Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 7:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তুমি কি দেখতে পাওনা তারা কি করছে যিহুদীয়ার শহরে-নগরে, জেরুশালেমের পথে পথে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 তারা এহুদার নগরে নগরে ও জেরুশালেমের পথে পথে যা করছে, তা কি তুমি দেখছ না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 যিহূদার গ্রামগুলিতে এবং জেরুশালেমের পথে পথে তারা কী করছে, তুমি কি তা দেখতে পাও না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তাহারা যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের সড়কে সড়কে যাহা করিতেছে, তাহা কি তুমি দেখিতেছ না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 আমি জানি তুমি লক্ষ্য রাখছো যিহূদার শহরগুলিতে এবং জেরুশালেমের রাস্তায় তারা কি করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তুমি কি দেখতে পাচ্ছ না তারা যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় কি করছে?

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 7:17
11 ক্রস রেফারেন্স  

যিরমিয়, ধাতুকে যেভাবে পরীক্ষা করা হয়, সেইভাবে ওদের পরীক্ষা কর, দেখা ওরা কিসের মত?


প্রভু পরমেশ্বর বলেছেন, যিরমিয়, এই সব লোকদের জন্য প্রার্থনা করোনা, কেঁদোনা ওদের হয়ে, ওদের জন্য ওকালতিও করোনা, কারণ আমি শুনব না তোমার কথা।


ছোট ছেলেমেয়েরা জ্বালানি কাঠ কুড়িয়ে জড়ো করে, আগুন জ্বালে পুরুষেরা এবং মেয়েরা পিঠে তৈরির ময়দা মাখে দেবীর জন্যে, যে দেবীকে তারা ‘স্বর্গের দেবী’ বলে।


তাই আমি যিহুদীয়ার শহরে নগরে ও জেরুশালেমের পথে পথে বর্ষণ করেছি আমার তীব্র রোষ। আমি আগুন লাগিয়ে দিয়েছি সেখানে। সেগুলি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, বীভৎস ভয়াবহ সেই দৃশ্য আজও বিদ্যমান।


আমি আমার প্রজাদের দণ্ড দেব, কারণ তারা পাপ করেছে। আমাকে পরিত্যাগ করে অন্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করেছে, পূজা করেছে অলীক মূর্তি গড়ে।


তারা এই নগরী অধিকার করে আগুন লাগিয়ে দেবে। আমি প্রচণ্ড রুষ্ট হয়েছি, কারণ এখানকার লোক বাড়ির ছাদে বেলদেবের উদ্দেশে ধূপ জ্বালে, অন্যান্য দেবতাদের উদ্দেশে সুরা নিবেদন করে উপাসনা করে। তাই এই সমস্ত স্থানের ঘর-বাড়িসহ এই নগরী ব্যাবিলনীয়েরা পুড়িয়ে ছারখার করবে।


কারণ রাজ্য, নেতা, পুরোহিত ও নবী নির্বিশেষে জেরুশালেমে ও যিহুদীয়ার মানুষের পাপ অসংখ্য।


আমি বার বার আমার সেবক নবীদের দিয়ে তোমাদের কাছে নিষেধ করে বলে পাঠিয়েছি যেন এই ভয়াবহ কাজ তোমরা না কর, যা আমার কাছে অত্যন্ত ঘৃণাস্পদ।


আমাদের প্রতিজ্ঞা আমরা অবশ্যই রাখব। আমাদের দেবী, স্বর্গের রাণীর কাছে আমরা বলি উৎসর্গ করব এবং তাঁর উদ্দেশে সুরা নিবেদন করব, ঠিক যেভাবে আমাদের পূর্বপুরুষেরা আমাদের রাজা ও নেতৃবৃন্দ যিহুদীয়ার শহরে-নগরে, জেরুশালেমের পথে-ঘাটে বলি উৎসর্গ করতেন। সেই সময় আমাদের প্রচুর খাদ্যশস্য ছিল, আমরা সমৃদ্ধি লাভ করেছিলাম, আমাদের কোনও অভাব ছিল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন