Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 7:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 হে জেরুশালেমের অধিবাসী, শোক কর, কেটে ফেলে দাও তোমাদের মাথার চুল, পর্বতশিখরে অন্ত্যেষ্টিক্রিয়ার গান গাও, কারণ আমি, প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছি, প্রত্যাখ্যান করেছি আমার প্রজাদের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 হে জেরুশালেম, তুমি তোমার চুল কেটে দূরে ফেলে দাও, গাছপালাহীন পাহাড়গুলোর উপরে উঠে মাতম কর, কেননা মাবুদ তাঁর ক্রোধের পাত্র এই বংশকে অগ্রাহ্য করেছেন, পরিত্যাগ করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 “ ‘তোমার চুল কেটে ফেলে দাও; গাছপালাহীন পাহাড়ে গিয়ে বিলাপ করো, কারণ সদাপ্রভুর ক্রোধের অধীনে থাকা এই প্রজন্মকে তিনি অগ্রাহ্য ও পরিত্যাগ করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 [হে যিরূশালেম], তুমি আপনার চুল কাটিয়া দূরে ফেলিয়া দেও, বৃক্ষশূন্য গিরি সকলের উপরে উঠিয়া বিলাপ কর, কেননা সদাপ্রভু আপন ক্রোধের পাত্র বংশকে অগ্রাহ্য করিয়াছেন, পরিত্যাগ করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 “যিরমিয়, তুমি তোমার চুল কেটে ফেল এবং তা ছুঁড়ে ফেলে দাও। তারপর অনাবৃত পাহাড়ের চূড়ায় ওঠ এবং আর্ত্তনাদ করে কাঁদো। কারণ, প্রভু এই প্রজন্মের লোকদের প্রত্যাখ্যান করেছেন এবং এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তিনি তাদের শাস্তি দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 তোমার চুল কাটো, নিজেকে কামাও এবং তোমার চুল ফেলে দাও। খোলা জায়গায় বিলাপ গান কর। কারণ সদাপ্রভু তাঁর রাগে এই প্রজন্মকে তিনি অগ্রাহ্য ও ত্যাগ করেছেন।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 7:29
27 ক্রস রেফারেন্স  

ইয়োব তখন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। শোকে অভিভূত হয়ে তিনি তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন, মাথা কামালেন এবং মাটিতে উবুড় হয়ে বললেন,


তোমাদের প্রিয় সন্তানদের জন্য তোমরা শোকে মস্তক মুণ্ডন কর, নির্মূল কর কেশ রোমহীন শকুনের মত। কারণ তোমাদের কাছ থেকে শত্রুরা তাদের কেড়ে নিয়ে যাবে নির্বাসনে।


ওদের বলা হবে অপদার্থ, কারণ আমি, প্রভু পরমেশ্বর ওদের প্রত্যাখান করেছি।


ধনী-দরিদ্র নির্বিশেষে এদেশের সকলে মরবে। তাদের কবর দেওয়ার জন্য ও শোক করার জন্য তোমরা কেউ থাকবে না। কেউ তাদের দুঃখে নিজেদের দেহে আঘাত করে, ক্ষত সৃষ্টি করবে না বা মস্তক মুণ্ডন করে শোক প্রকাশ করবে না।


তিনি আরও বিভিন্নভাবে নিজের বক্তব্য তাদের সামনে উপস্থাপিত করলেন এবং আবেদন জানিয়ে বললেন, এ যুগের দুর্জনদের হাত থেকে নিজেদর রক্ষা কর।


আমি তোমাদের সত্য বলছি, এ যুগের লোকেরাই এ সবের জন্য দায়ী হবে।


এই নষ্ট ও ভ্রষ্ট যুগের মানুষ শুধু নিদর্শন দেখতে চায়, কিন্তু নবী যোনার নিদর্শন ছাড়া অন্য কিছুই তাদের দেখানো হবে না। এই বলে তাদের কাছ থেকে তিনি চলে গেলেন।


তিনি তাঁদের বললেন, এ যুগের দুষ্ট ও ভ্রষ্টাচারী মানুষ নিদর্শনের খোঁজ করে। কিন্তু নবী যোনার নিদর্শন ছানা আর কোনো নিদর্শনই তাদের দেওয়া হবে না।


ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের অনেকে বাপ্তিষ্ম গ্রহণের জন্য তাঁর কাছে আসতে দেখে তিনি তাদের বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?


হে মর্ত্যমানব, টায়ারের রাজার জন্য যে ভবিতব্য অপেক্ষা করে আছে, তার জন্য শোক কর। আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, তাকে বল: একদা তুমি ছিলে পূর্ণতার প্রকৃষ্ট উদাহরণ, ছিলে পরম জ্ঞানী, সর্বাঙ্গসুন্দর।


ইসরায়েলের দুজন রাজার জন্য প্রভু পরমেশ্বর আমাকে এই শোকগাথা গাইতে বললেনঃ


তারা সকলে শোকে চুল-দাড়ি কেটে ফেলেছে, নিজেদের হাতে ক্ষত সৃষ্টি করেছে এবং চট পরেছে।


গাজার অধিবাসীদের উপরে নেমে এসেছে সুগভীর দুঃখ, আসকেলনের মানুষ হয়েছে স্তব্ধ। ফিলিস্তিয়ার অবশিষ্ট মানুষেরা আর কদিন করবে শোক?


প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের পরিত্যাগ করেছিলেন, তাদের দণ্ড দিয়েছিলেন, নির্দয় শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন এবং শেষপর্যন্ত তিনি তাঁর সান্নিধ্য থেকে তাদের নির্বাসন দিয়েছিলেন।


কিন্তু ভ্রষ্টাচারী তোমরা, তোমাদের অবাধ্যতায় হারিয়েছ তাঁর সন্তানের অধিকার, প্রবঞ্চক তোমরা, কুটিলতায় ভরা তোমাদের মন।


সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তখন তোমাকে মস্তক মুণ্ডন করে, চটের বস্ত্র পরে ক্রন্দন ও বিলাপ করার জন্য আহ্বান জানালেন।


চেয়ে দেখ, পাহাড়ের চূড়াগুলির দিকে। এমন কোন জায়গা কি বাকি আছে, যেখানে তুমি ব্যভিচারিণীর মত আচরণ করনি? আরব বেদুইনরা মরুভূমিতে শিকারের আশায় যেমন ওৎ পেতে থাকে, তুমিও তেমনি পথের ধারে প্রণয়ীর প্রতীক্ষায় থাকতে। তোমার ব্যভিচারে দেশকে তুমি অশুচি করে তুলেছ।


পর্ব শিখরে শোনা যাচ্ছে কোলাহল, এ যে ইসরায়েল জাতির কান্না আর আবেদনের আর্তনাদ। তারা যে যাপন করছে পাপলিপ্ত জীবন, ভুলে গেছে তাদের প্রভু পরমেশ্বরকে।


আমি বললাম, পর্বতরাজির জন্য শোক করব, আমি কাঁদব চারণভূমির জন্য, কারণ সেগুলি শুকিয়ে গেছে, কেউ আর চলাচল করে না সেখানে, শোনা যায় না কোনও মেষপালকের ডাক, উড়ে গেছে সব পাখি, বন্যপশুরাও গেছে পালিয়ে।


প্রভু পরমেশ্বর বলেন, আমি পরিত্যাগ করেছি ইসরায়েলীদের, আমার মনোনীত জাতিকে করেছি প্রত্যাখ্যান। আমার প্রিয় সন্তানদের আমি তুলে দিয়েছি তাদের শত্রুকুলের হাতে।


হে প্রভু পরমেশ্বর, যিহুদীয়াকে কি তুমি ত্যাগ করলে একেবারে? সিয়োনের মানুষকে কি ঘৃণা কর তুমি? এমন মারাত্মকভাবে কেন তুমি আমাদের আঘাত করলে যা কোনদিন নিরাময় হবে না? আমরা চেয়েছিলাম শান্তি, কিন্তু কোন মঙ্গলই ঘটল না, আরোগ্য আশা করেছিলাম, পরিবর্তে এল আতঙ্ক।


করেছ কি আমাদের প্রত্যাখ্যান চিরতরে? নাই কি কোনও সীমা তোমার ক্রোধের।


হে ইসরায়েলকুল! তোমাদের সম্পর্কে যে শোকগাথা আমি রচনা করেছি, শোনঃ


আমি তাদের বিতাড়িত করে ছড়িয়ে দেব নানা জাতির মাঝে, যাদের নাম তারা বা তাদের পিতৃপুরুষেরা কেউ শোনে নি কখনও। শত্রুর আক্রমণে আমি তাদের বিপর্যস্ত করে তুলব, যতদিন না তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন