Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 8:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সেই সময়ে যিহুদীয়ার রাজাদের ও রাজকর্মচারীদের তথা পুরোহিতবৃন্দের, প্রবক্তা নবীদের এবং জেরুশালেম নিবাসী সকলের অস্থি তাদের কবর খুঁড়ে বার করা হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 মাবুদ বলেন, সেই সময়ে লোকেরা এহুদার বাদশাহ্‌দের অস্থি, তার কর্মকর্তাদের অস্থি, ইমামদের অস্থি, নবীদের অস্থি ও জেরুশালেম-নিবাসী লোকদের অস্থি তাদের কবর থেকে বের করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “ ‘সদাপ্রভু বলেন, সেই সময় যিহূদার রাজা ও রাজকর্মচারীদের হাড়, যাজক ও ভাববাদীদের হাড় এবং জেরুশালেমের লোকদের হাড়, তাদের কবর থেকে অপসারিত করা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সদাপ্রভু কহেন, তৎকালে লোকেরা যিহূদার রাজগণের অস্থি, তাহার অধ্যক্ষবর্গের অস্থি, যাজকগণের অস্থি, ভাববাদিগণের অস্থি ও যিরূশালেমনিবাসী লোকদের অস্থি তাহাদের কবর হইতে বাহির করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এই হল প্রভুর বার্তা: “সেই সময় যিহূদার রাজা এবং গুরুত্বপূর্ণ কর্মচারীদের অস্থিসমূহ, যাজকগণ ও ভাববাদীগণের অস্থিসমূহ এবং জেরুশালেমের লোকদের অস্থিসমূহ তাদের কবরগুলির থেকে বার করে আনা হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভু বলেন, সেই দিনের তারা যিহূদার রাজার হাড়, উঁচু পদের কর্মচারীদের হাড়, যাজকের হাড় ও ভাববাদীদের হাড় এবং যিরূশালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলবে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 8:1
12 ক্রস রেফারেন্স  

তাদের মৃতদেহ আমি চারিদিকে ছড়িয়ে দেব এবং যজ্ঞবেদীর চারিদিকে ছড়িয়ে দেব তাদের হাড়।


প্রভু বলছেন,মোয়াবের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। ইদোম রাজার অস্থি পুড়িয়ে ভস্মে পরিণত করেছিল সে।


আমি প্রভু পরমেশ্বরের উপস্থিতির দ্বার আবিষ্ট হলাম। তাঁর আত্মা আমাকে নিয়ে গেলেন এক বিস্তীর্ণ উপত্যকায়। উপত্যকাটি ছিল অস্থিতে পরিপূর্ণ।


এইসব দেবস্থানের পৌত্তলিক পুরোহিতদের সেইসব বেদীর উপরেই হত্যা করলেন যেখানে তারা পূজা নিবেদন করত। প্রত্যেকটি পূজার বেদীতে তিনি মানুষের হাড় পুড়িয়েছিলেন। সব শেষ করে তিনি ফিরে গেলেন জেরুশালেমে।


তারপর যোশিয় পাহাড়ের উপরে কতকগুলি কবর দেখতে পেলেন। তিনি তখন এই কবরগুলি থেকে হাড় বার করে আনিয়ে বেদীর উপর পোড়ালেন। এইভাবে তিনি সেখানকার বেদীটি অশুচি করলেন। বহুদিন আগে রাজা যারবিয়াম এক উৎসবের দিনে বেদীর পাশে যখন দাঁড়িয়েছিলেন, তখন প্রভুর এক নবী এই ঘটনা সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিলেন। যে নবী এই ভবিষ্যদ্বাণী করেছিলেন, রাজা যোশিয় তাঁর সমাধিস্তম্ভ দেখে জিজ্ঞাসা করেছিলেন,


সেই নবী তখন পরমেশ্বরের প্রত্যাদেশে বেদীকে অভিযুক্ত করে ঘোষণা কলরেনঃ হে বেদি, প্রভু পরমেশ্বর এই কথা বলেছেনঃ শুনে রাখ, দাউদের কুলে একটি বালক জন্ম গ্রহণ করবেন। তার নাম হবে যোশিয়। পাহাড়ের গায়ে তৈরী দেবস্থানের যে পুরোহিতেরা তোমার উপর বলি উৎসর্গ করে, যোশিয় তাদের তোমারই উপর বলিদান করবেন এবং তোমারই উপরে পোড়ানো হবে মানুষের অস্থি।


আর তার দেহাবশেষ যিষ্‌রিয়েলের মাটিতে সারে পরিণত হবে, কেউ জানবে না তার পরিচয়!


যেখানে ভয়ের কোন কারণ নেই, সেইখানেও নিদারুণ আতঙ্কে ওরা হবে জর্জরিত, যারা অবরোধ করবে তোমায়, ঈশ্বর ছড়িয়ে ফেলবেন তাদের অস্থি। তারা হবে অবমানিত, কারণ ঈশ্বর তাদের করেছেন প্রত্যাখ্যান।


যে সমস্ত লোকের কাছে তারা এসব কথা বলছে তারাও একইভাবে নিহত হবে। তাদের মৃতদেহ জেরুশালেমের পথে পথে ছুঁড়ে ফেলা হবে, তাদের কবর দেবার কেউ থাকবে না। এদের স্ত্রী-পুত্র-কন্যাদেরও একই দশা হবে। এইভাবে আমি তাদের দুষ্কর্মের প্রতিফল দেব।


সমস্ত পূজার বেদী ভেঙ্গে ধূলিসাৎ করে দেব, চুরমার করে দেব ধূপ-বেদী। আর সেই সমস্ত অলীক মূর্তির সামনে তাদেরই ভক্তদের হত্যা করা হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন