Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 4:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 জেরুশালেম, তোমার অন্তর থেকে সমস্ত মন্দতা ধুয়ে ফেল যাতে রক্ষা পাও। আর কতদিন তুমি ডুবে থাকবে পাপচিন্তার মধ্যে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 হে জেরুশালেম, অন্তর ধুয়ে তোমার দুষ্টতা ঘুচাও, যেন উদ্ধার পেতে পার; কত দিন তোমার অন্তরে দুশ্চিন্তা বাস করবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 হে জেরুশালেম, রক্ষা পাওয়ার জন্য তোমার হৃদয় থেকে দুষ্টতা ধুয়ে তা পরিষ্কার করো। কত কাল তুমি তোমার মন্দ চিন্তাগুলি মনে পুষে রাখবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 হে যিরূশালেম, হৃদয় ধুইয়া তোমার দুষ্টতা ঘুচাও, যেন পরিত্রাণ পাইতে পার; কত দিন তোমার অন্তরে দুশ্চিন্তা বাস করিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 হে জেরুশালেমবাসী, কু-মতলব ত্যাগ করো। হৃদয় থেকে সমস্ত শয়তানি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আত্মাকে শুদ্ধ করলে তবেই তোমরা রক্ষা পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 হে যিরূশালেম, তোমার অন্তর থেকে মন্দতা পরিষ্কার কর, যাতে তুমি উদ্ধার পাও। আর কত দিন তোমার অন্তরে মন্দ চিন্তা পুষে রাখবে?

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 4:14
22 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের সান্নিধ্যে আসবেন। পাপীরা, তোমরা হাতের মলিনতা ধুয়ে ফেল। হে কপট চিত্তেরা, তোমরা অন্তর শুদ্ধ কর।


সুতরাং এই অসৎ উদ্দেশ্যের জন্য তুমি অনুতাপ কর এবং প্রভুর কাছে মিনতি কর, যদি সম্ভব হয়, তোমার এই অসৎ অভিপ্রায়ের জন্য যেন তিনি ক্ষমা করেন।


দুষ্টেরা পরিত্যাগ করুক তাদের জীবনযাত্রার পথ, পরিহার করুক দুর্জন মন্দ চিন্তাধারা, অনুতপ্ত হৃদয়ে ফিরে আসুক আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে, করুণাময় তিনি, তাঁর কাছে আছে অসীম ক্ষমা।


আবার এও লেখা আছে, “প্রভু জানেন বিজ্ঞদের যুক্তিতর্ক সবই অসার”।


ঈশ্বরকে জেনেও তারা তাঁর ঐশী মহিমাকে স্বীকৃতি দেয়নি, কিম্বা তাঁর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেনি। তাই তাদের সমস্ত চিন্তা অসারতায় পর্যবসিত হয়েছে এবং তাদের বিভ্রান্ত হৃদয় তমসাচ্ছন্ন হয়েছে।


তখন প্রভু তাকে বললেন, তোমরা ফরিশীরা বাসনপত্রের বাইরের দিকটাই শুধু পরিষ্কার করে থাক কিন্তু তোমাদের অন্তর দৌরাত্ম্য ও দুষ্টতায় পূর্ণ।


তিনি যা ঘৃণা করেন সেই কাজ তিনি তোমাকে করতে দেখেছেন। ব্যভিচারী পুরুষ যেভাবে পরস্ত্রীর পিছনে ছোটে, সেইভাবে তিনি তোমাদের পাহাড়ের উপরে ও মাঠে বিদেশীদের আরাধ্য দেবতাদের অনুসরণ করতে দেখেছেন। হে জেরুশালেমবাসী, তোমাদের ধ্বংস আসন্ন। কবে তোমাদের চৈতন্য হবে?


ওরে মূর্খের দল! আর কতকাল তোরা মূর্খতার তৃপ্ত হয়ে কাল কাটাবি? নিন্দুকের দল, আর কতকাল নিন্দায় তুষ্ট থাকবি? নির্বোধেরা কতকাল অবহেলা করবি জ্ঞান?


অন্তর যদি আমার অধর্মে আসক্ত থাকত, তাহলে শুনতেন না আমার আহ্বান প্রভু পরমেশ্বর।


যদি বল গাছটি ভাল, তাহলে তার ফলও ভাল হবে, আর যদি বল গাছটি খারাপ, তবে তার ফলও খারাপ হবে। কারণ ফলের দ্বারাই গাছের পরিচয়।


সমস্ত অন্যায় পরিত্যাগ কর। নতুনভাবে সঞ্জীবিত কর তোমাদের হৃদয় মন। হে ইসরায়েলীবৃন্দ, কেন তোমরা মরবে?


তোমার প্রতি যাদের নেই পূর্ণ আনুগত্য, তাদের ঘৃণা করি আমি, কিন্তু আমি ভালবাসি তোমার বিধান।


নিঃশেষে ধৌত কর যত অধর্ম আমার, পাপ থেকে শুচি কর আমায়।


প্রচুর সাবান দিয়ে ধুলেও মুছবে না সে পাপ, আমি তোমার পাপের কলঙ্ক দেখতে পাব।


শোন হে পৃথিবী, ওরা আমার উপদেশ প্রত্যাখান করেছে, আমার কোন কথা শোনে নি। তাই ওদের সমস্ত কুকর্মের জন্য আমি ওদের ধ্বংস করব।


প্রভু পরমেশ্বর বলেন, হে যিহুদীয়াবাসী, লৌহ-লেখনী দিয়ে তোমাদের পাপ লেখা হয়েছে, হীরার তীক্ষ্ণ ধার দিয়ে তা খোদিত হয়েছে, তোমাদের হৃদয়ফলকে এবং তোমাদের বেদীর কোণে কোণে সে সব খোদাই করে লেখা হয়েছে।


প্রতিবেশীর অনিষ্ট কামনা করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, কারণ এগুলি আমি ঘৃণা করি।


এবার তাহলে জেরুশালেম ও যিহুদীয়ার লোকদের বল যে, আমি সেই কুমোর। আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি এবং দণ্ডদানের জন্য প্রস্তুত হচ্ছি। তোমরা পাপময় জীবনযাপন বন্ধ কর, সংশোধন কর আচরণ ও কর্মধারা।


শিমোন পিতর তখন বললেন, তাহলে, প্রভু, শুধু আমার পা নয়, আমার হাত আর মাথাও ধুইয়ে দিন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন