Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 হে দীবোনবাসী, নেমে এস তোমার সম্মানের আসন থেকে, উপবেশন কর ধুলার উপরে। মোয়াবের ধ্বংসকারী সম্মুখে তোমার, বিধ্বস্ত করেছে সব দুর্গ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 হে দীবোন-নিবাসীনী কন্যে, তুমি তোমার প্রতাপ থেকে নেমে এসো, শুকনো ভূমিতে বস, কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে এসেছে, তোমার দৃঢ় দুর্গগুলো ধ্বংস করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 “দীবোন-কন্যার অধিবাসীরা, তোমরা মহিমার আসন থেকে নেমে এসো ও শুকনো মাটির উপরে বসে পড়ো, কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন, তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 হে দীবোন-নিবাসিনি কন্যে, তুমি আপন প্রতাপ হইতে নামিয়া আইস, শুষ্ক ভূমিতে বস, কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে, তোমার দৃঢ় দুর্গ সকল ভগ্ন করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 “তোমরা দীবোনের লোকরা, তোমাদের শ্রদ্ধার জায়গা থেকে নেমে এসো। কারণ ধ্বংসকারী আসছে। সে এসে তোমাদের সমস্ত শক্তিশালী শহরগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 হে দীবোনে বসবাসকারী মেয়ে, তুমি নিজের গৌরবের জায়গা থেকে নেমে এস, শুকনো মাটিতে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে, তোমার দুর্গগুলি ধ্বংস করেছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:18
13 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেন, নেমে এস ব্যাবিলন তোমার সিংহাসন থেকে, ভূতলে গ্রহণ কর ধূলার আসন। একদিন তুমি ছিলে কুমারী কন্যার মত অবিজিত এক নগরী, যাকে কেউ অধিকার করে নি কখনও। কিন্তু আজ তুমি নও কোমল-কমনীয়! তুমি আজ ক্রীতদাসী!


হিষবোণ থেকে দীবোন পর্যন্ত তাদের বংশধরেরা সকলেই বিলুপ্ত, নোফা থেকে মেদবা পর্যন্ত বিস্তৃত অঞ্চল আমরা করেছি বিধ্বস্ত।”


মোয়াবের মানুষ নবো ও মেদবার জন্য শোকে হাহাকার করছে। তারা মস্তক মুণ্ডন করেছে, দাড়ি ক্ষৌরি করেছে।


মেদবার সমগ্র সমতলভূমি, হিষবোণ এবং সমতল অঞ্চলের অন্যান্য নগর, দিবোন,


এবার তাকে রোপণ করল ঊষর মরুতে, জলহীন এক প্রান্তরে।


ফলে একদিন দেখবে বন্দীরূপে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের। ক্ষুধায় মরবে নেতৃবৃন্দ, আর তৃষ্ণায় মরবে আপামর জনসাধারণ।


পিপাসায় কাতর হয়ে তিনি প্রভুর কাছে নিবেদন করলেন, তুমি তোমার এই দাসের দ্বারা এই মহান উদ্ধার-কর্ম সাধন করেছ, কিন্তু এখন আমি কি পিপাসায় মরব? আর, ঐ বেসুন্নত লোকগুলোর হাতে পড়ব?


আর্ণোন উপত্যকার সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগে অবস্থিত নগর পর্যন্ত, দিবোন পর্যন্ত বিস্তৃত মেদবার সমতলভূমি,


অটারোৎ, দিবোন, যাসের, নিম্রা, হিষ্‌রোণ, ইলিয়ালী, সেবাম, নবো এবং বিয়োন-


তৃষ্ণার্ত জনতা তবুও মোশির বিরুদ্ধে ক্ষোভ জানাতে লাগল। তারা বলতে লাগল,আমাদের ছেলেমেয়ে ও পশুপালসমেত পিপাসায় মেরে ফেলার জন্যই তুমি মিশর থেকে আমাদের নিয়ে এসেছ।


পুত্রের মৃত্যু দেখবে না বলে সে তার কাছ থেকে একটা তীর ছুঁড়লে যতদূর যায় ততদূরে গিয়ে বসে রইল। তার পুত্র চীৎকার করে কাঁদতে লাগল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন