Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 6:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হে জেরুশালেমবাসী, এ সমস্ত যন্ত্রণা তোমাদের কাছে সতর্কতার বাণীস্বরূপ। এখনও যদি সাবধান না হও, আমি তোমাদের পরিত্যাগ করব, এই নগরীকে আমি পরিণত করব মরুভূমিতে, যেখানে মানুষের বাস নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 হে জেরুশালেম, শাসন গ্রহণ কর, পাছে আমার প্রাণ তোমার কাছ থেকে ফিরে যায়, পাছে আমি তোমাকে ধ্বংস স্থান করি, জনবসতিহীন ভূমি করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 ওহে জেরুশালেম, সতর্ক হও, নইলে আমি তোমার কাছ থেকে ফিরে যাব এবং তোমার ভূমিকে উৎসন্ন করব, যেন কেউ এর মধ্যে বসবাস করতে না পারে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 হে যিরূশালেম, শাসন গ্রহণ কর, পাছে আমার প্রাণ তোমা হইতে বিভিন্ন হয়, পাছে আমি তোমাকে ধ্বংসস্থান করি, নিবাসীবিহীন ভূমি করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 জেরুশালেম এবার সতর্ক হও। যদি তোমরা এখনও সাবধান না হও তাহলে আমি তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব। তোমাদের দেশকে মরুভূমিতে পরিণত করব। কোন মানুষই আর ওখানে বাস করতে পারবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 হে যিরূশালেম, শাসন গ্রহণ কর, না হলে আমি তোমার কাছ থেকে ফিরে যাব এবং তোমার দেশ ধ্বংস ও জনশূন্য করব।”

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 6:8
23 ক্রস রেফারেন্স  

তারা সন্তানসন্ততি লালন-পালন করলেও আমি তাদের সন্তানহীন করব, নির্বংশ করব।যখন আমি তাদের বর্জন করব তখন ভয়াবহ ঘটনা ঘটবে তাদের উপর।


তারপর সে প্রকাশ্যে পতিতাবৃত্তি শুরু করল এবং সকলের কাছে বারাঙ্গানারূপে পরিচিত হল। তার বোনের উপর আমি যেমন বিরক্ত হয়েছিলাম, তার উপরেও তেমনি বিরক্ত হয়ে উঠলাম।


তাদের পূর্বপুরুষেরা আমার কথা শোনে নি, ভ্রূক্ষেপও করেনি তাতে। পরিবর্তে তারা উদ্ধত হয়ে উঠেছিল। আমার বাধ্য হয়নি, এমন কি প্রত্যাখ্যান করেছে আমার শিক্ষা।


আমি ভেবেছিলাম, আমার প্রজারা নিশ্চয়ই আমাকে সম্ভ্রম করবে, আমার শাসন নত মস্তকে মেনে নেবে, যে শাস্তি তাদের দিয়েছি সে কথা কখনও ভুলবে না। কিন্তু না! বরং তারা আরও বেশী করে দুষ্কর্মে প্রবৃত্ত হল।


তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে। অবিরাম তাদের আমি শিক্ষা দিয়ে এসেছি, তা সত্ত্বেও আমার কথায় তারা কান দেয়নি, নিজেদের সংশোধনও করেনি তারা।


আমি তোমায় সংশোধন করি, এ তুমি চাও না, অমান্য কর তুমি আমার আদেশ।


তোমাকে ত্যাগ করে আমি চলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি অনুতপ্ত, চেয়েছি আসতে ফিরে তোমার কাছে। যেদিন আমার চেতনা এল, আমি অবনত হলাম অনুতাপে, আমি লজ্জিত হতমান, এতদিন আমি লিপ্ত ছিলাম পাপে।


প্রভু পরমেশ্বর বলেন, আমি জেরুশালেমকে পরিণত করব এক ধ্বংসস্তূপে, পরিণত করব এমন একটি স্থানে যেখানে শৃগালের বাস। যিহুদীয়ার শহর-নগর হবে ধূ ধূ প্রান্তর, কোনও জনপ্রাণীর বাস নেই যেখানে।


দেশটি মরুভূমি হয়ে যাবে। যিহুদীয়ার শহরে-নগরে এবং জেরুশালেমের পথে পথে আনন্দ-উল্লাসের পরিসমাপ্তি ঘটাব আমি। বিবাহ-উৎসবের আনন্দমুখর ধ্বনি আর শোনা যাবে না সেখানে।


তাই, আমি সর্বাধিপতি প্রভু, এই মন্দিরের উপর বর্ষণ করব আমার ভয়াবহ ক্রোধ। মানুষ ও পশু নির্বিশেষে সবার উপরে বর্ষিত হবে এই ক্রোধ, এমন কি বৃক্ষরাজি ও শস্যলতাদিও এর থেকে বাদ যাবে না। আমার ক্রোধ হবে এমন আগুনের মত, যা কেউ নিভাতে পারবে না।


জেরুশালেম, তোমার অন্তর থেকে সমস্ত মন্দতা ধুয়ে ফেল যাতে রক্ষা পাও। আর কতদিন তুমি ডুবে থাকবে পাপচিন্তার মধ্যে?


তাকে দেখে সিংহের মত গর্জন করে তারা, মরুভূমি করে দিয়েছে তার দেশ বিধ্বস্ত হয়েছে তার নগর-জনপদ, সব আজ পরিত্যক্ত নির্জন।


যা কিছু শিখেছ সর্বদা স্মরণে রেখ, রক্ষা করো সযত্নে, জেন, এই শিক্ষাই প্রকৃত শিক্ষা।


হে প্রভু পরমেশ্বর, ধন্য সেই ব্যক্তি যাকে তুমি শাসন কর, যাকে শিখাও তোমার বিধান।


অতএব, হে নৃপতিবৃন্দ, বিবেচনা কর, সতর্ক হও পৃথিবীর শাসকবর্গ।


জ্ঞানবান হলে ওরা নিশ্চয়ই বুঝতো এ কথা, করত বিবেচনা নিজেদের পরিণাম,


তোমরা যতদিন শত্রুদের দেশে নির্বাসনে থাকবে এবং যতদিন তোমাদের দেশ জনহীন থাকবে ততদিন তোমাদের দেশ বিশ্রাম লাভ করবে।


তুমি তাদের বলবে, ‘তোমরাই হলে সেই জাতি, যারা তাদের প্রভু ঈশ্বরের ইচ্ছা পালন করে না বা সমুচিত শাস্তি পেয়েও তা থেকে শিক্ষা গ্রহণ করে না। সত্যের মৃত্যু ঘটেছে, কেউ আর বলে না তার কথা।


তুমি যদি উপদেশ শোন, গ্রহণ কর শিক্ষা, তাহলে ভবিষ্যতে তুমি জ্ঞানী হবে।


তাদের জননী স্বৈরিণী। তাদের গর্ভধারিণী গর্হিত আচরণ করেছে। সে বলেছে, ‘আমি আমার প্রণয়ীদের সঙ্গে যাব, কারণ তারাই জোগায় আমার খাদ্য ও পানীয়, তারাই আমাকে দেয় পশম, মসলিন,তেল ও সুরা।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন