যিরমিয় 5:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন, কেন আমি আমার প্রজাদের পাপ ক্ষমা করব? তারা আমায় পরিত্যাগ করে করছে অলীক দেবতাদের আরাধনা। সম্পূর্ণভাবে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত আমি তাদের আহার জুগিয়েছি। কিন্তু তারা ব্যভিচার করেছে, দিন কাটিয়েছে বারবণিতাদের সঙ্গে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমি কিভাবে তোমাকে মাফ করবো? তোমার সন্তানেরা আমাকে ত্যাগ করেছে, মিথ্যা দেবদেবীর নাম নিয়ে কসম খেয়েছে; আমি তাদেরকে পরিতৃপ্ত করলে তারা জেনা করলো ও দলে দলে পতিতার বাড়িতে গিয়ে একত্র হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “আমি কেন তোমাদের ক্ষমা করব? তোমাদের ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে এবং বিভিন্ন দেবদেবীর নামে শপথ করেছে, যারা দেবতা নয়। আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি, তবুও তারা ব্যভিচার করেছে, দলে দলে গিয়েছে বেশ্যাদের বাড়ি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমি কিরূপে তোমাকে ক্ষমা করিব? তোমার সন্তানগণ আমাকে ত্যাগ করিয়াছে; অনীশ্বরদের নাম লইয়া শপথ করিয়াছে; আমি তাহাদিগকে পরিতৃপ্ত করিলে তাহারা ব্যভিচার করিল, ও দলে দলে বেশ্যার বাটীতে গিয়া একত্র হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঈশ্বর বললেন, “হে যিহূদা, আমাকে একটি সঠিক কারণ দেখাও যার জন্য আমি তোমাদের ক্ষমা করব। তোমার ছেলেমেয়েরা আমাকে ত্যাগ করে মূর্ত্তির কাছে প্রতিশ্রুতি নিয়েছে। অথচ তোমার সন্তানদের আমি চাহিদা মতো সব কিছুই দিয়েছিলাম। তবু ওরা আমার প্রতি বিশ্বস্ত থাকেনি। ওরা ব্যভিচারিনীদের সঙ্গে অনেক বেশী সময় নষ্ট করেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কেন আমি এই লোকদের ক্ষমা করব? তোমার ছেলেরা আমাকে ত্যাগ করেছে এবং যারা ঈশ্বর নয় তাদের কাছে শপথ করেছে। আমি তাদের সম্পূর্ণভাবে প্রতিপালন করেছি, কিন্তু তারা ব্যভিচার করেছে এবং একটি বেশ্যাবৃত্তির বাড়ির চিহ্ন ধারণ করেছে। অধ্যায় দেখুন |
তোমরা হারোণের বংশধরদের বিতাড়িত করেছ, তারা ছিল প্রভু পরমেশ্বরের পুরোহিত। এদের সঙ্গে তোমরা লেবীয়দেরও বিতাড়িত করেছ। অন্যান্য জাতির লোকেরা যে ভাবে পুরোহিত নিয়োগ করে, ঠিক সেইভাবে তোমরা তাদের শূন্য পদে পুরোহিত নিয়োগ করেছ। যদি কেউ একটি বৃষ বা সাতটি মেষ নিয়ে আসতে পারে তাহলে সে তোমাদের সেই তথাকথিত দেবতাদের পুরোহিত পদে অভিষিক্ত হতে পারে।