যিরমিয় 43:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)8-9 সেখানে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘কতকগুলো বড় বড় পাথর নাও। তারপর শহরের রাজপ্রাসাদের প্রবেশপথে সেগুলি গেঁথে দাও। এমনভাবে গাঁথবে, যাতে ইসরায়েলীদের কিছু কিছু লোক সেগুলি দেখতে পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে তফন্হেষে ইয়ারমিয়ার কাছ মাবুদের এই কালাম নাজেল হল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তফন্হেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে তফন্হেষে যিরমিয়ের নিকট সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তফন্হেষ শহরে যিরমিয় প্রভুর বার্তা পেয়েছিল। এই হল প্রভুর বার্তা: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরে তফনহেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল, অধ্যায় দেখুন |