Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 40:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিছু ইহুদী রাজকর্মচারী এবং সৈন্য ব্যাবিলনরাজের কাছে আত্মসমর্পণ করেনি। তারা শুনেছিল যে ব্যাবিলনে যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়নি, দেশের সেই সব অবশিষ্ট হতদরিদ্র নিঃসম্বল লোকদের শাসনভার গদলিয়ের হাতে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 মাঠে অবস্থিত সৈন্যদের সমস্ত সেনাপতি ও তাঁদের লোকেরা যখন শুনতে পেল যে, ব্যাবিলনের বাদশাহ্‌ অহীকামের পুত্র গদলিয়কে দেশে শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং যারা বন্দীরূপে ব্যাবিলনে নীত হয় নি, সেসব পুরুষ, স্ত্রী, বালক-বালিকা ও জনপদস্থ দরিদ্র লোকদেরকে তাঁর হাতে দেওয়া হয়েছে, তখন তারা মিস্পাতে গদলিয়ের কাছে এল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যখন খোলা মাঠে ছড়িয়ে থাকা যিহূদার সমস্ত সৈন্যাধ্যক্ষ ও তাদের লোকেরা শুনতে পেল যে, ব্যাবিলনের রাজা অহীকামের পুত্র গদলিয়কে দেশের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন এবং সব পুরুষ, নারী ও ছেলেমেয়েদের, যারা ছিল দেশের মধ্যে দরিদ্রতম এবং যাদের ব্যাবিলনে নির্বাসিত করা হয়নি, তাদের তত্ত্বাবধানের জন্য তাঁকে দায়িত্ব দিয়েছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 মাঠে অবস্থিত সৈন্যগণের সমস্ত সেনাপতি ও তাহাদের লোকেরা যখন শুনিতে পাইল যে, বাবিল-রাজ অহীকামের পুত্র গদলিয়কে দেশে শাসনকর্ত্তা নিযুক্ত করিয়াছেন, এবং যাহারা বন্দিরূপে বাবিলে নীত হয় নাই, সেই সকল পুরুষ, স্ত্রী, বালকবালিকা ও জনপদস্থ দরিদ্র লোকদিগকে তাঁহার কাছে সমর্পণ করিয়াছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 জেরুশালেম যখন ধ্বংস হয়েছিল তখন যিহূদার কিছু সেনা আধিকারিক এবং তাদের সৈন্যরা খোলা দেশটিতে রয়ে গিয়েছিল। তারা শুনলো যে বাবিলের রাজা অহীকামের পুত্র গদলিয়কে, যারা খুব গরীব ছিল এবং যাদের বন্দী হিসেবে বাবিলে নিয়ে যাওয়া হয়নি সেই সব পুরুষ, স্ত্রীলোক এবং শিশুদের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন। যিহূদার গরীব লোকদের বাবিলের সৈন্যরা বন্দী করে নিয়ে না গিয়ে নবূষরদনের নির্দেশে সেখানেই জমি-জমা দিয়ে তাদের প্রতিষ্ঠিত হবার সুযোগ দিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 এখন যিহূদার সৈন্যদলের কিছু সেনাপতি, যারা তখনও গ্রামাঞ্চলে ছিল, তারা এবং তাদের লোকেরা শুনল যে, অহীকামের ছেলে গদলিয়কে বাবিলের রাজা দেশের শাসনকর্ত্তা হিসাবে নিযুক্ত করেছেন। তারা আরও শুনল যে, যাদের বাবিলে নির্বাসিত করা হয়নি দেশের সেই সব গরিব পুরুষ, স্ত্রীলোক ও ছেলে মেয়েদের দায়িত্ব তিনি তাঁকে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 40:7
14 ক্রস রেফারেন্স  

যিহুদীয়ায় তারা ফেলে রেখে গেল দীন দরিদ্র নিঃসম্বল কিছু লোককে এবং তাদের দান করে গেল দ্রাক্ষাক্ষেত্র ও চাষের জমি।


দেশের সমস্ত প্রজাকে এই সমস্ত নৈবেদ্য ইসরায়েলের শাসনকর্তার কাছে নিয়ে যেতে হবে।


রাজা সিদিকিয় ও তাঁর সৈন্যরা নগরীর এই অবস্থা দেখে রাত্রিবেলায় নগর ছেড়ে পালাবার চেষ্টা করলেন। তাঁরা রাজউদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দরজা দিয়ে নগরের বাইরে জর্ডন উপত্যকার দিকে পালিয়ে গেলেন।


ব্যাবিলনীয়রা নগরের চারিদিক ঘিরে রাখা সত্ত্বেও নগরের সৈন্যরা রাজার সঙ্গে রাতের অন্ধকারে প্রাচীর ভেঙ্গে পালিয়ে গেল। রাজোদ্যানের পথে দুই প্রাচীরের মাঝখানের দ্বার দিয়ে তারা জর্ডন উপত্যকার দিকে পালাল।


কিন্তু তিনি যিহুদীয়ার দীনদরিদ্র সহায়-সম্বলহীন ভূমিহীন লোকদের রেখে গেলেন এবং সেখানকার আঙুর ক্ষেত ও ক্ষেতখামারের কাজে নিযুক্ত করে গেলেন।


ইশ্মায়েলের এই নৃশংস হত্যাকাণ্ডের কথা যোহানন ও সমস্ত সেনাপতিদের কানে গেল।


কিন্তু যিহুদীয়ার কিছু হত-দরিদ্র, ভূমিহীন ও সহায় সম্বলহীন আনুষকে সেখানকার আঙুরক্ষেত ও ক্ষেতখামারের দেখাশুনার জন্য দেশে রেখে গেলেন।


অবশেষে, সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন নগরীর অবশিষ্ট লোকদের এবং যারা তাদের পক্ষে যোগদান করেছিল, তাদের সকলকে বন্দী করে নিয়ে গেল ব্যাবিলনে।


তারা শাফনের পৌত্র ও অহিকামের পুত্র গদলিয়ের হাতে আমার ভার অর্পণ করল, যাতে সে আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। আমি বাড়িতে ফিরে গিয়ে আপনজনদের সঙ্গে বাস করতে লাগলাম।


ইলিশামার পৌত্র এবং নথনিয়ের পুত্র ইশ্মায়েল ছিল রাজপরিবারের লোক এবং রাজার উচ্চপদস্থ কর্মচারীদের প্রধানদের মধ্যে অন্যতম। সেই বৎসরের সপ্তম মাসে সে দশজন লোক সঙ্গে নিয়ে গদলিয়ের সঙ্গে দেখা করতে মিসপাতে গেল।


তারপর সে রাজকুমারীদের ও মিসপার বাকি সমস্ত লোকজনকে বন্দী করল, যাদের রক্ষণাবেক্ষণের ভার সামরিক শাসক নেবুসর্দন গদলিয়ের হাতে দিয়েছিলেন। ইশ্মায়েল এই বন্দীদের নিয়ে আম্মোন অভিমুখে যাত্রা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন