Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 51:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 ব্যাবিলনের সৈন্যবাহিনী যুদ্ধ থামিয়ে দুর্গের মধ্যে আত্মরক্ষা করছে। তারা বীর্যবানের সাহস হারিয়ে হয়ে গেছে অবলা নারীর মত। নগর-তোরণ ভেঙ্গে গেছে, গৃহগুলি জ্বলছে আগুনে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 ব্যাবিলনের যোদ্ধারা যুদ্ধে বিরত হয়েছে, তারা নিজেদের দুর্গের মধ্যে রয়েছে; তাদের শক্তি শেষ হয়ে গেছে; তারা স্ত্রীলোকদের সমান হয়েছে; তার আবাসগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, তার হুড়কাগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 ব্যাবিলনের যোদ্ধারা যুদ্ধ করা থামিয়েছে; তারা নিজেদের দুর্গগুলির মধ্যে আছে। তাদের শক্তি নিঃশেষিত হয়েছে; তারা সব এক-একটি নারীর মতো হয়েছে। তাদের বাড়িগুলিতে আগুন দেওয়া হয়েছে; তাদের সব নগরদ্বারের স্তম্ভগুলি ভেঙে গেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 বাবিলের বীরগণ যুদ্ধে বিরত হইয়াছে, তাহারা আপনাদের গড়ের মধ্যে রহিয়াছে; তাহাদের তেজ শুকাইয়া গিয়াছে; তাহারা অবলাদিগের সমান হইয়াছে; তাহার আবাস সকল দগ্ধ, তাহার হুড়কা সকল ভগ্ন হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 বাবিলের সেনারা যুদ্ধ থামিয়ে দুর্গে থেকে যাবে। তাদের শক্তি চলে গিয়েছে। তারা হল ভীত মহিলাদের মতো। বাবিলের বাড়িগুলি জ্বলছে। তার ফটকগুলির আগলসমূহ ভেঙে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 বাবিলের যোদ্ধারা যুদ্ধ করা থামিয়েছে; তারা তাদের দুর্গের মধ্যে রয়েছে। তাদের শক্তি ব্যর্থ হয়েছে; তারা স্ত্রীলোকদের মত দুর্বল হয়ে গেছে তাদের বাসস্থানগুলিতে আগুন লেগেছে; তার ফটকের খিলগুলি ভেঙে গেছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 51:30
16 ক্রস রেফারেন্স  

বীর্যহীন তোমার সৈন্যবাহিনী দেশ তোমার অরক্ষিত, শত্রুর প্রবেশ দ্বার উন্মুক্ত।


নগরীর তোরণদ্বার পরিণত প্রস্তর স্তূপে, দ্বারের অর্গল আজ খণ্ড-বিখণ্ড রাজারা ও রাজপুরুষেরা এখন নির্বাসনে। বিধান ও অনুশাসন কেউ আর শোখায় না সেখানে, নবীরাও পায় না আর দিব্য দর্শন।


এমন একদিন আসছে যেদিন মিশর হবে ভীরু রমণীর মত। তারা যখন দেখবে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দেবার জন্য উদ্যত হয়েছেন, তখন ভয়ে কাঁপবে।


তাদের বীর যোদ্ধারা হয়েছে ভূলুণ্ঠিত, তারা নিদ্রিত আজ চির নিদ্রায়, তাদের ক্ষমতা ও কৌশল হয়েছিল ব্যর্থ।


আমি ভেঙ্গে ফেলব দামাসকাসের তোরণ, আবেন উপত্যকার অধিবাসীদের, বেথ-এদনের রাজদণ্ডধারীদের উচ্ছেদ করব সমূলে। সিরিয়ার অবশিষ্ট অধিবাসীরা বন্দী হয়ে নির্বাসিত হবে কীর দেশে। প্রভুই বলেছেন এ কথা।


এবং শহর ও দুর্গসমূহ দখল করে নেবে। সেদিন তার যোদ্ধৃবর্গ ভয়ার্ত হয়ে উঠবে প্রসব বেদনাতুরা নারীর মত।


তারা তার যন্ত্রমা দেখে ভয়ে দূরে সরে যাবে, বলবেঃ “হে মহানগরী, হয়া, এ কি দুর্ভাগ্য তোমারহায় ক্ষমতাময়ী ব্যাবিলন,মুহূর্তেই হল শেষ তোমার বিচার।”


তার শাসনকর্তাকে আমি মত্ত করব সুরাপানে, মত্ত করব তার জ্ঞানীজনদের, নেতাদের ও সৈনিকদের। তারা নিদ্রা যাবে, আর জাগবে না কখনও। আমিই রাজা, এ কথা বললাম, আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


শত্রুসৈন্য দখল করেছে নদীর খেয়াঘাট এবং দুর্গগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। ব্যাবিলনের সৈন্যেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।


তিনি সুদৃঢ় করেছেন তোমার তোরণসমূহের অর্গল, তোমার মাঝে যাদের বাস তিনি তাদের করেছেন আশীর্বাদ।


তিনি পিতলের কপাট চূর্ণ করেন, দ্বিখণ্ডিত করেন লৌহ অর্গল।


তারা হবে শুকনো খড়ের মত অগ্নি গ্রাস করবে তাদের। নিজেদের প্রাণও তারা পারবে না বাঁচাতে, দুঃসহ এ অগ্নিজ্বালা কবোষ্ণ আরামদায়ী নয় তাদের পক্ষে।


ব্যাবিলনের চারিদিকে তোল রণকোলাহল, আত্মসমর্পণ করেছে সে।তার সুদৃঢ় প্রাকার পড়েছে ভেঙ্গে, ভিত্তিমূল হয়েছে ধূলিসাৎ। কারণ এ হল ব্যাবিলনের উপর আমার চরম প্রতিশোধ। প্রতিশোধ নাও তার উপর,সে যেমন কাজ করেছে, তেমনই কর তার প্রতি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন