Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 51:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 প্রভু পরমেশ্বর বলেন, ব্যাবিলন, তুমি আমার হাতুড়ি, আমার যুদ্ধের অস্ত্র, জাতিবৃন্দ ও রাজ্যসমূহকে চূর্ণ-বিচূর্ণ করতে আমি ব্যবহার করেছি তোমাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তুমি আমার মুদগর ও যুদ্ধের অস্ত্র; তোমাকে দিয়ে আমি জাতিদেরকে চূর্ণ করবো; তোমাকে দিয়ে রাজ্যগুলো সংহার করবো;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 “তুমিই আমার যুদ্ধের মুগুর, যুদ্ধের জন্য আমার অস্ত্র। তোমাকে দিয়েই আমি জাতিগুলিকে চূর্ণ করি, তোমার দ্বারাই আমি রাজ্যগুলিকে ধ্বংস করি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তুমি আমার মুদগর ও যুদ্ধের অস্ত্র; তোমা দ্বারা আমি জাতিগণকে চূর্ণ করিব; তোমা দ্বারা রাজ্য সকল সংহার করিব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 প্রভু বললেন, “বাবিল, তুমি আমার গদা। জাতিগুলিকে ধ্বংস করতে আমি তোমাকে ব্যবহার করেছি। ব্যবহার করেছি তোমাকে রাজ্যগুলি ধ্বংসের কাজে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 “তুমি আমার যুদ্ধের গদা, আমার যুদ্ধের অস্ত্র; তোমাকে দিয়ে আমি জাতিদের চুরমার করব এবং রাজ্যগুলিকে ধ্বংস করব।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 51:20
20 ক্রস রেফারেন্স  

ওগো সিয়োনকন্যা, ওঠ, শস্যমর্দন কর, আমি তোমার শৃঙ্গ লৌহকঠিন এবং তোমার ক্ষুর পিত্তলময় করব,অনেক জাতিকে তুমি চূর্ণ করবে, অর্ঘ্য দেবে তাদের লুণ্ঠিত দ্রব্যগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে। তাদের সম্পদ সারা পৃথিবীর অধীশ্বরের উদ্দেশে করবে নিবেদন।


শোন নি কি তুমি, এ তো আমি, প্রভু পরমেশ্বর বহুকাল আগে করেছি নিরূপণ, করেছি তার পরিকল্পনা অতি পুরাকালে আজ আমি সেই পরিকল্পনা রূপায়িত করেছি বাস্তবে, প্রাকার বেষ্টিত নগরী তুমি ধ্বংসস্তূপে করেছ পরিণত আমারই ক্ষমতায়।


এ কথা শুনে রাজা ক্রুদ্ধ হলেন এবং তাঁর সৈন্যদল পাঠিয়ে হত্যাকারীদের বধ করে তাদের নগর জ্বালিয়ে দিলেন।


ব্যাবিলন সারা পৃথিবীকে অস্ত্রের আঘাতে খণ্ড খণ্ড করে দিয়েছে। এবারে সেই অস্ত্র গিয়েছে ভেঙ্গে। সেই দেশের দুর্দশায় সমস্ত জাতি আজ স্তম্ভিত, নির্বাক।


প্রভু পরমেশ্বর বললেন, আসিরিয়া! হ্যাঁ , যাদের উপরে আমি ক্রুদ্ধ হয়ে আছি, তাদের শাস্তিদানের জন্য আসিরিয়াকে আমি দণ্ডরূপে ব্যবহার করব।


সারা দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। এ হবে এক আতঙ্কজনক দৃশ্য এবং এর প্রতিবেশী জাতিগুলি সত্তর বছর ব্যাবিলনের দাসত্ব করবে।


কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, কোন কুঠার কি কাঠুরিয়ার চেয়ে নিজেকে বড় বলে দাবী করতে পারে? কোন করাত কি করাত চালকের চেয়ে বেশী প্রয়োজনীয়? লাঠি কখনো মানুষকে তোলে না, মানুষই বরং লাঠি তোলে।


পৃথিবীর সুদূর প্রান্তের দেশগুলি থেকে আসছে তা্রা। সমগ্র দেশ ধ্বংস করার জন্য মহাক্রোধে এগিয়ে আসছেন প্রভু পরমেশ্বর।


হে জাতিবৃন্দ একত্রিত হও সকলে! শোন, পৃথিবীর প্রান্তনিবাসীরা, তোমরা যুদ্ধের পরিকল্পনা কর, কিন্তু সাবধান!


প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন সাইরাসকে, রাজা হওয়ার জন্য! জাতিবৃন্দকে জয় করার জন্য নিয়োগ করেছেন তাকে, প্রেরণ করেছেন তাকে রাজন্যবর্গের ক্ষমতা কেড়ে নিতে, স্বয়ং প্রভু পরমেশ্বর খুলে দেবেন শহর-নগরের রুদ্ধ দুয়ার।


সেদিন তুমি বুঝবে আমার ক্রোধের জ্বালা, সেজিন সেই ক্রোধ জ্বলন্ত অগ্নির মত তোমাদের উপর দাউ দাউ করে জ্বলে উঠবে। ক্রুর, নৃশংস লোকদের হাতে আমি তোমাদের তুলে দেব, যারা ধ্বংস করার কাজে সিদ্ধহস্ত।


ওরা প্রভু পরমেশ্বরকে জানে না, তাঁর পরিকল্পনা ওদের বোধগম্য নয়। বস্তুতঃ তিনিই তাদের শস্যের আঁটির মতসংগ্রহ করেছেন খামারে।


হে নীনবী, সর্বনাশ উপস্থিত। আক্রমণকারী এসে পড়েছে, তোমার ধ্বংস অনিবার্য। দুর্গ রক্ষা কর, পথে পাহারা বসাও, কোমর বেঁধে তৈরী হও, সর্বশক্তি নিয়োগে তৎপর হও।


আমার প্রজাদের শাসন করার জন্য তাদের মধ্য থেকেই উৎপন্ন হবে সৈন্যাধ্যক্ষ নেতা, ও শাসক


পালিশ করা হচ্ছে তরবারি প্রস্তুত করা হচ্ছে ব্যবহারের জন্য শাণিত তরবারি ঘাতকের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন