Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 7:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 দেশটি মরুভূমি হয়ে যাবে। যিহুদীয়ার শহরে-নগরে এবং জেরুশালেমের পথে পথে আনন্দ-উল্লাসের পরিসমাপ্তি ঘটাব আমি। বিবাহ-উৎসবের আনন্দমুখর ধ্বনি আর শোনা যাবে না সেখানে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 তখন আমি এহুদার সকল নগরে ও জেরুশালেমের সকল পথে আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর নিবৃত্ত করবো; কেননা দেশ ধ্বংসস্থান হয়ে পড়বে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 আমি যিহূদার সমস্ত গ্রাম ও জেরুশালেমের পথগুলি থেকে আনন্দ ও আমোদের শব্দ, বর ও কনের আনন্দরবের পরিসমাপ্তি ঘটাব, কারণ সেই দেশ জনমানবহীন স্থানে পরিণত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 তখন আমি যিহূদার সকল নগরে ও যিরূশালেমের সকল পথে আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব নিবৃত্ত করিব; কেননা দেশ ধ্বংসস্থান হইয়া পড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 আমি জেরুশালেমের রাস্তা থেকে এবং যিহূদার শহরগুলি থেকে সমস্ত সুখ এবং আনন্দ কেড়ে নেব। ঐ জায়গাগুলিতে আর কখনও বর ও কনের গলা শোনা যাবে না। দেশটি মরুভূমিতে পরিণত হবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 আমি যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের পথে উল্লাস ও জয়ধ্বনির শব্দ, বর ও কনের শব্দ শেষ করে দেব, কারণ দেশটি ধ্বংসস্থান হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 7:34
23 ক্রস রেফারেন্স  

প্রদীপের আলো আর কখনও জ্বলবে নাবর ও বধূর আলাপও কখনওশোনা যাবে না তোমার মাঝে।তোমার বণিকেরা একদা ছিলপৃথিবীর অভিজাত সওদাগর,তুমি সর্বজাতিকে বিভ্রান্ত করেছতোমার মোহিনীমায়ায়।


আমি তার সমস্ত আমোদপ্রমোদ, উৎসব, অমাবস্যা পালন, বিশ্রামদিন ও পালাপার্বণের অবসান ঘটাব।


তোমার সমস্ত সঙ্গীতের অবসান ঘটাব আমি, থেমে যাবে সব সুরলহরী, আমি স্তব্ধ করে দেব তোমার বীণার ঝঙ্কার।


আমি তাদের হাসি আনন্দ ও বিবাহের উৎসবধ্বনি স্তব্ধ করে দেব। আলো জ্বালাবার জন্য তাদের তেল থাকবে না। খাদ্যশস্যও থাকবে না তাদের।


আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর তোমাকে যা বলব, সে কথা মন দিয়ে শুনবে। আমি আনন্দ ও উল্লাসধ্বনি এবং বিবাহ-উৎসবের স্ফূর্তি কোলাহল স্তব্ধ করে দেব। এখানকার লোক স্বচক্ষে এ সব ঘটনা প্রত্যক্ষ করবে।


তোমার দেশ ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে তোমার শহর-নগর। যখন তুমি চেয়ে চেয়ে দেখছ এসব, তখন বিদেশীরা তোমার দেশ দখল করে নিয়েছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে।


তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত।


কিন্তু তোমার অধিবাসীদের দোষে এবং তাদের কর্মফলে পৃথিবী হবে মরুভূমি সদৃশ।


(প্রভু পরমেশ্বর বলেছিলেন, সমগ্র পৃথিবী পরিণত হবে মরুপ্রান্তরে, তবে একে তিনি সম্পূর্ণভাবে ধ্বংস করবেন না।)


নগরদ্বার ভরে যাবে কান্না আর বিলাপে। নগরীর অবস্থা হবে ভূলুন্ঠিতা বিবসনা রমণীর মত।


প্রভু পরমেশ্বর বলেন, লোকে বলছে যে, এই স্থান মরুভূমির মত, কোনও জনপ্রাণী এখানে বাস করে না। তারা সত্যি কথাই বলে। যিহুদীয়ার শহর-নগর ও জেরুশালেমের পথ-ঘাট শূন্য, কোনও প্রাণীর বাস নেই এখানে।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কতদিন এ অবস্থা চলবে? তিনি বললেন, যতদিন না নগর-জনপদ বিধ্বস্ত ও জনশূন্য হয়, যতদনি না সমস্ত বাসগৃহ বসতিশূন্য হয়, যতদিন না এদেশ পরিত্যক্ত, নির্জন হয়।


অগ্নি গ্রাস করল তাদের যুবকদের তাদের কন্যাদের দিল না কেউ বরমাল্য।


আমি প্রভু পরমেশ্বর বলছি, যিহুদীয়ার এই রাজপ্রাসাদ আমার কাছে শোভাময়ী গিলিয়দের মত, লেবাননের পর্বতশ্রেণীর মত সুন্দর অপরূপ। কিন্তু একে আমি করব জনহীন পরিত্যক্ত, যেখানে জীবনের কোন চিহ্ন নেই।


তাদের কথা শুনো না। ব্যবিলনের রাজার কাছে আত্মসমর্পণ কর, তাহলে বাঁচবে। কেন এই নগরী একটি ধ্বংসস্তূপে পরিণত হবে?


তাই আমি যিহুদীয়ার শহরে নগরে ও জেরুশালেমের পথে পথে বর্ষণ করেছি আমার তীব্র রোষ। আমি আগুন লাগিয়ে দিয়েছি সেখানে। সেগুলি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, বীভৎস ভয়াবহ সেই দৃশ্য আজও বিদ্যমান।


নগরীর তোরণদ্বারে প্রবীণেরা বসে না আর, শোনা যায় না আর তরুণ-তরুণীদের সঙ্গীতলহরী।


বন্ধ্যা হোক সে রাত, হোক আনন্দোল্লাসহীন, নিস্তব্ধ নিঝুম।


উর্বরা ভূমি মরুভূমি হয়ে গেছে, বিধ্বস্ত এর শহর-নগর, প্রভু পরমেশ্বরের জ্বলন্ত ক্রোধই এর কারণ।


কিন্তু এবার তুমি এই সমস্ত স্থানে আবার শুনবে বিবাহ-উৎসবের আনন্দ ও উল্লাসধ্বনি। আমার মন্দিরে তারা আবার আমার কাছে আনবে কৃতজ্ঞতার উপহার। তুমি শুনতে পাবে তাদের সঙ্গীতধ্বনি। তারা বলবে: সর্বাধিপতি প্রভুর চরণে নিবেদন কর কৃতজ্ঞতা, তিনি মঙ্গলময়, তাঁর প্রেম অনন্তকাল স্থায়ী। এ দেশকে আমি আগের মতই সুসমৃদ্ধ ও ঐশ্বর্যশালী করে তুলব। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


চূড়ান্ত দুর্নীতিতে ছেয়ে গেছে চারদিক, দুর্নীতি বাড়িয়ে তুলছে দৌরাত্ম্য। সর্বস্বান্ত হবে তারা—তাদের ধন-মান যশ নিঃশেষে ধূলায় মিলাবে।


বেল দেবতাদের পর্বদিন পালনের পরিণাম আমি তাকে ভোগ করাব। তাদের উদ্দেশে সে ধূপ জ্বালাত, আমাকে ভুলে কর্ণ-কুণ্ডল ও নানা আভরণে সজ্জিত হয়ে তার প্রণয়ীদের পেছনে ছুটে বেড়াত। —প্রভুই বলেছেন এ কথা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন