যিরমিয় 4:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)24 পর্বতরাজির দিকে চোখ ফেরালাম। –—দেখলাম, পর্বতরাজি দুলছে, দুলছে দোলনার মত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আমি পর্বতমালার প্রতি দৃষ্টিপাত করলাম, আর দেখ, সেসব কাঁপছে ও উপপর্বতগুলো টলটলায়মান হচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 আমি পর্বতমালার দিকে তাকালাম, এবং সেগুলি কাঁপছিল; সকল উপপর্বতগুলি টলছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আমি পর্ব্বতগণের উপরে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সে সকল কাঁপিতেছে, ও উপপর্ব্বত সকল টলটলায়মান হইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আমি পর্বতের দিকে তাকালাম। দেখলাম পর্বত কাঁপছে। সমস্ত পাহাড়গুলি ভয়ে কাঁপছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আমি পর্বতের দিকে তাকালাম। দেখ, সেগুলি কাঁপছে এবং সমস্ত পাহাড়গুলি দুলছে। অধ্যায় দেখুন |