Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 45:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, যা গড়ে তুলেছিলাম, তা ভেঙ্গে পেলেছি, যা রোপণ করেছিলাম, তা উৎপাটন করেছি। সারা জগৎ জুড়ে চলছে আমার এই ভাঙ্গা-গড়ার কাজ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তুমি তাকে এই কথা বল, মাবুদ এই কথা বলেন, দেখ, আমি যা গেঁথেছি, তা আমি ভেঙ্গে ফেলবো; যা রোপণ করেছি, তা আমি উৎপাটন করবো; আর এই সারা দেশে তা করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সদাপ্রভু আমাকে বলেছেন, তুমি তাকে এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি সমস্ত দেশে যা নির্মাণ করেছি, তা উৎপাটন করব এবং যা রোপণ করেছি, তা উপড়ে ফেলব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তুমি তাহাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাহা গাঁথিয়াছি, তাহা আমি ভাঙ্গিয়া ফেলিব; যাহা রোপন করিয়াছি, তাহা আমি উৎপাটন করিব; আর এই সমগ্র দেশে উহা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভু বলেছিলেন, “যিরমিয়, বারূককে একথা জানিয়ে দাও: প্রভু যা বললেন তা হল, আমি যা বপন করেছি তা আমিই আবার উপড়ে ফেলব। আমি যা সৃষ্টি করেছি আমিই আবার তা নষ্ট করে ফেলব। যিহূদার সর্বত্র এই ঘটনা ঘটাবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তুমি তাকে এই কথা অবশ্যই বল: ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখ, আমি যা গড়ে তুলেছি, আমি এখন তা ভেঙে ফেলব। আমি যা রোপণ করেছি, আমি তা উপড়ে ফেলব।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 45:4
12 ক্রস রেফারেন্স  

যেমন আমি তাদের উৎপাটন করতে, ভেঙ্গে ফেলতে, ভূপাতিত করতে, ধ্বংস করতে এবং ধূলিসাৎ করে দিতে মনোযোগী হয়েছিলাম, ঠিক তেমনি এবার আমি তাদের গাছের মত রোপণ ও গড়ে তোলার কাজে মনঃসংযোগ করব।


আমি তোমার উপর জাতিবৃন্দ ও রাজ্যগুলির কর্তৃত্বভার অর্পণ করলাম। তুমি তাদের উৎখাত করবে, ভেঙ্গে ফেলবে, ধ্বংস করবে, ভূমিস্যাৎ করবে। তুমি তাদের গাছের মত রোপণ করবে—তাদের গড়ে তুলবে।


আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েল আর যিহুদীয়াকে এনে রোপণ করেছিলাম, কিন্তু আজ আমি তাদের বিনাশের হুমকি দিচ্ছি। তারা নিজেরাই নিজেদের উপর এই বিপর্যয় ডেকে এনেছে। এ তাদের কৃতকর্মের ফল। বেলদেবের কাছে বলি উৎসর্গ করে তারা আমাকে ক্রুদ্ধ করেছে।


প্রভু যেমন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করেছিলেন ও তোমাদের সমৃদ্ধি দান করেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি তোমাদের ধ্বংস ও উচ্ছেদ সাধন করে প্রীতিলাভ করবেন। যে দেশ তোমরা এখন দখল করতে যাচ্ছ, সেখান থেকে তখন তোমরা সমূলে উচ্ছিন্ন হবে।


তুমি তাদের কর রোপণ, তারা মূল বিস্তার করে, বৃদ্ধিলাভ করে তারা, ধারণ করে ফলসম্ভার। সতত তারা তোমারই মহিমা গায়, কিন্তু হৃদয়ে মানে না তোমায়।


আছে হনন ও নিরাময়ের নির্দিষ্ট কাল, ভাঙ্গা ও গড়ার কাল।


যে পবিত্র স্থানে তাঁর আরাধনা হত, তিনি করেছেন চূর্ণ সেই পুণ্যবেদী নির্দিষ্ট পবিত্র উৎসবের দিন আর ‘সাব্বাথ’ দিনগুলির ঘটিয়েছেন তিনি পরিসমাপ্তি। রাজা ও পুরোহিত ক্রোধাগ্নিতে তাঁর দগ্ধ সমভাবে।


দেখ, সেইজন্য আমি তাকে প্রলুব্ধ করে প্রান্তরে নিয়ে যাব, কথা বলব তার মনের মতন করে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন