যিরমিয় 48:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 মোয়াব ধ্বংস হয়ে গেল, শোন তার সন্তানদের কান্না, সে কান্না মোয়াব পর্যন্ত শোনা যাচ্ছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মোয়াব ভগ্ন হল; তার ছোটদের ক্রন্দনের আওয়াজ শোনা যাচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 মোয়াবকে ভেঙে ফেলা হবে; তার ছোটো শিশুরা কেঁদে উঠবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 মোয়াব ভগ্ন হইল; তাহার ক্ষুদ্র লোকদের ক্রন্দনের শব্দ শুনা যাইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 মোয়াব ধ্বংস হবে। তার সন্তানরা সাহায্যের জন্য চিৎকার করে কাঁদবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 মোয়াব ধ্বংস হয়েছে। তার শিশুরা কেঁদে উঠেছে। অধ্যায় দেখুন |
এই পত্রগুলিতে বুঝিয়ে বলা হয়েছিল যে রাজা প্রত্যেক শহরে ইহুদীদের আত্মরক্ষার জন্য সঙ্ঘবদ্ধ হবার অনুমতি দেবেন। যদি কোন প্রদেশে কোন জাতির সশস্ত্র বাহিনী ইহুদীদের পুরুষ, নারী বা শিশুদের আক্রমণ করে তাহলে ইহুদীরাও তাদের আক্রমণ করে নিঃশেষে বিনাশ করতে পারবে এবং তাদের সমস্ত ধনসম্পত্তি তারা দখল করে নিতে পারবে।