Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 6:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 আমি বললাম, যদি আমি এইসব কথা বলতে যাই, কে আমার কথা শুনবে? ওরা জেদী, একগুঁয়ে। তোমার কথা তারা কানেই তুলবে না। তুমি আমাকে যা বলতে বললে, সেই কথা শুনে তারা হাসবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আমি কাকে বললে, কাকে সাক্ষ্য দিলে ওরা শুনবে? দেখ, তাদের কান বন্ধ, তারা শুনতে পায় না। দেখ, মাবুদের কালাম তাদের উপহাসের বিষয় হয়েছে; সেই কালামে তাদের কিছুই সন্তোষ হয় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 কার সঙ্গে আমি কথা বলব, কাকে সতর্কবাক্য দেব? কে শুনবে আমার কথা? তাদের কান বন্ধ হয়েছে তাই তারা পায় না শুনতে। সদাপ্রভুর বাক্য তাদের কাছে আপত্তিকর; তারা তাতে কোনও আনন্দ পায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আমি কাহাকে বলিলে, কাহাকে সাক্ষ্য দিলে, উহারা শুনিবে? দেখ, তাহাদের কর্ণ অচ্ছিন্নত্বক্‌, তাহারা শুনিতে পায় না। দেখ, সদাপ্রভুর বাক্য তাহাদের টিট্‌কারির বিষয় হইয়াছে; সে বাক্যে তাহাদের কিছুই সন্তোষ হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমি কাদের সঙ্গে কথা বলব? আমি কাদের সতর্ক করব? কারাই বা আমার কথা শুনবে? ইস্রায়েলীয়রা আমার সতর্কবাণী শুনতে পাচ্ছে না কারণ তাদের কান বন্ধ। তারা প্রভুর কথা শুনতে অনিচ্ছুক। তারা তাঁর বার্তা শুনতে পছন্দ করে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আমি কাকে বললে ও কাকে সাবধান করলে তারা আমার কথা শুনবে? দেখ! তাদের কান বন্ধ হচ্ছে, তাই তারা মনোযোগ দেয় না। দেখ! সদাপ্রভুর বাক্য তাদের কাছে শোধরানোর জন্য এসেছে, কিন্তু তারা তা চায় না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 6:10
40 ক্রস রেফারেন্স  

হে উদ্ধত জনসাধারণ, হৃদয় তোমাদের অইহুদীদের মত অপবিত্র, শ্রবণ তোমাদের ঈশ্বরের বাণীর প্রতি বিমুখ। চিরকালই তোমরা পবিত্র আত্মার বিরোধিতা করছ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা তেমনিই হয়েছ তোমরাও।


জগত তোমাদের ঘৃণা করতে পারে না। কিন্তু আমাকে ঘৃণা করে কারণ তার পথ যে মন্দ, সে কথা আমি প্রকাশ করে দিই।


তা সত্ত্বেও আমার কথা তোমরা কেউ শুনলে না। তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও হয়ে উঠেছ আরও জেদী, আরও অবাধ্য।


অনাগত ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ঈশ্বরের প্রত্যাদেশ পেয়ে নোহ তা বিশ্বাস করলেন। সতর্ক হয়ে নিজের পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য একটি জাহাজ তৈরী করলেন। তাঁর বিশ্বাস দ্বারা তিনি জগতকে দোষী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের জন্যই ধার্মিকতার অধিকারী হলেন।


তখন লোকে বলবে, কে বিশ্বাস করবে এ কথা? কে বুঝবে, এ কাজ প্রভু পরমেশ্বরের?


কিন্তু মোশি প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন, ইসরায়েলীরাই আমার কথা শুনল না, ফারাও কি অর আমার মত তোৎলা লোকের কথা শুনবেন?


কারণ এমন দিন আসবে যখন মানুষ সারগর্ভ শিক্ষা অগ্রাহ্য করবে, তারা নিজেদের রুচি অনুযায়ী শুধু মনের মত কথা শুনবার জন্য বহু গুরু জোগাড় করে নেবে।


তাঁকেই আমরা প্রচার করি, তাই আমরা সকল মানুষকে সচেতন করি, সকলকে সর্ববিধ জ্ঞানে শিক্ষিত করে তুলি যেন প্রত্যেকজনকে খ্রীষ্টের জ্ঞানে পূর্ণ পরিণত রূপে ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারি।


আমার অন্তরতম সত্তা ঈশ্বরের বিধানে আনন্দ প্রকাশ করে,


তারপর হাঁটু পেতে চীৎকার করে নিবেদন করলেন, প্রভু, এদের এইপাপ তুমি গণ্য করো না। এই কথা বলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।


এ কথা শুনে যীশুর সঙ্গে যে ফরিশীরা ছিল তারা জিজ্ঞাসা করল,


শাস্ত্রবিদ ও পুরোহিতদের নেতৃবৃন্দ বুঝতে পেরেছিলেন যে, এই উপাখ্যানটি তাঁদের উদ্দেশ্য করেই বলা হয়েছে, তাঁরা তখনই যীশুকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন কিন্তু লোকের ভয়ে পারলেন না।


একজন শাস্ত্রগুরু তখন তাঁকে বলল, গুরুদেব, এ কথা বলে আপনি আমাদেরও অপমান করেছেন।


ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের অনেকে বাপ্তিষ্ম গ্রহণের জন্য তাঁর কাছে আসতে দেখে তিনি তাদের বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?


বেথেলের পুরোহিত অমৎসিয় তখন ইসরায়েলের রাজা যারবিয়ামের কাছে এই সংবাদ পাঠালেনঃ আমোস ইসরায়েলীদের সমাজে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশের লোক তার কথাবার্তা বরদাস্ত করতে পারছে না।


আর যদি তুমি কোন দুষ্ট লোককে সতর্ক করে দাও সে যদি তোমার কথায় কান না দেয়, তাহলে সেই পাপে লিপ্ত অবস্থাতেই তার মৃত্যু হবে। এক্ষেত্রে তোমার প্রাণ বেঁচে যাবে।


শত্রুকে আসতে দেখলে সে সবাইকে সাবধান করার জন্য তূরী বাজাবে।


হে যিহুদীয়া ও জেরুশালেমের অধিবাসী, আমার সঙ্গে তোমাদের চুক্তি অটুট রাখ এবং নিজেদের উৎসর্গ কর আমার কাছে। যদি না কর, তাহলে তোমাদের গর্হিত কর্মের জন্য আমার ক্রোধ আগুনের মত জ্বলে উঠবে। জ্বলন্ত থাকবে ঐ আগুন, কেউ তা পারবে না নেভাতে।


হে প্রভু পরমেশ্বর, ব্যাকুল আমার প্রাণ, কবে তুমি উদ্ধার করবে আমায়, তোমার বিধান পালনেই আমার অসীম আনন্দ।


অভিষিক্ত কর আমায় তোমার করুণা ধারায়, লাভ করব আমি দীর্ঘ পরমায়ু। কারণ তোমার বিধানেই আমার আনন্দ।


অনুভূতিহীন হৃদয় ওদের, স্থূলবুদ্ধি ওরা, কিন্তু তোমার বিধান পালনে আমি লাভ করি আনন্দ।


চালাও আমায় তোমার নির্দেশিত পথে সে পথেই আমার পরম আনন্দ।


তোমার বিধি বিধান আমার আনন্দস্বরূপ তারাই আমার উপদেষ্টা।


তোমার অনুশাসন পালনে আমার অপার আনন্দ, আমি ভুলব না কখনও তোমার নির্দেশ।


হে আমার আরাধ্য ঈশ্বর, তোমার ইচ্ছানুযায়ী চলতে আমি ভালবাসি, তোমার বিধান প্রতিষ্ঠিত আমার অন্তরে।


কিন্তু প্রভু পরমেশ্বরের বিধানেই যার আনন্দ, তাঁর বিধি ব্যবস্থা যার দিবারাত্রির ধ্যান।


কিন্তু প্রভু পরমেশ্বর আজও তোমাদের উপলব্ধি করার মন, দেখার চোখ ও শোনার মত কান দেন নি।


শোন, নির্বোধ, মূর্খের দল, তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও বধির।


হে ইসরায়েল, অনেক কিছুই দেখেছ তুমি কিন্তু তার কি কোন অর্থ আছে তোমার কাছে? শোনার জন্য কান আছে তোমার, কিন্তু প্রকৃতই কিছু কি শুনেছ তুমি?


এই সমস্ত পাপ তোমরা করেছ, বারবার আমি নিষেধ করা সত্ত্বেও তোমরা শুনতে চাও নি। আমি যখন তোমাদের ডেকেছি, সাড়া দাও নি তোমরা।


কিন্তু ইসরায়েলীরা কেউ শুনতে চাইবে না, তারা আমার কথাই শোনে নি। সবাই ওরা একগুঁয়ে, জেদী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন