Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:36 - পবিএ বাইবেল CL Bible (BSI)

36 এবার মোয়াব ও কীর-হেরসের মানুষের জন্য আমার মন কাঁদছে। যেন বাঁশীর সুরে অন্ত্যেষ্টিক্রিয়ার বিষাদ সঙ্গীত গেয়ে বলছে, তার সঞ্চিত ধনদৌলত সর্বস্ব গেছে!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 তাই মোয়াবের জন্য আমার হৃদয় বাঁশীর মত বাজছে, কীর-হেরেসের লোকদের বিষয়ে আমার অন্তঃকরণ বাঁশীর মত বাজছে; এজন্য তার উপার্জিত প্রচুর ধন নষ্ট হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 “তাই আমার প্রাণ মোয়াবের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে; তা কীর্-হেরসের লোকদের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে। তাদের আহরিত ঐশ্বর্য শেষ হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 এই জন্য মোয়াবের নিমিত্ত আমার হৃদয় বংশীর ন্যায় বাজিতেছে, কীর-হেরেসের লোকদের বিষয়ে আমার অন্তঃকরণ বংশীর ন্যায় বাজিতেছে; এই জন্য তাহার উপার্জ্জিত ধনবাহুল্য নষ্ট হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 “মোয়াবের জন্য আমি খুবই দুঃখিত। শবযাত্রা কালে শোকসঙ্গীতের সুর তোলা বাঁশির মতো আমার হৃদয় কাঁদছে। আমি কীর হেরেসের লোকদের জন্যও দুঃখিত। তাদের সমস্ত ধনসম্পত্তি লুঠ হয়ে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 তাই মোয়াবের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। কীর-হেরেসের লোকদের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। তাদের সঞ্চয় করা সম্পদ শেষ হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:36
14 ক্রস রেফারেন্স  

লোকে উইলো উপত্যকার ওপারে পালাচ্ছে তাদের সঞ্চিত ধন সম্পদ নিয়ে বাঁচার তাগিদে।


মোয়াবের জন্যে আমি গভীর বেদনায় গুমরে গুমরে কাঁদছি, কীর–হেরেসের জন্য দুঃখে জর্জরিত হচ্ছি।


মোয়াবের জন্য আমার অন্তর কাঁদছে! লোকেরা সোয়ার-এ, ইগ্লৎ-শলিশীয়ায় পালাচ্ছে। কিছু লোক কাঁদতে কাঁদতে লুহিতের দিকে চড়াই পথ ধরে চলেছে। আবার কিছু লোক চীৎকার করে কাঁদতে কাঁদতে হোরোণয়িমে পালাচ্ছে।


যে অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে, সে সেই পাখির মত, যে অপরের ডিমে ‘তা’ দেয়। জীবনের চরম সন্ধিক্ষণে সে হারাবে সকল সম্পদ, পরিণামে, সে একটি মূর্খ —এই হবে তার একমাত্র পরিচয়।


বড় যন্ত্রণা! এ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। ওঃ, আমার বুকের ভিতরে যেন হাতুড়ি পিটছে! আমি আর পারছি না স্থির থাকতে। আমি শুনতে পাচ্ছি তুরীধ্বনি, ঐ শোনা যাচ্ছে উন্মত্ত রণ-কোলাহন।


হে মহিমাময় পবিত্র প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে তোমার আবাস থেকে দৃষ্টিপাত কর আমাদের প্রতি। কোথায় আজ আমাদের জন্য তোমার পরম করুণা? কোথায় তোমার সেই মহাশক্তি? কোথায় তোমার প্রেম ও দয়া? উপেক্ষা করো না আমাদের।


ধনী লোকেরা মনে করে সুদৃঢ় দুর্গের মত তাদের ধনসম্পদ, তার দ্বারাই তারা রক্ষা পাবে।


সৎলোক তার উত্তরপুরুষের জন্য রেখে যায় উত্তরাধিকার, কিন্তু পাপীর সম্পদ ধার্মিকের ভোগে লাগে।


মরণের মুখে ধনসম্পদ কোন উপকারে লাগে না, কিন্তু ধার্মিকতা মৃত্যুর হাত থেকে উদ্ধার করে।


তাদের নগরগুলি ধ্বংস করল। যাবার পথে তাদের উর্বর জমিতে পাথর ছড়িয়ে ঢেকে দিল। জলের ফোয়ারাগুলি বুঁজিয়ে দিল, ফলের গাছগুলো সব কেটে ফেলল। বাকী রইল শুধু তাদের রাজধানী কীর হারাসৎ। ফিঙেধারীরা এবার এই রাজধানীটা ঘিরে ফেলে আক্রমণ করল।


সেইজন্য আমি মোয়াবের প্রতিজনের জন্য কাঁদব, কাঁদব কীর-হেরসের মানুষের জন্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন