Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 আমি, প্রভু পরমেশ্বর, জানি তারা উদ্ধত। তাদের গর্ব অন্তঃসারশূন্য, কর্ম নিষ্ফল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 মাবুদ বলেন, আমি তার ক্রোধ জানি, তা কিছু নয়; তার অহংকার কোন কাজের হয় নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “তার দর্প কোনো কাজের নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 সদাপ্রভু কহেন, আমি তাহার ক্রোধ জানি, তাহা কিছু নয়; তাহার দর্প কিছু কাজের হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 প্রভু বলেন, “আমি জানি যে মোয়াব খুব তাড়াতাড়ি রেগে যায় এবং সে নিজেই নিজের বড়াই করে বেড়ায়। কিন্তু তার সব বড় বড় কথাই মিথ্যে। সে যা বলে তার কিছুই করে দেখাতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 এটা সদাপ্রভুর ঘোষণা: “আমি নিজে তার বেপরোয়া কথাবার্তা জানি, যা কিছুই কাজের নয়।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:30
7 ক্রস রেফারেন্স  

ধ্বংস হোক মিথ্যাবাদী নবীরা, মূর্খ তারা! বিনষ্ট হোক তার সৈন্যবাহিনী, ত্রাসে আতঙ্কে বিচলিত হয়েছে তারা।


যিহুদীয়ার মানুষ বলবে, আমরা শুনেছি, মোয়াবীরা কত অহঙ্কারী। আমরা জানি, কত উদ্ধত তারা , প্রচণ্ড তাদের আত্মাভিমান, কিন্তু তাদের এ দর্প অসার।


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


প্রভু পরমেশ্বর জাতিবৃন্দের মন্ত্রণা ব্যর্থ করেন, বিফল করেন তাদের সকল সঙ্কল্প।


উত্তর-দক্ষিণ, পূর্ব কি পশ্চিম কোন দিক থেকে কোন শক্তি মানুষকে উন্নত করতে পারে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন