Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তারা বলে, শীঘ্র প্রাণ নিয়ে পালাও, দৌড়াও মরুভূমির বন্য গর্দভের মত!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 ‘পালিয়ে যাও, নিজ নিজ প্রাণ রক্ষা কর, মরুভূমিস্থ ঝাউ গাছের মত হও।’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমরা পালাও! তোমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াও; তোমরা প্রান্তরের ঝোপঝাড়ের মতো হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 ‘পলায়ন কর, আপন আপন প্রাণ রক্ষা কর, প্রান্তরস্থ ঝাউ গাছের ন্যায় হও।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 বাঁচার জন্য পালাও। দৌড়োও! ঝোপের ছোট ছোট শেকড় যেমন মরুঝড়ে উড়ে যায় সেই ভাবে পালিয়ে যাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পালাও! নিজের নিজের প্রাণ রক্ষা কর ও মরুপ্রান্তের ঝোপের মত হও।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:6
10 ক্রস রেফারেন্স  

সে হবে মরুপ্রান্তরে কাঁটা-ঝোপের মত শ্রীহীন, যা শুষ্ক মরুতে এবং লবণাক্ত ভূমিতে জন্মায়, যেখানে আর কিছুই জন্মায় না। কোনও মঙ্গল তার জীবনে আসবে না কখনও।


ব্যাবিলন ত্যাগ করে শীঘ্র পালাও। প্রাণ নিয়ে পালাও এখান থেকে। নইলে ব্যাবিলনের পাপের জন্য তোমাকেও মরতে হবে। কাল পূর্ণ হয়েছে, এবার আমি তাকে যোগ্য দণ্ডদান্য উদ্যত হয়েছি।


সুতরাং এই দুটি বিষয় অপরিবর্তনীয় এবং এই বিষয়ে মিথ্যাচরণ করা ঈশ্বরের পক্ষে অসম্ভব। এরই দ্বারা আমরা তাঁর শরণাগত, আমরা সুদৃঢ় আশ্বাস লাভ করে আগামী প্রত্যাশা সম্পর্কে সুনিশ্চিত হই।


যে জনতা তাঁর কাছে বাপ্তিষ্ম গ্রহণ করতে এসেছিল, তাদের ভর্ৎসনা করে যোহন বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালিয়ে যাওয়ার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?


আমি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি। তোমরা কি করে আমাকে বল: পাখির মত উড়ে পালাও পাহাড়ে,


তাঁদের বাইরে নিয়ে এসে স্বর্গদূতদের একজন লোটকে বললেন, প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে তাকিও না কিম্বা এই উপত্যকার কোথাও দাঁড়িও না। পাহাড় অঞ্চলে পালিয়ে যাও, তা না হলে ধ্বংস হয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন