Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 5:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 আমি প্রভু পরমেশ্বর, কেন তোমরা আমাকে সম্ভ্রম কর না? কেন কম্পিত হও না আমার সম্মুখে? আমিই বালুকারাশি দিয়ে সমুদ্রের সীমানা বেঁধে দিয়েছি, চিরস্থায়ী সেই সীমা, সমুদ্র কখনও তা পার হয়ে আসতে পারবে না। সমুদ্র বিক্ষুব্ধ উত্তাল হবে, কিন্তু অতিক্রম করতে পারবে না তার সীমা। তার তরঙ্গ গর্জন করবে, কিন্তু ভাঙ্গতে পারবে না তার সীমানার বাঁধ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 মাবুদ বলেন তোমরা কি আমাকে ভয় করবে না? আমার সাক্ষাতে কি ভয়ে কাঁপবে না? আমি তো বালুকা দ্বারা সমুদ্রের সীমা নিত্যস্থায়ী প্রতিবন্ধকরূপে স্থির করেছি; সে তা পার হতে পারে না; তার তরঙ্গ আস্ফালন করলেও কৃতার্থ হয় না, কল্লোল-ধ্বনি করলেও সীমা অতিক্রম করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা কি আমাকে ভয় করবে না? আমার সামনে তোমরা কি ভয়ে কাঁপবে না? বালুকাবেলাকে আমি সমুদ্রের জন্য সীমারেখা তৈরি করেছি, তা এক চিরকালীন সীমা, যা কখনও সে উল্লঙ্ঘন করতে পারে না। তরঙ্গ আছড়ে পড়তে পারে, কিন্তু সফল হবে না, তারা গর্জন করতে পারে, কিন্তু অতিক্রম করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 সদাপ্রভু কহেন, তোমরা কি আমাকে ভয় করিবে না? আমার সাক্ষাতে কি কম্পমান হইবে না? আমি ত বালুকা দ্বারা সমুদ্রের সীমা নিত্যস্থায়ী বিধিক্রমে স্থির করিয়াছি; সে তাহা উল্লঙ্ঘন করিতে পারে না; তাহার তরঙ্গ আস্ফালন করিলেও কৃতার্থ হয় না, কল্লোলধ্বনি করিলেও সীমা অতিক্রম করিতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 নিশ্চয়ই তোমরা আমাকে ভয় পাও।” এই ছিল প্রভুর বার্তা। “আমার সামনে তোমাদের ভয়ে শিউরে উঠতে হবে। আমিই সেই একজন যে তটভূমি দিয়ে সমুদ্রকে সীমায়িত করেছে, যাতে জল তার বাইরে না বইতে পারে। জলের ঢেউ হয়তো বালুতটে আছড়ে পড়বে কিন্তু কোন কিছুকে ধ্বংস করতে পারবে না। ঢেউ গর্জন করে বালুতটে আছড়ে পড়তে পারে কিন্তু কখনও বালুতটের সীমানা পেরোতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 সদাপ্রভু বলেন, তোমরা কি আমাকে ভয় করবে না? আমার সামনে কি তোমরা কাঁপবে না? আমি সমুদ্রের বিরুদ্ধে বালি দিয়ে একটি সীমানা ঠিক করেছি, একটি চিরস্থায়ী আদেশ যা সমুদ্র কখনো অমান্য করে না, এমনকি সমুদ্রের ঢেউগুলি ওঠা নামা করে, তবুও তারা তা অমান্য করে না। যদিও তার ঢেউগুলি গর্জন করে, তবু তারা তা অতিক্রম করে না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 5:22
29 ক্রস রেফারেন্স  

তুমি নির্দিষ্ট করেছ তার সীমা যেন এই জলরাশি তার সীমা অতিক্রম করে পুনরায় পৃথিবীকে না করে প্লাবিত।


তিনি চক্রবাল রচনা করেছেন সাগরবক্ষে আলো ও আঁধারের সীমান্তে।


নির্ধারণ করলেন সমুদ্রের সীমা, যেন তার জলরাশি অমান্য না করে তাঁর নির্দেশ, যখন তিনি স্থাপন করলেন পৃথিবীর ভিত্তিমূল,


তোমার প্রতি সম্ভ্রমে, ভয়ে ও বিস্ময়ে সঙ্কুচিত আমি, আমি ভয় করি তোমার বিচার ও শাসনবিধি।


এই পুস্তকে যে সমস্ত বিধান লিপিবদ্ধ করা হল তা যদি তোমরা সযত্নে পালন না কর, যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মহিমান্বিত ও ভয়াবহ নামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না কর,


তাঁর তিরস্কারে শুকিয়ে যায় সাগরের জলরাশি, নদনদী হয় জলহীন, বাশানের তৃণভূমি শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায় কার্মেলের পাহাড় চিরসবুজ লেবানন ম্লান হয়ে যায়।


হে সর্বজাতির রাজাধিরাজ, কে না তোমায় সম্ভ্রম করে? সম্মান ও সম্ভ্রম তোমারই প্রাপ্য। জাতিবৃন্দের প্রাজ্ঞ ব্যক্তিদের মাঝে অথবা তাদের রাজাদের মাঝে কেউ নেই তোমার মত।


যীশু উঠে ঝড়কে ধমক দিলেন, থাম! সাগরকে বললেন, শান্ত হও। ঝড় থেমে গেল, সাগরে নেমে এল প্রশান্তি।


হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”


তিনি অন্তরীক্ষে নির্মাণ করেছেন সোপান শ্রেণী, পৃথিবীর উপর স্থাপন করেছেন চন্দ্রাতপ, সাগরের জলরাশিকে আহ্বান করে তিনি ধরাকে করেন প্লাবিত,‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম।


সুপ্রতিষ্ঠিত হয়েছে প্রভু পরমেশ্বরের রাজত্ব, কম্পিত হোক মানব সমাজ ভয়ে ও ভক্তিতে। করূবদ্বয়ের উপরে স্থাপিত আসনে সমাসীন তিনি, পৃথিবী হোক প্রকম্পিতা।


তিনিই করেছেন সংহত সমুদ্রের জলরাশিকে, সঞ্চিত রেখেছেন অতল জলধিবক্ষে।


যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে, আত্মাকে বিনাশ করতে পারে না, তাদের ভয় করো না, কিন্তু যিনি নরকে দেহ ও আত্মা উভয়েরই বিনাশ সাধন করতে পারেন, তাঁকেই সম্ভ্রম করো।


সেদিন কোথায় ছিলে তোমরা যেদিন গিয়েছিলাম আমি উদ্ধার করতে তোমাদের? যখন আমি ডাকলাম তোমাদের কেন সাড়া দিলে না তোমরা আমার ডাকে? আমি কি নিতান্ত অক্ষম তোমাদের মুক্তিদানে? অথবা শক্তি কি নাই আমার তোমাদের করতে উদ্ধার? একটি আদেশে আমি শুকিয়ে ফেলি নি কি সাগরের জল? নদীকে করি নি পরিণত ঊষর মরুতে?


কিন্তু কাকে ভয় করতে হবে তা আমি বলে দিচ্ছি: বিনাশের পরও যাঁর নরকে নিক্ষেপ করার ক্ষমতা আছে তাঁকেই ভয় করো। হ্যাঁ, আমি বলি তাঁকেই ভয় করো।


আমার আদেশ, আমার সাম্রাজ্যের প্রত্যেক লোক দানিয়েলের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম ও ভক্তি করবে। সদাজাগ্রত ঈশ্বর তিনি, শাশ্বত, সনাতন। বিনষ্ট হবে না কোনদিন তাঁর শাসনব্যবস্থা, অবসান হবে না কোনদিন তাঁর প্রতাপ-পরাক্রমের।


তোমরা যারা প্রভু পরমেশ্বরের ভক্তি সম্ভ্রম কর, শোন তোমরা কি বলেছেন তিনি: আমার প্রতি বিশ্বস্ত থাকায় তোমাদের স্বজাতির কিছু লোক তোমাদের ঘৃণা করে এবং তোমাদের পরিহার করে চলে। তারা তোমাদের উপহাস করে বলে, ‘প্রভু পরমেশ্বর উদ্ধার করুন তোমাদের, দেখি তাঁর কত মহিমা! দেখব তোমরা কত আনন্দে থাক!’ এই লোকেরা জর্জরিত হবে লজ্জায় অপমানে।


ঈশ্বর বললেন, আকাশের নীচে সমস্ত জলরাশি এক স্থানে সংহত হোক, প্রকাশিত হোক শুষ্ক ভূমি ! ঠিক তেমনি ঘটল ।


সমুদ্র যখন উৎস থেকে নিষ্ক্রান্ত হল তখন কে তাকে প্রতিরোধ করেছিল দ্বার রুদ্ধ করে?


যদি সাগরের জলরাশি ফেনিল উচ্ছ্বাসে উত্তাল হয়ে ওঠে, মত্ত গর্জনে হয়ে ওঠে ভয়াল ভীষণ যদি পর্বতরাজি হয় প্রকম্পিত, তবুও আমরা ভয়ে হব না বিহ্বল। সেলা


আগুনের উত্তাপে ফুটন্ত জল যেমন প্রকম্পিত হয়, তেমনি মহাত্রাসে কম্পিত হবে তারা। নেমে এস তুমি, হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুকুলের সামনে প্রকাশ কর তোমার দৃপ্ত তেজ। জাতিবৃন্দ আতঙ্কে কম্পিত হোক তোমার সাক্ষাতে!


তোমার নিজের পাপ তোমার দণ্ডবিধান করবে, আমার কাছ তেকে তোমার এই চলে যাওয়া দোষী সাব্যস্ত করবে তোমায়। আমাকে, তোমার প্রভু পরমেশ্বরকে, ত্যাগ করে যাওয়া, আমার প্রতি আর অনুরক্ত না থাকা –এ যে কত বড় ভুল—কত তিক্ত এ অবস্থা সেদিনই তুমি উপলব্ধি করবে মর্মে মর্মে। আমি, সর্বাধিপতি সর্বশক্তিমান ঈশ্বর, বললাম এ কথা।


সেইজন্য হে ইসরায়েলকুল! আমি তোমাদের এই দশা করব।যেহেতু তোমাদের এই অবস্থা আমি করব, সেইহেতু হে ইসরায়েলকুল, তোমাদের ঈশ্বরের সম্মুখীন হওয়ার জন্য তোমরা প্রস্তুত হও।


তিনি গাধায় চড়ে সেইখানে গিয়ে দেখলেন, তাঁর মৃতদেহটি পথের মাঝে পড়ে রয়েছে এবং তার পাশে গাধা ও সিংহটি দাঁড়িয়ে রয়েছে। সিংহটি মৃতদেহ খেয়ে ফেলে নি বা গাধাটিকেও মেরে ফেলেনি।


সেই জন্যই লোকে তাঁকে সম্ভ্রম করে, যারা নিজেদের জ্ঞানী মনে করে তাদের তিনি গ্রাহ্য করেন না।


প্রভু পরমেশ্বর দিবসে আলোর জন্য দিয়েছেন সূর্য, রাত্রিকে আলোকিত করার জন্য দিয়েছেন চন্দ্র আর নক্ষত্ররাজি। সমুদ্রকে তিনি মন্থন করেন, গর্জন করান তাকে, সর্বাধিপতি প্রভু তিনি।


এই ঘটনায় নাবিকেরা ভয়ে বিস্ময়ে আতঙ্কিত হয়ে উঠল। সসম্ভ্রমে তারা যোনার প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করার মানত করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন