Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 7:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 দেখ, তোমরা ছলনাময়ী কথায় বিশ্বাস করে থাক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 দেখ, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করছো, তা উপকার করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 কিন্তু দেখো, তোমরা প্রতারণামূলক কথাবার্তায় বিশ্বাস করছ, যা নিতান্তই অসার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 দেখ, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করিতেছ, তাহা উপকার করিতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 “‘কিন্তু তোমরা মূল্যহীন মিথ্যায় তোমাদের আস্থা স্থাপন করো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 দেখ! তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করছ, যা তোমাদের কোনো সাহায্য করে না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 7:8
14 ক্রস রেফারেন্স  

তোমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছ এবং স্থাপন করেছ সন্ধি মৃত্যুলোকের সঙ্গে। মিথ্যা ও ছলনার উপরে নির্ভর করে তোমরা নিশ্চিন্ত হয়ে রয়েছ, ভেবেছ, দুর্দৈব ঘনিয়ে এলেও তোমাদের স্পর্শ করবে না।


আমি, প্রভু পরমেশ্বর যা বলি, শোন সেই কথা। যে নবীরা তাদের মিথ্যায় ভরা স্বপ্নের কথা বলে, আমি তাদের বিরুদ্ধে। তারা এই সমস্ত অহমিকাপূর্ণ কথা বলে আমার প্রজাদের ধ্বংসের মুখে নিয়ে যায়। আমি তাদের পাঠাইনি বা যাবার আদেশও দিইনি। তারা প্রজাদের কোনও সাহায্যেই আসে না। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


আর কতদিন ঐ নবীরা তাদের মনগড়া কথা দিয়ে আমার প্রজাদের বিপথে পরিচালিত করবে?


সুতরাং তাদের ক্ষেত্র আমি নতুন মালিকদের হাতে তুলে দেব এবং তাদের স্ত্রীদের তুলে দেব অন্য লোকদের হাতে। ছোট-বড় প্রত্যেকে অসৎ ভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করে। এমন কি নবী ও পুরোহিতেরাও ঠকায় অন্য লোকদের।


নবীরা মিথ্যা ছাড়া কিছু বলে না, পুরোহিতেরা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলে, আর আমার প্রজারা তার কোন প্রতিবাদই করে না। কিন্তু সেই অন্তিম দিনে তারা কি করবে?


তখন আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, জেরুশালেমের লোকদের তুমি সম্পূর্ণভাবে প্রতারিত করেছ প্রতিশ্রুতি দিয়ে তুমি বলেছিলে, সেখানে বিরাজ করবে শান্তি, কিন্তু আজ তাদের মাথার উপরে উদ্যত তরবারি।


তারা প্রবক্তা নবীদের চুপ করে থাকতে বলে। তারা তাদের বলে, আমাদের মনের মত কথা বল, ধর্মজ্ঞানে আমাদের প্রয়োজন নেই। আমাদের গড়া মায়াজালের মধ্যেই আমাদের থাকতে দাও।


তোমরা বিচার সভায় মিথ্যা অভিযোগ নিয়ে মামলা করে থাক। সেখানে থাকে না কোন ন্যায়ের ভিত্তি। অসঙ্গত যুক্তির উপর তারা নির্ভর করে, শুধু মিথ্যা কথাই বলে এবং অন্যায়ভাবে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।


আমি হননিয়কে এই কথা বললাম এবং সেই সঙ্গে আরও বললাম, শোন হননিয়, পরমেশ্বর তোমাকে পাঠান নি, তুমি এই সব লোককে মিথ্যায় বিশ্বাস করাচ্ছ।


তিনি বলেছেন, এই হবে তোমার ভবিতব্য। তিনি তোমার এই অবস্থা করবেন বলে মনস্থ করেছেন, কারণ তুমি তাঁকে ভুলে গিয়ে অলীক দেবতাদের উপর আস্থাশীল হয়েছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন