Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 মোয়াব, ইসরায়েলীদের তুমি কিভাবে পরিহাস করেছ, সে কথা একবার মনে করে দেখ। তাদের সঙ্গে তুমি এমন ব্যবহার করেছ, যেন তারা চুরির দায়ে ধরা পড়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 ইসরাইল কি তোমার পরিহাস পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়েছিল? তুমি তার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নেড়ে থাক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 ইস্রায়েল কি তোমার বিদ্রুপের পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল যে নিন্দাসূচক অবজ্ঞায় তুমি মাথা নাড়িয়েছিলে, যখনই তার সম্পর্কে বলতে কোনও কথা?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 ইস্রায়েল কি তোমার পরিহাস-পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়িয়াছিল? তুমি তাহার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নাড়িয়া থাক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 “মোয়াব তুমি সব সময় ইস্রায়েলকে নিয়ে হাসাহাসি করেছ। ইস্রায়েল যখন একদল চোরের হাতে ধরা পড়েছিল তখন তুমি তাকে নিয়ে উপহাস করেছো, মজা করেছো। তুমি সব সময় নিজেকে ইস্রায়েলের থেকে শ্রেষ্ঠ বলে দাবি করে এসেছো। যতবার তুমি ইস্রায়েলের সম্বন্ধে কথা বলেছ, তুমি সব সময় এমন ব্যবহার করেছ যেন তুমি তার চেয়ে ভালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 ইস্রায়েল কি তোমার হাসি পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছে যে, তুমি যতবার তার কথা বল, তত বার মাথা নাড়?

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:27
22 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেন, চোর ধরা পড়লে যেমন সে অপমানিত ও লাঞ্ছিত হয়, ঠিক তেমনই লাঞ্ছিত হবে ইসরায়েলের সমস্ত মানুষ—তোমাদের রাজা, রাজকর্মচারী, পুরোহিত ও প্রবক্তা নবী সকলেই।


ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, সর্বাধিপতি প্রভু বলেছেনঃ মোয়াবের বিদ্রূপ ও আম্মোনের কটূক্তি আমি শুনেছি। তারা আমার প্রজাদের উপহাস করেছে, তাদের দেশ জোর করে দখল করারহুমকি দিচ্ছে।


সর্বাধিপতি প্রভু বলেছেন, যেহেতু মোয়াব বলেছে যে যিহুদীয়া অন্যান্য আর সমস্ত জাতির মতই,


তারপর দুজন দস্যুকেও তাঁর সঙ্গে ক্রুশবিদ্ধ করা হল, একজনকে ডানদিকে ও একজনকে বাঁদিকে।


যীশু তারপর জনতাকে বললেন, লোকে যেভাবে দস্যুকে ধরতে যায় তোমরা কি সেইভাবে তরোয়াল, লাঠি-সোটা নিয়ে আমাকে ধরতে এসেছ? আমি তো প্রতিদিন মন্দিরে বসেই শিক্ষা দিয়েছি, তখন তো তোমরা আমাকে ধরনি?


কারণ যে ভাবে তোমরা অন্যের বিচার করবে, সেভাবে তোমাদেরও বিচার হবে। যে মানদন্ডে তোমরা অন্যের বিচার করবে, সেই মানদন্ডে তোমাদেরও বিচার করা হবে।


এই হবে তাদের অহঙ্কারের প্রতিফল, কারণ তারা সর্বাধিপতি ঈশ্বরের প্রজাদের বিদ্রূপ করেছে, আস্ফালন করেছে তাদের বিরুদ্ধে।


হে পাহাড়-পর্বত, হে নদী-নির্ঝর-উপত্যকা, ধ্বংসস্তূপের মাঝে পরিত্যক্ত স্থান, হে জনশূন্য দলিত-মথিত শহর-নগর, প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের উপহাসে জর্জরিত করেছিল একদিন! আমি, সর্বাধিপতি প্রভু, এবার শোন, যা বলি তোমাদের।


হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজিকে বল: আমি, সর্বাধিপতি প্রভু যা তাদের বলছি, সেই কথা তোমরা শোন। ইসরায়েলের শত্রুরা উল্লসিত হয়ে বলছে, সুপ্রাচীন পর্বতমালা এবার আমাদের কুক্ষিগত!


ইসরায়েলের বিপর্যয়ে তুমি যে ভাবে উল্লসিত হয়েছিলে, তোমার নিজের দশাও ঠিক সেই রকমই হবে। সেইর-এর পর্বতমালা তথা সারা ইদোম ধ্বংস হয়ে যাবে। তখন সকলে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


এ দেশকে তারা করে তুলেছে সন্ত্রাসের রাজত্ব, চিরকালের ঘৃণ্য বস্তু। পথচারী চলার পথে এ দৃশ্য দেখে চম্‌কে উঠবে, অভিভূত হবে বিস্ময়ে।


প্রতিবেশীদের কাছে আমরা আজ ঘৃণাস্পদ সকলের পরিহাস ও বিদ্রূপের পাত্র হয়েছি আমরা।


প্রতিবেশীদের কাছে আমাদের তুমি করেছ উপহাসের পাত্র, তাদের বিদ্রূপবাণে আমরা আজ জর্জরিত।


তোমাদের অবস্থা যদি আমার মত হত, তাহলে আমিও তোমাদের মত এই ধরণের কথা বলতে পারতাম। আমিও তোমাদের বিরুদ্ধে অনেক কথা যোগ করতে পারতাম। আমিও বিজ্ঞভাবে মাথা নাড়তে পারতাম।


এভাবেই ওদের পতন হবে, ওদের রসনাই ডেকে আনবে ওদের সমূহ সর্বনাশ ওদের দুর্দশা দেখে সকলে করবে উপহাস।


ভগ্নস্তূপে পরিণত আজ নির্জন জেরুশালেম সখেদে স্মরণ করে তার গৌরবময় অতীতের বৈভব। যেদিন শত্রুর পদতলে সে হয়েছিল ধরাশায়ী, সাহায্য করেনি কেউ তাকে, তার পতনে বিজয়ী বীরের দল ব্যঙ্গ উল্লাসে হয়েছিল মত্ত।


কেঁদে বলে পথিক জনেরে, দেখ চেয়ে আমার যাতনা, কে আছে এমন দুঃখী আমার মত? নিদারুণ রোষে আমার এ দশা করেছেন স্বয়ং প্রভু পরমেশ্বর! ঊর্ধ্বলোক থেকে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন