Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 7:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 তোমাদের পূর্বপুরুষদের মিশর দেশ থেকে আনার সময় হোমবলি বা অন্য কোন বলিদান সম্পর্কে আমি তাদের কোনরকম আদেশ দিই নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 বস্তুত যেদিন আমি তোমাদের পূর্বপুরুষদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছিলাম, সেই সময়ে পোড়ানো-কোরবানীর কিংবা কোরবানীর বিষয় তাদেরকে বলেছিলাম, কিংবা হুকুম দিয়েছিলাম, এমন নয়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 কারণ তোমাদের পিতৃপুরুষদের আমি যখন মিশর থেকে মুক্ত করে এনেছিলাম ও তাদের সঙ্গে কথা বলেছিলাম, আমি তাদের কেবলমাত্র হোমবলি ও অন্যান্য বলিদান উৎসর্গের আদেশ দিইনি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 বস্তুতঃ যে দিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলাম, তৎকালে হোমের কিম্বা বলিদানের বিষয় তাহাদিগকে বলিয়াছিলাম, কিম্বা আজ্ঞা দিয়াছিলাম, এমন নয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আমিই মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তাদের হোমবলি বা উৎসর্গের আদেশ দিইনি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 কারণ যখন আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনেছিলাম, আমি তাদের থেকে কিছু চাইনি; আমি হোমবলি ও বলিদানের সম্মন্ধে কোন আদেশ দিইনি।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 7:22
9 ক্রস রেফারেন্স  

কারণ বলিদান নয়, আমি চাই পূর্ণ আনুগত্য, হোম নয়, তোমার সঙ্গে নিবিড় সম্পর্কই আমার কাম্য।


শমুয়েল বললেন, পূর্ণাহুতি কিংবা বলিদানের চেয়ে আদেশ পালনেই কি প্রভুর প্রীতি অধিক নয়? দেখ, বলিদানের চেয়ে বাধ্যতা, মেদ-নৈবেদ্যের চেয়ে আজ্ঞাবহতাই শ্রেয় ।


‘বলিদান নয়, দয়াই আমার কাম্য'-এ কথার অর্থ কী, আগে তা বোঝার চেষ্টা কর। ধার্মিকদের নয় আমি এসেছি, পতিতদেরই আমন্ত্রণ জানাতে।


বলিদান ও নৈবেদ্যে তুমি প্রীত নও, চাও না তুমি হোম আর প্রায়শ্চিত্ত বলি, কিন্তু তুমি উৎসুক করেছ আমায় তোমার বাক্য শ্রবণে।


হৃদয়, বুদ্দি ও সমস্ত শক্তি দিয়ে তাঁকে ভালবাসা এবং প্রতিবেশীকে আত্মজ্ঞানে ভালবাসা হেআম ও বলিদানের চেয়েও অনেক বড়।


এবং অন্য দেবতাদের ভজনা করে ও আমার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের কাছে কিম্বা সূর্য, চন্দ্র ও আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর কোন একটির উদ্দেশে প্রণিপাত করে,


ইসরায়েল ও যিহুদীয়ার মানুষ জীবনের প্রথম ক্ষণ থেকেই তাদের কদাচরণ দিয়ে আমাকে বিরক্ত ও ক্রুদ্ধ করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন