Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 41:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 লোকদের হত্যা করে তাদের মৃতদেহ যে কুয়োটিতে ইশ্মায়েল ফেলে দিয়েছিল, সেটি ছিল একটি বিরাট কুয়ো। ইসরায়েলরাজ বাশা যখন রাজা আসাকে আক্রমণ করেছিলেন, সেই সময় রাজা আসা এই কুয়োটি খনন করান। ইশ্মায়েল সেই কুয়োটিকেই মৃতদেহে পূর্ণ করেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 ঐ লোকদের হত্যা করার পর ইসমাইল যে কুয়ায় তাদের লাশ গদলিয়ের পাশে ফেলে দিয়েছিল, তা বাদশাহ্‌ আসা ইসরাইলের বাদশাহ্‌ বাশার ভয়ে প্রস্তুত করেছিলেন; নথনিয়ের পুত্র ইসমাইল সেটা নিহতদের লাশে পরিপূর্ণ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এখন ইশ্মায়েল যে সমস্ত লোককে হত্যা করেছিল, তাদের শবগুলিকে গদলিয়ের শবের সঙ্গে সে সেই কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল, যেটি রাজা আসা, ইস্রায়েলের রাজা বাশার হাত থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হিসেবে তৈরি করিয়েছিলেন। এখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল তা শবে পরিপূর্ণ করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 ঐ লোকদিগকে বধ করিলে পর ইশ্মায়েল যে কূপে তাহাদের শব গদলিয়ের পার্শ্বে ফেলিয়া দিয়াছিল, তাহা আসা রাজা ইস্রায়েল-রাজ বাশার ভয়ে প্রস্তুত করিয়াছিলেন; নথনিয়ের পুত্র ইশ্মায়েল তাহাই নিহতগণের শবে পরিপূর্ণ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 (ইশ্মায়েল গভীর জলাধারটি মৃতদেহে ভরিয়ে ফেলেছিল। জলাধারটি ছিল বিশাল। জলাধারটি নির্মিত হয়েছিল যিহূদার রাজা আসার দ্বারা। আসা জলাধারটি তৈরী করেছিল যাতে যুদ্ধের সময় জলের অভাব না হয়। ইস্রায়েলের রাজা বাশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আসা ঐ জলাধারটি তৈরী করেছিল।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 ঐ লোকেদের হত্যা করে ইশ্মায়েল যে কুয়োতে তাদের মৃতদেহ গদলিয়ের পাশে ফেলে দিয়েছিল, তা রাজা আসা ইস্রায়েলের রাজা বাশার ভয়ে তৈরী করিয়েছিলেন। নথনিয়ের ছেলে ইশ্মায়েল সেটা মৃতদেহ দিয়ে পরিপূর্ণ করল।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 41:9
11 ক্রস রেফারেন্স  

তিনি নিশ্চয় এখন কোন গুহা বা আর কোন জায়গায় লুকিয়ে আছেন। তিনি যদি এদের প্রথমে আক্রমণ করেন, তাহলে যে একথা শুনবে সেই বলবে, অবশালোমের পক্ষের লোকেরা হেরে যাচ্ছে।


শত্রুদের দ্বারা পিষ্ট হয়ে বিপন্ন ইসরায়েলীরা গুহায়, ঝোপ-জঙ্গলে, পাহাড়ে, মাটির নীচের ঘরে এবং গিরিখাতে যে যেখানে পারল গিয়ে আত্মগোপন করল।


মিদিয়নীরা ইসরায়েলীদের চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় ইসরায়েলীরা তাদের ভয়ে পাহাড়ের অন্যান্য গুহায় ও সুরক্ষিত স্থানে লুকিয়ে থাকত।


এঁদের পক্ষে জগত উপযুক্ত স্থান ছিল না। পৃথিবীর পাহাড়ে, প্রান্তরে, গুহায় গহ্বরে এঁরা বিচরণ করতেন।


পথে যেতে যেতে তিনি একটি ভেড়ার বাথানে উপস্থিত হলেন। সেখানে একটি গুহা ছিল। মলত্যাগ করার জন্য শৌল গুহামুখে ঢুকলেন। এদিকে দাউদ তাঁর অনুচরদের সঙ্গে সেই গুহারই ভিতরের দিকে বসেছিলেন।


যে সব ইসরায়েলী ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে লুকিয়েছিল তারা যখন শুনল যে ফিলিস্তিনীরা পালিয়ে যাচ্ছে তখন তারাও তাদের পিছনে তাড়া করতে লাগল।


তখন তাঁরা দুজনেই ফিলিস্তিনী সৈন্যদের সামনে গিয়ে দেখা দিলেন। ফিলিস্তিনীরা তাঁদের দেখতে পেয়ে বলল, হিব্রুরা এতদিন গর্তে লুকিয়েছিল, এখন তারা সেখান থেক বেরিয়ে আসছে।


তোমার কোন সমাধি নাই, তোমার মৃতদেহ নিক্ষেপ করা হয়েছে বাইরে যাতে গলে পচে শেষ হয়ে যায়। গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে তোমার দেহ, ঢাকা পড়ে গেছে যুদ্ধে নিহত মৃতসৈনিকদের মৃতদেহের নীচে। পাথর চাপা দেওয়া হয়েছে তার উপরে। তারপর তাদের সকলের সঙ্গে তোমার দেহও হয়েছে পদদলিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন