Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 4:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যিহুদীয়া ও জেরুশালেমের অধিবাসীদের প্রভু পরমেশ্বর বলেন, তোমরা তোমাদের পতিত জমি কর্ষণ কর, কাঁটাঝোপের মধ্যে বীজ বপন করোনা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কারণ মাবুদ এহুদার ও জেরুশালেমের লোকদেরকে এই কথা বলেন, তোমরা তোমাদের পতিত ভূমি চাষ কর, কাঁটাবনের মধ্যে বীজ বপন করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছে সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা পতিত ভূমি কর্ষণ করো এবং কাঁটাঝোপে বীজবপন কোরো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কারণ সদাপ্রভু যিহূদার ও যিরূশালেমের লোকদিগকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাষ কর, কন্টকবন মধ্যে বীজ বপন করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 যিহূদা এবং জেরুশালেমের মানুষকে এই কথাগুলি প্রভু বলেছিলেন: “তোমাদের জমিগুলি চষা হয়নি। জমিতে লাঙল দাও, নিজেদের পতিত জমি চাষ করো। বীজ বোনো সেই জমিতে, কাঁটাবনে বীজ বপন করো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ সদাপ্রভু যিহূদা ও যিরূশালেমের প্রত্যেক ব্যক্তিকে বলেন, তোমরা নিজেদের জমি চাষ কর এবং কাঁটাবনের মধ্যে বীজ বুনো না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 4:3
10 ক্রস রেফারেন্স  

আমি বললাম, তোমরা নিজেদের জন্য নতুন জমিতে লাঙ্গল দাও, বপন কর ন্যায়নিষ্ঠতার বীজ এবং আমার উদ্দেশে তোমাদের উপাসনা দিয়ে উৎপন্ন আশীর্বাদ স্বরূপ ফসল কাট। তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসার এই-ই তো সময়, আমি এসে তোমাদের উপরবর্ষণ করব আমার পরিত্রাণ।


কাঁটা ঝোপে পড়া বীজের রূপক দিয়ে তাদেরই কতা বলা হয়এছে, যারা এই বাণী শোনে কিন্তু জীবনের পথে এগিয়ে যেতে যেতে জাগতিক চিন্তাভাবনা, ধন-সম্পত্তি এবং সাংসারিক সুখভোগে আবদ্ধ হয়ে পড়ে, তাই পরিণত ফল লাভ আর হয় না।


কিছু বীজ পড়ল কাঁটা ঝোপের মধ্যে, ফলে সেগুলির সঙ্গে সঙ্গে কাঁটা গাছও বেড়ে উঠে সেগুলিকে চাপা দিল।


কিছু বীজ পড়ল কাঁটাঝোপের মধ্যে, কাঁটাঝোপ বেড়ে উঠে বীজগুলিকে ঢেকে ফেলল।


কিছু বীজ পড়লল কাঁটাঝোপের মধ্যে। কাঁটাঝোপ বেড়ে উঠে গাছগুলিকে চেপে ধরল, কাজেই সেগুলিতে আর ফসল ফলল না।


কাঁটাঝোপের মধ্যে যে বীজ পড়েছিল তা হল তারই প্রতীক যে সেই বার্তা শোনে, কিন্তু তার সাংসারিক চিন্তা ও বিষয়াসক্তি ঐ বাক্যকে চেপে রাখে।


ভূমিতে তোমার জন্য হবে আগাছা আর কাঁটাঝোপ, বুনো শাকসব্জী হবে তোমার খাদ্য।


কিন্তু সপ্তম বছরে তোমরা জমি পতিত রাখবে। আপনা থেকে জমিতে যা উৎপন্ন হবে তা গরীবেরা ভোগ করবে এবং বাকী যা থাকবে তা হবে বনের পশুদের খাদ্য। তোমাদের দ্রাক্ষা ও জলপাইয়ের বাগিচা সম্পর্কেও একই নিয়ম পালন করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন