Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 5:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 তাই তোমাদের পাপের ফলে প্রকৃতির এসব নিয়ম বদলে গেছে, সম্পদ থেকে তোমরা বঞ্চিত হয়েছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 তোমাদের অপরাধ এসব দূর করে দিয়েছে, তোমাদের গুনাহ্‌ তোমাদের মঙ্গল নিবারণ করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 তোমাদের অন্যায়ের সব কাজ এগুলি দূরে সরিয়ে রেখেছে, তোমাদের সমস্ত পাপের জন্য কোনো মঙ্গল তোমাদের হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে, তোমাদের পাপ তোমাদের মঙ্গল নিবারণ করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 যিহূদার লোকরা, তোমরা অনেক ভুল কাজ করেছ। তাই সময় মতো বৃষ্টির দেখা পাচ্ছো না। তোমরা যথেষ্ট ফসল ফলাওনি। তোমাদের পাপসমূহ প্রভুর কাছ থেকে ভালো জিনিষ পাওয়া থেকে তোমাদের বিরত করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 তোমাদের অন্যায় এই সব দূরে রেখেছে। তোমাদের পাপ তোমাদের মঙ্গল হতে বাধা দেয়।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 5:25
11 ক্রস রেফারেন্স  

বস্তুতঃ তোমাদেরই পাপ ঈশ্বর ও তোমাদের মাঝখানে ব্যবধান রচনা করেছে। এই ব্যবধান আড়াল করেছে তাঁর শ্রীমুখ, রুদ্ধ করেছে তাঁর শ্রবণ।


দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে।


মূর্খেরা নিজেদের অধর্মাচরণ এবং দুষ্কর্মের জন্যই হল দণ্ডিত।


পাপের দণ্ড, সে তো প্রাপ্য আমাদের, কেন তবে এত অভিযোগ?


সেইজন্য বর্ষা রুদ্ধ হয়েছে, বসন্তে আর বৃষ্টি নামে না। তোমাকে এখন ব্যভিচারিণীর মতই দেখায়, কোন লাজ-লজ্জা নেই তোমার।


সিয়োন তার পাপের মূল্য করেছে পরিশোধ, সমাপ্ত হয়েছে তার নির্বাসনের কাল। ইদোম, তোমার কিন্তু নিস্তার নেই, পাপের চরম দণ্ড নেমে আসবে তোমার উপরে, সমস্ত দুষ্কর্ম তোমার হবে উদ্ঘাটিত।


হে যিহুদীয়া তোমার জীবনধারা ও ক্রিয়াকলাপ দিয়ে তুমি নিজের এই সর্বনাশ নিজেই করেছ। তোমার পাপের ফলেই আজ এই দুর্দশা। কি মর্মান্তিক তোমার এই যন্ত্রণা!


খরা সম্বন্ধে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


আমার প্রজারা আর্তনাদ করে বলছে, “যদিও আমাদেরই পাপ আমাদের দোষী সাব্যস্ত করেছে, তবু, হে প্রভু পরমেশ্বর, সাহায্য কর আমাদের, রক্ষা কর তোমার প্রতিশ্রুতি। বহুবার আমরা তোমার কাছ থেকে সরে গেছি, পাপ করেছি তোমার বিরুদ্ধে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন