Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 43:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তাই যোহানন বা কোনও সেনাপতি কিম্বা যিহুদীয়ায় অবশিষ্ট লোকজনদের মধ্যে কেউই প্রভু পরমেশ্বরের আদেশ পালন করল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 এভাবে কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক এহুদা দেশে বাস করার সম্বন্ধে মাবুদের কথা মান্য করলো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তাই কারেহের পুত্র যোহানন, অন্য সব সৈন্যাধ্যক্ষ ও লোকেরা যিহূদা প্রদেশে থেকে যাওয়ার জন্য সদাপ্রভুর যে আদেশ, তা অগ্রাহ্য করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 এইরূপে কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক যিহূদা দেশে বাস করিবার সম্বন্ধে সদাপ্রভুর রবে অবধান করিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তারপর যোহানন, সেনা প্রধানরা এবং সমস্ত লোক প্রভুর আদেশ অমান্য করল এবং

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 এই ভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে থাকার বিষয়ে সদাপ্রভুর কথা শুনতে অস্বীকার করল।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 43:4
10 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমরা আমার কথায় কর্ণপাত করলে না, মনোযোগ দেওয়া তো দূরের কথা, অন্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করার দুর্মতি তোমাদের গেল না, তোমরা পরিত্যাগ করতে পারলে না কাজ।


প্রভুর উপর আস্থা রাখ, সদাচরণ কর, তাহলে বাস করতে পারবে আপন দেশে নিরাপদে সেখানে করবে বিচরণ।


অমৎসিয় তাঁকে বাধা দিয়ে বললেন, কবে থেকে তোমায় রাজার পরামর্শদাতা নিযুক্ত করা হয়েছে? চুপ কর, নইলে তোমাকে হত্যা করব।নবী চুপ করলেন ঠিকই কিন্তু তার আগে বললেন, এবার বুঝেছি ঈশ্বর আপনাকে ধ্বংস করেত মনস্থ করেছেন, তাই আপনি এইসব কাজ করছেন এবং আমার পরামর্শ অবজ্ঞা করছেন।


কিন্তু আমি ভাবতাম, বাহুবলের চেয়ে প্রজ্ঞাই শ্রেয়। এখন দেখছি, দরিদ্রের জ্ঞানের মর্যাদা দেয় না কেউ-ই, কান দেয় না কেউ তার কথায়।


তারপর ধনী-দরিদ্র নির্বিশেষে সেখানকার সমস্ত ইসরায়েলী ও তাদের সেনাপতিরা ব্যাবিলনীদের ভয়ে দেশ ছেড়ে মিশরে পালিয়ে গেল।


গদলিয় তথা সৈন্যসামন্ত, নারী, শিশু ও নপুংসকদের হত্যা করার পর ইশ্মায়েল মিসপা থেকে যাদের বন্দী করে নিয়ে যাচ্ছিল, যোহানন এবং সৈন্যবাহিনীর সেনাপতিরা তাদের ভার নিলেন।


আমি তখন সেনাপতিসহ যোহাননকে ও অন্যান্য সমস্ত লোককে ডেকে পাঠালাম।


কিন্তু এখন তোমরা তাঁর সব আদেশ অমান্য করছ, এই কথা বলার জন্য তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি তোমাদের সব কথাই বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন