আর একত্রীকৃত কিংবা কবরে স্থাপিত হবে না; সারের মত ভূমির উপরে থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সেগুলি সূর্য, চাঁদ ও আকাশের সেইসব তারার সাক্ষাতে খোলা পড়ে থাকবে, যাদের তারা ভালোবাসত ও সেবা করত, যাদের অনুসারী হয়ে তারা তাদের সঙ্গে পরামর্শ করত ও উপাসনা করত। সেই হাড়গুলি আর একত্র সংগ্রহ করা হবে না বা কবর দেওয়া হবে না, কিন্তু আবর্জনার মতো মাটিতে পড়ে থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর তাহারা সূর্য্যের, চন্দ্রের ও সমস্ত আকাশবাহিনীর সম্মুখে —তাহারা যাহাদিগকে ভক্তি ও সেবা করিত, যাহাদের অনুগামী হইত, যাহাদিগকে অন্বেষণ করিত, ও যাহাদের কাছে প্রণিপাত করিত, আহাদের সম্মুখে—সে সকল অস্থি ছড়াইয়া দিবে। সেগুলি আর একত্রীকৃত কিম্বা কবরে স্থাপিত হইবে না; সারের ন্যায় ভূমির উপরে থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তারপর তারা সংগ্রহ করা সমস্ত অস্থি ছড়িয়ে দেবে আকাশভরা সূর্য, চন্দ্র এবং তারাদের নীচে এই মাটিতে। জেরুশালেমের লোকরা সূর্য, চন্দ্র, তারাদের ভালোবাসতো। তারা ওদের সেবা করতো, অনুসরণ করতো, উপদেশ চাইতো এবং পূজা করতো। কিন্তু কেউ সেই অস্থি একত্রিত করে পুনরায় সমাধিস্থ করবে না। সুতরাং সেই অস্থিগুলো পশুদের বিষ্ঠার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তখন তারা সেগুলিকে সূর্য্য, চাঁদ ও আকাশের সমস্ত তারার আলোয় ছড়িয়ে দেবে, কারণ এই সমস্ত বিষয়গুলি, যা তারা অনুসরণ ও সেবা করত, তারা তাদের পিছনে যেত, তাদের কাছে চাইতো এবং তারা ভজনা করত। তাদের জড়ো করা হবে না বা কবরও দেওয়া হবে না। সেগুলি গোবরের মত পৃথিবীর উপর পড়ে থাকবে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 8:2
32 ক্রস রেফারেন্স  

যিহুদীয়ার পূর্ববর্তী রাজারা যিহুদীয়া ও জেরুশালেমের আশেপাশে পৌত্তলিক পূজার বেদীতে নিত্যপূজার জন্য যে সমস্ত পুরোহিতদের নিযুক্ত করেছিলেন এবং যারা বেলদেব, সূর্য, চন্দ্র ও গ্রহ-নক্ষত্রের পূজা করত তাদের সবাইকে তিনি পদচ্যুত করলেন।


ফলে ঈশ্বর তাদের প্রতি বিমুখ হলেন এবং নিজেদের ইচ্ছামত নক্ষত্ররাজির পূজা করার জন্য তাদের ছেড়ে দিলেন। নবীদের গ্রন্থে এ বিষয়ে লেখা আছেঃ'হে ইসরায়েলকুল, চল্লিশ বর্ষব্যাপী প্রান্তরবাসেউৎসর্গ করেছিলে কি আমার কাছেকোন বলি কি নৈবেদ্য?


সবর্ত্র মৃতদেহ ছড়িয়ে আছে শস্যক্ষেত্রে ছড়িয়ে থাকা সারের স্তূপের মত, কেটে রেখে যাওয়া ফসলের মত, যে ফসল এখনও হয়নি সংগৃহীত। প্রভু পরমেশ্বর আমাকে এই কথা বলতে বললেন।


তোমরা আকাশের দিকে চেয়ে সূর্য, চন্দ্র,নক্ষত্ররাজি, আকাশের সমগ্র জ্যোতিষ্ক বাহিনী, যা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আকাশের নীচে সমস্ত জাতির জন্য নিরূপণ করেছেন, সেগুলি দেখে প্রণিপাত করবে না বা সেগুলিকে পূজা করবে না।


যারা ঘরের ছাদে উঠে আকাশের নক্ষত্ররাজির উদ্দেশে প্রণিপাত করে, যারা আমার আরাধনা করে আবার মোলেক দেবকেও1 মানে, আমি তাদের ধ্বংস করব।


তিনি আমাকে মন্দিরের ভিতরের প্রাঙ্গণে নিয়ে গেলেন। সেখানে, পবিত্র স্থানের প্রবেশ দ্বারের কাছে, পবিত্র বেদী ও যাতায়াতের পথের মাঝখানে প্রায় পঁচিশজন লোক দাঁড়িয়ে আছে। বেদীর দিকে পিছন ফিরে পূর্বদিকে নবোদিত সূর্যকে প্রণাম করছে।


তাই, এবার আমি, প্রভু পরমেশ্বর তোমাকে বলছি, রাজা যিহোয়াকিম, তোমার কোনও বংশধর আর কোনদিন দাউদের সিংহাসনে বসতে পারবে না। তোমার মৃতদেহ দিনের রৌদ্রতাপ এবং রাত্রে শিশিরের মধ্যে অনাবৃত অবস্থায় পড়ে থাকবে।


একটা গাধার সঙ্গে সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টি, টেনে নিয়ে যাওয়া হবে তাকে, জেরুশালেমের তোরণ দিয়ে ছুঁড়ে ফেলা হবে বাইরে।


জেরুশালেমের যে সমস্ত বাড়ি, যিহুদীয়ার রাজপ্রাসাদ এবং বাস্তব পক্ষে যে সমস্ত বাড়ির ছাদে আকাশের নক্ষত্রের উদ্দেশে ধূপ জ্বালা হত এবং অন্যান্য দেবতাদের উদ্দেশে যে সমস্ত স্থানে সুরা নিবেদন করে ঢালা হত, সেই সমস্ত স্থান তোফতের মত অশুচি হবে।


মারাত্মক রোগে তাদের মৃত্যু হবে। তাদের জন্য শোক করার অথবা তাদের কবর দেবার কেউ থাকবে না। ক্ষেতে সারের স্তূপের মত তাদের মৃতদেহ ঢিবি করা থাকবে। তারা হয় যুদ্ধে নিহত হবে কিম্বা অনাহারে মরবে। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্যজন্তুদের আহার।


এদের প্রতিও তুমি তাই কর, এন্‌দোরে তারা বিধ্বস্ত হয়েছিল, জমির সারে পরিণত হয়েছিল তারা।


তাঁর পিতা যে সমস্ত দেবস্থান ধ্বংস করেছিলেন তিনি সেগুলি আবার নির্মাণ করেন। ইসরায়েলরাজ আহাবের মত তিনিও বেলদেবের উপাসনার জন্য বেদী ও আশেরা দণ্ড নির্মাণ করেছিলেন। মনঃশি আকাশের সমস্ত গ্রহ-নক্ষত্রেরও পূজা করতেন।


সেদিন মানবকুল হবে বিপর্যস্ত। তারা অন্ধের মত বিচরণ করবে কারণ পরমেশ্বরের বিরুদ্ধে তারা পাপ করেছে। তাদের রক্ত স্রোতের মত প্রবাহিত হবে, তাদের গলিত শবে ভরে যাবে চারিদিক।


শতপুত্রের জনক হয়ে যদি কেউ দীর্ঘায়ু লাভ করে, অথচ সুখ না পায়, ব্যবস্থা যদি না হয় তার উপযুক্ত সমাধির, তাহলে আমি বলব, একটি মৃতজাত শিশু বরং অনেক সৌভাগ্যবান তার চেয়ে।


প্রভুর মন্দিরের দুটি প্রাঙ্গণেও তিনি একই উদ্দেশ্য বেদী তৈরী করেছিলেন।


তারা তাদের প্রভু পরমেশ্বরের সমস্ত বিধান ভঙ্গ করে পূজা করার জন্য ধাতু দিয়ে দুটি বৃষ মূর্তি তৈরী করল, সেইসাথে দেবী আশেরারও একটি প্রতীক করল। আকাশের গ্রহ নক্ষত্র ও বেলদেবেরও পূজা করত তারা।


এবং অন্য দেবতাদের ভজনা করে ও আমার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের কাছে কিম্বা সূর্য, চন্দ্র ও আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর কোন একটির উদ্দেশে প্রণিপাত করে,


যেখানে ভয়ের কোন কারণ নেই, সেইখানেও নিদারুণ আতঙ্কে ওরা হবে জর্জরিত, যারা অবরোধ করবে তোমায়, ঈশ্বর ছড়িয়ে ফেলবেন তাদের অস্থি। তারা হবে অবমানিত, কারণ ঈশ্বর তাদের করেছেন প্রত্যাখ্যান।


যে সমস্ত লোকের কাছে তারা এসব কথা বলছে তারাও একইভাবে নিহত হবে। তাদের মৃতদেহ জেরুশালেমের পথে পথে ছুঁড়ে ফেলা হবে, তাদের কবর দেবার কেউ থাকবে না। এদের স্ত্রী-পুত্র-কন্যাদেরও একই দশা হবে। এইভাবে আমি তাদের দুষ্কর্মের প্রতিফল দেব।


তখন তাদের তুমি বলবে, প্রভু পরমেশ্বর বলেছেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার কাছ থেকে চলে গেছে এবং অন্যান্য অলীক দেবতাদের পূজা-অর্চনা করছে। তারা আমাকে পরিত্যাগ করেছে, পালন করেনি আমার অনুশাসন।


সমগ্র উপত্যকায়, যেখানে মৃতদেহ কবর দেওয়া হত, পূর্বে অশ্বদ্বারের কোণ পর্যন্ত এবং কিদ্রোণ নদীর তীরের সমস্ত ক্ষেত আমার কাছে পবিত্র বলে পরিগণিত হবে। এই নগরীকে আর কোনদিন নির্মূল করে ধ্বংস করা হবে না।


তাদের মৃতদেহ আমি চারিদিকে ছড়িয়ে দেব এবং যজ্ঞবেদীর চারিদিকে ছড়িয়ে দেব তাদের হাড়।


মরুভূমিতে ছুঁড়ে দেব। তোমার দেহ মাটিতে আছড়ে পড়বে এবং সেইভাবেই পড়ে থাকবে, তোমার সমাধি হবে না। তোমার দেহ হবে পশু আর চিল-শকুনের আহার।


এদের নেতৃবৃন্দের দশা ওরেব ও জেব-এর মত কর, এদের নায়কদের কর জেবাহ ও সালমুন্নার মত।


আমি বললাম, নারীবৃন্দ, প্রভু পরমেশ্বরের কথা শোন, মনোযোগ দাও তাঁর কথায়। তোমাদের কন্যাদের শেখাও কি করে শোক করতে হয়, বন্ধুদের শেখাও কি করে গাইতে হয় অন্ত্যেষ্টির গান।


আমাদের জানালার পথ দিয়ে মৃত্যু প্রবেশ করেছে প্রাসাদে, পথে হরণ করেছে প্রাণ বালক-বালিকাদের, বাজারের মাঝে যুবজনদের।


ধনী-দরিদ্র নির্বিশেষে এদেশের সকলে মরবে। তাদের কবর দেওয়ার জন্য ও শোক করার জন্য তোমরা কেউ থাকবে না। কেউ তাদের দুঃখে নিজেদের দেহে আঘাত করে, ক্ষত সৃষ্টি করবে না বা মস্তক মুণ্ডন করে শোক প্রকাশ করবে না।


সেদিন, ঈশ্বর যাদের বধ করেছেন, তাদের মৃতদেহর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। তাদের নিয়ে গিয়ে কেউ কবর দেবে না, তাদের জন্য কেউ শোক করবে না। সারের স্তূপের মত মাটিতে পড়ে থাকবে তাদের দেহ।


খোলা মাঠের মধ্যে তারা মরবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বলছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন