Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 52:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সিদিকিয় যখন যিহুদীয়ার রাজা হন তখন তাঁর বয়স ছিল মাত্র একুশ বছচর। তাঁর রাজধানী জেরুশালেমে তিনি রাজত্ব করেন এগারো বছর। তাঁর মায়ের নাম হামুতাল, তিনি ছিলেন লিব্‌নানিবাসী যিরমিয়ের কন্যা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সিদিকিয় একুশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন, আর তিনি একাদশ বছর কাল জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম হমূটল, তিনি লিব্‌না-নিবাসী ইয়ারমিয়ার কন্যা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সিদিকিয় একুশ বছর বয়সে রাজা হন। তিনি এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন। তাঁর মা ছিলেন লিব্‌না নিবাসী যিরমিয়ের কন্যা হমূটল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, আর তিনি এগার বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম হমুটল, তিনি লিব্‌না-নিবাসী যিরমিয়ের কন্যা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 সিদিকিয় 21 বছর বয়সে যিহূদার রাজা হন। তিনি 11 বছর জেরুশালেমে রাজত্ব করেন। সিদিকিয়ের মা হলেন হমুটল। তিনি ছিলেন যিরমিয়ের কন্যা। লিব‌্না নামক শহরে হমুটল থাকতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সিদিকিয় একুশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন, তিনি এগারো বছর যিরুশালেমে রাজত্ব করেন; তার মায়ের নাম হমুটল; তিনি লিবনা নিবাসী যিরমিয়ের মেয়ে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 52:1
12 ক্রস রেফারেন্স  

সেদেকিয়াহ্ একুশ বছর বয়সে রাজা হন এবং এগারো বছর রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। তাঁর মা হামুতাল ছিলেন লিবনাহ্ নিবাসী যিরমিয়ের কন্যা।


এর পর যিহোশূয় ইসরায়েলীদের নিয়ে মাক্কেদা থেকে লিব্‌নাতে গেলেন এবং লিব্‌না আক্রমণ করলেন।


সেদেকিয়াহ একুশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন।


সেই থেকে ইদোম যিহুদীয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে, নতি স্বীকার করেনি। লিব্‌নাও এই সময় বিদ্রোহ ঘোষণা করেছিল।


লিব্‌না, এথর, আশোন, যিপ্তহ্, অশ্‌না,


যিহোয়াহাস তেইশ বছর বয়সে রাজা হন এবং মাত্র তিন মাস রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। তাঁর মায়ের নাম হামুতাল। ইনি লিব্‌না নিবাসী যিরমিয়ের কন্যা।


আসিরিয়ার সৈন্যাধ্যক্ষ রবশাকি লাখিশে ফিরে গিয়ে শুনলেন, সম্রাট পার্শ্ববর্তী নগরী লিব্‌নার বিরুদ্ধে যুদ্ধে গেছেন। তিনি তখন সম্রাটের সঙ্গে পরামর্শ করার জন্য সেখানে গেলেন।


যিহুদীয়ার রাজা সিদিকিয় সেই সময় মল্কিয়ের পুত্র পশহূর এবং মাসেয়ের পুত্র পুরোহিত সফনিয়কে আমার কাছে এই অনুরোধ করে পাঠান,


রাজা সিদিকিয়ের খাস ভৃত্য ছিল সরায়। তার পিতা বেরিয় এবং তার পিতামহ মাসেয়। যিহুদীয়ার রাজা সিদিকিয়ের রাজত্বের চতুর্থ বছরে সরায় তাঁর সঙ্গে ব্যাবিলনে যাচ্ছিল এবং আমি তাকে কিছু নির্দেশ দিয়েছিলাম।


সেদেকিয়াহ্ ব্যাবিলনরাজের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। রাজা নেবুকাডনেজার তখন সেদেকিয়াহ্‌র রাজত্বের নবম বছরের দশম মাসের দশম দিনে সসৈন্যে এসে জেরুশালেম অবরোধ করলেন। নগরের বাইরে তাঁরা সৈন্য সমাবেশ করলেন এবং নগরের চারিদিকে নজরদারির জন্য কক্ষযুক্ত সুউচ্চ স্তম্ভ গড়ে তুললেন।


যিহুদীয়ার রাজা সিদিকিয়ের রাজত্বকালের তখন নয় বৎসর দশ মাস চলছে, সেই সময় ব্যাবিলনরাজ নেবুকাডনেজার তাঁর সমগ্র সৈন্যবাহিনী নিয়ে জেরুশালেম আক্রমণ করলেন।


এভাবেই কি চলবে তাদের জালের মাছে পেট ভরানো? এইভাবেই কি তারা সর্বজাতিকে হনন করতে থাকবে নির্দয়ভাবে চিরকাল?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন