Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 49:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কিন্তু পরে আমি আম্মোনকে আবার সমৃদ্ধিশালী করব, আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তবুও পরে আমি অম্মোনীয়দের বন্দীদশা ফিরাব, মাবুদ এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 “তবুও পরবর্তী সময়ে, আমি অম্মোনীয়দের দুর্দশার পরিবর্তন করব,” সদাপ্রভু এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তথাপি পরে আমি অম্মোন-সন্তানদের বন্দি-দশা ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “অম্মোনের লোকদের বন্দী করে নির্বাসনে পাঠানো হলেও সময় আসবে যখন আমি আবার তাদের ফিরিয়ে আনব।” এই হল প্রভুর বার্তা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কিন্তু পরে আমি অম্মোনীয়দের অবস্থা ফেরাব।” এটা সদাপ্রভুর ঘোষণা।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 49:6
8 ক্রস রেফারেন্স  

কিন্তু পরে আমি এলমকে আবার সমৃদ্ধ করে তুলব। আমি, প্রভু পরমেশ্বর এ কথা বললাম।


কিন্তু সেইদিন আসবে যেদিন প্রভু পরমেশ্বর আবার মোয়াবকে সমৃদ্ধ করবেন। প্রভু পরমেশ্বর যা কিছু বলেছেন, সবই মোয়াবের উপরে ঘটবে।


প্রভু পরমেশ্বর জেরুশালেমকে বললেন, কন্যাসহ সদোম ও শমরিয়াকে আমি আবার সমৃদ্ধিশালী করব। অবশ্য তোমাকেও পুনরুদ্ধার করে তোমার শ্রীবৃদ্ধি আমি করব।


তাদের যারা হত্যা করতে চায়, সেই ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ও তার সৈন্যবাহিনীর হাতে তাদের আমি তুলে দেব। পরে মিশর আবার আগের মত মানুষের বাসভূমি হয়ে উঠবে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


এইভাবে ব্যবসা-বাণিজ্যের দ্বারা তার অর্জিত অর্থ তার নিজের কাজে লাগাবে না, সেই অর্থ প্রভু পরমেশ্বরের কাজের জন্য নিবেদিত হবে। কোনভাবেই এই অর্থ সঞ্চিত রাখা যাবে না কিন্তু প্রভু পরমেশ্বরের ভক্তদের প্রয়োজনীয় খাদ্য-বস্ত্র কেনার কাজে ব্যয়িত হবে।


উপড়ে ফেলার পর আমি তাদের করুণা করব। প্রত্যেকটি জাতিকে ফিরিয়ে নিয়ে যাব তাদের আপন বাসভূমিতে, তাদের নিজেদের দেশে।


এমনকি প্রতিশ্রুত দেশকেও আক্রমণ করে হাজার হাজার মানুষের প্রাণনাশ করবে। অবশ্য ইদোম, মোয়াব এবং আম্মোনের যে অংশ এখনও বাকী আছে সেই সব দেশ তার হাত থেকে রক্ষা পাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন