Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 হে অরোয়ের নিবাসী, পথের ধারে দাঁড়িয়ে থাক, অপেক্ষা কর সেখানে। যারা পলায়ন করেছে, জিজ্ঞাসা কর তাদের, জেনে নাও কি ঘটনা ঘটেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 হে অরোয়ের-নিবাসিনী, তুমি পথের পাশে দাঁড়িয়ে অবলোকন কর এবং পলাতক ও রক্ষা পাওয়া স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হয়েছে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তোমরা, যারা অরোয়েরে বসবাস করো, তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো। পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো, তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 হে অরোয়ের-নিবাসিনি, তুমি পথের পার্শ্বে দাঁড়াইয়া অবলোকন কর, এবং পলাতককে ও রক্ষার্থিনী স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হইয়াছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 “অরোয়ের লোকরা, রাস্তায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখো একজন পুরুষ ও নারী দৌড়ে পালাচ্ছে। ওদের জিজ্ঞাসা করো কি হয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 হে অরোয়েরে বসবাসকারী মেয়ে, তুমি পথের পাশে দাঁড়িয়ে দেখ। যে পালিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা, বল, ‘কি হয়েছে?’

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:19
10 ক্রস রেফারেন্স  

আর্ণোন উপত্যকায় সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে শুরু করে উপত্যকার মধ্যস্থানে অবস্থিত গিলিয়দ পর্যন্ত কোন নগর ছিল না যা আমরা অধিকার করতে পারি নি। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সবগুলিই আমাদের অধীনে সমর্পণ করলেন।


সেই লোকটি এলিকে বলল, আমিই সেই যুদ্ধক্ষেত্র থেকে পলাতক ব্যক্তি, আজই আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। এলি তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, সংবাদ কি?


এবং যোয়েল গোষ্ঠীর শেমার পৌত্র ও আসসের পুত্র বেলা। এই গোষ্ঠীর লোকেরা অরোয়ের-এ এবং নেবো ও বেলমেয়োনের উত্তরাঞ্চলে বাস করত।


তাঁরা জর্ডন নদী পার হয়ে গাদ অঞ্চলে, উপত্যকার মাঝখানে অবস্থিত অরোয়ের শহরের দক্ষিণে তাঁবু ফেললেন। সেখান থেকে তাঁরা গেলেন উত্তরে জাসার,


গাদ বংশের লোকেরা দিবোন, অটারোৎ, অরোয়ের,


ইমোরীদের রাজা সিহোন। এঁর রাজধানী ছিল হিষ্‌বোনে। তাঁর রাজ্যের চতুঃসীমা ছিল আর্ণোন উপত্যকার প্রান্তে আরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগ এবং গিলিয়দ প্রদেশের অর্ধাংশ আম্মোনীদের সীমান্ত যাব্বোক নদী পর্যন্ত,


হিষ্‌বোনে ও আরোয়েরে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ও নগরগুলিতে, আর্ণোনের তীরবর্তী সমস্ত নগরে ইসরায়েলীরা আজ তিনশো বছর বসবাস করছে। এতদিন আপনারা সেই সব অঞ্চল কেন ফিরিয়ে নেননি?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন