Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 51:56 - পবিএ বাইবেল CL Bible (BSI)

56 তারা এসেছে ব্যাবিলনকে ধ্বংস করতে, তার সৈন্যেরা হয়েছে বন্দী, ভেঙে গেছে তাদের ধনুক। আমি প্রতিফলদাতা ঈশ্বর, ব্যাবিলনকে আমি সমুচিত শাস্তি দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

56 কারণ তার উপরে, ব্যাবিলনের উপরে, বিনাশক এসেছে, তার বীরেরা ধরা পড়ল, তাদের ধনুকগুলো ভেঙ্গে গেল; কেননা মাবুদ প্রতিফলদাতা, তিনি অবশ্য সমুচিত ফল দেবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

56 ব্যাবিলনের বিরুদ্ধে একজন বিনাশক আসবে; তার যোদ্ধারা সবাই বন্দি হবে, তাদের ধনুকগুলি ভেঙে ফেলা হবে। কারণ সদাপ্রভু হলেন প্রতিফলদাতা ঈশ্বর, তিনি পূর্ণরূপে প্রতিশোধ নেবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

56 কারণ তাহার উপরে, বাবিলের উপরে, বিনাশক আসিয়াছে, তাহার বীরগণ ধৃত হইল, তাহাদের ধনুক সকল ভগ্ন হইল; কেননা সদাপ্রভু প্রতিফলদাতা, তিনি অবশ্য সমুচিত ফল দিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

56 সেনারা আসবে এবং বাবিলকে ধ্বংস করবে। বাবিলের সৈন্যদের বন্দী করা হবে এবং তাদের ধনুক ভেঙ্গে দেওয়া হবে। কেন? কারণ প্রভু এখানকার লোকদের তাদের অপকর্মের শাস্তি দিচ্ছেন। প্রভু তাদের যোগ্য শাস্তি পুরোপুরি দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

56 কারণ ধ্বংসকারীরা তার বিরুদ্ধে আসবে বাবিলের বিরুদ্ধে! এবং তার যোদ্ধারা আক্রান্ত হয়েছে। তাদের ধনুকগুলি ভেঙে গেল; কারণ সদাপ্রভু প্রতিশোধ দাতা ঈশ্বর; তিনি পুরোপুরিই প্রতিফল দেবেন।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 51:56
32 ক্রস রেফারেন্স  

তুমি বহু জাতির সর্বস্ব লুটে নিয়েছ, তাই তাদের মধ্যে রক্ষা পেয়েছে যারা, তারাই তার শোধ নেবে এবার। কারণ তুমি হত্যা করেছ অসংখ্য মানুষকে, পৃথিবীর মানুষ জর্জরিত হয়েছে তোমার নির্মম অত্যাচারে, ধ্বংস করেছ তুমি কত নগর জনপদ।


উত্তর দেশ থেকে আগত ধ্বংসকারীদের হাতে যখন ব্যাবিলন বিপর্যস্ত হবে, তখন এই পৃথিবী ও আকাশমণ্ডলে যা কিছু আছে, সকলে আনন্দে হর্ষধ্বনি করবে।


ব্যাবিলন ত্যাগ করে শীঘ্র পালাও। প্রাণ নিয়ে পালাও এখান থেকে। নইলে ব্যাবিলনের পাপের জন্য তোমাকেও মরতে হবে। কাল পূর্ণ হয়েছে, এবার আমি তাকে যোগ্য দণ্ডদান্য উদ্যত হয়েছি।


পৃথিবীর প্রান্ত অবধি তিনি যুদ্ধ নিবৃত্ত করেন। ধনুক ভগ্ন করেন তিনি, বর্শা করেন খণ্ডবিখণ্ড রথসমূহ আগুনে পুড়িয়ে দেন।


প্রভু পরমেশ্বর বলেন, ব্যাবিলন ও তার অধিবাসীরা জেরুশালেমের প্রতি যে চরম অন্যায় করেছে তার যে প্রতিফল আমি তাদের দেব, তা তোমরা দেখতে পাবে।


তিনি তাঁর শত্রুদের কর্ম অনুযায়ী শাস্তি বিধান করবেন, এমন কি দেশের প্রান্ত সীমায় বাস করে যারা, তারাও বাদ পড়বে না।


সেখানে তিনি চূর্ণ করেছেন শত্রুর বিদ্যুৎ শিখাসম শররাজি, চূর্ণ করেছেন ঢাল, তরবারি ও যুদ্ধাস্ত্রসমূহ। সেলা


প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম, ওদের পদস্খলনের সময় আসন্ন, আসন্ন ওদের বিপত্তির দিন, অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।


তাঁর বিচার যথার্থ ও ন্যায্য,যে বারাঙ্গনার ব্যভিচারেকলুষিত সারা পৃথিবী,তিই তার বিচার করেছেন,তাঁর সেবকদের রক্তপাতের প্রতিফলতাকে দিয়েছেন।”


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


তুমি যে পশু ও দশটি শিং দেখলে তারা সকলে ঐ বারাঙ্গনাকে ঘৃণা করবে, তাকে সর্বস্বান্ত ও নগ্ন করবে, তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে।


কারণ ঈশ্বরের ন্যায়বিচার এই যে যারা তোমাদের নির্যাতন করছে, প্রতিদানে তিনিও তাদের নির্যাতন করবেন।


ইসরায়েলের নগর-জনপদের অধিবাসীরা বাইরে গিয়ে পরিত্যক্ত অস্ত্র-শস্ত্র কুড়িয়ে এনে জ্বালানি করবে। তারা তীর, ধনুক, ঢাল, বর্শা-সড়কি-সব পোড়াবে এবং সাত বছর ধরে এতেই তাদের যথেষ্ট জ্বালানির কাজ চলবে।


তারপর এক আঘাতে তার বাঁ হাত থেকে ধনুক এবং ডান হাত থেকে সমস্ত বাণ ফেলে দেব।


ব্যাবিলনের সৈন্যবাহিনী যুদ্ধ থামিয়ে দুর্গের মধ্যে আত্মরক্ষা করছে। তারা বীর্যবানের সাহস হারিয়ে হয়ে গেছে অবলা নারীর মত। নগর-তোরণ ভেঙ্গে গেছে, গৃহগুলি জ্বলছে আগুনে।


ধ্বংস হোক মিথ্যাবাদী নবীরা, মূর্খ তারা! বিনষ্ট হোক তার সৈন্যবাহিনী, ত্রাসে আতঙ্কে বিচলিত হয়েছে তারা।


লুণ্ঠিত হবে ব্যাবিলন, এবং যারা লুঠ করবে, তারা যা ইচ্ছা সব নিয়ে যাবে এখান থেকে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


তিনি বললেন, যারা এলমকে এত শক্তিশালী করে তুলেছিল, সেই ধনুর্ধরদের আমি হত্যা করব।


হতাশায় ভেঙ্গে পড়া মানুষকে ডেকে বল, সাহস কর, পেয়ো না ভয়! ঈশ্বর আসছেন উদ্ধার করতে তোমায়, আসছেন দণ্ড দিতে শত্রুকে তোমার।


সিয়োনকে উদ্ধার করার এবং শত্রুদের প্রতিশোধ নেবার এই-ই হল প্রভু পরমেশ্বরের নির্দিষ্ট সময়।


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


হে উপদ্রবী ব্যাবিলন যে আঘাত হেনেছ তুমি আমাদের প্রতি, তেমনি প্রতিফল যে দেবে তোমাকে ধন্য সেই জন, যে ফিরিয়ে দেবে তোমায় সেই আঘাত,


কিন্তু নিজেদের অস্ত্রে তারা নিজেরাই হবে বিদ্ধ, ভগ্ন হবে তাদের ধনু।


বিক্রমীদের ধনু ভেঙ্গে চুরমার হয়ে গেল কিন্তু দুর্বল পেল অমিত পরাক্রম।


কিন্তু তার ধনুক রইল অটুট বাহুতে হল শক্তির সঞ্চার, যাকোবের আরাধ্য বীরেশ্বর ইসরায়েলের যিনি পালক ও আশ্রয়গিরি, তাঁরই পরাক্রমে


ব্যাবিলন যদি আকাশে গিয়ে সুদৃঢ় দুর্গ নির্মাণ করে সেখানে, তাহলে সেখানেও আমি লোক পাঠাব তাকে ধ্বংস করতে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


ধনুর্ধারী তিষ্ঠাতে পারবে না স্বস্থানে, ক্ষিপ্রগামী পদাতিক সৈন্য কিম্বা অশ্বারোহী কেউ-ই রক্ষা পাবে না প্রাণে।


সেইদিন আগতপ্রায়, যেদিন আমি সর্বজাতির বিচার করব। তোমরা যেমন করেছ, তেমনিই করা হবে তোমাদের প্রতি। তোমাদের কর্মফল তোমাদের মাথাতেই বর্তাবে।


তাদের কৃতকর্মের শাস্তি দাও তুমি, হে প্রভু পরমেশ্বর!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন