যিরমিয় 4:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)1 প্রভু পরমেশ্বর বলেন, হে ইসরায়েল, যদি তোমরা চাও, তাহলে ফিরে এস আমার কাছে। আমি যা ঘৃণা করি, সেইসব অলীক মূর্তি যদি তোমরা সরিয়ে ফেল এবং আমার প্রতি বিশ্বস্ত হও, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 মাবুদ বলেন, হে ইসরাইল, তুমি যদি ফিরে আসতে চাও, তবে আমারই কাছে ফিরে এসো; এবং যদি আমার দৃষ্টি থেকে তোমার ঘৃণার বস্তুগুলো দূর কর, তবে আর বিচলিত হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সদাপ্রভু বলেন, “হে ইস্রায়েল, তোমরা যদি ফিরতে চাও, তবে ফিরে এসো আমার কাছে।” “তোমরা যদি আমার চোখের সামনে থেকে তোমাদের ওইসব ঘৃণ্য প্রতিমাকে ছুঁড়ে ফেলো, এবং আর কখনোই বিপথগামী না হও, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল, তুমি যদি ফিরিয়া আসিতে চাহ, তবে আমারই কাছে ফিরিয়া আইস; এবং যদি আমার দৃষ্টি হইতে তোমার ঘৃণার্হ বস্তু সকল দূর কর, তবে আর বিচলিত হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এই বার্তা প্রভুর কাছ থেকে এলো। “ইস্রায়েল, যদি তুমি ফিরতে চাও তাহলে আমার কাছে ফিরে এসো। ভ্রান্ত দেবতাদের মূর্ত্তিগুলো ছুঁড়ে ফেলে দাও। আমার কাছ থেকে চ্যুত হয়ে বিপথগামী হয়ো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 এটি সদাপ্রভুর ঘোষণা, “হে ইস্রায়েল, তুমি যদি ফিরে আসতে চাও তবে আমার কাছে ফিরে এস। আমার সামনে থেকে তোমার জঘন্য জিনিসগুলি সরিয়ে দাও এবং আমার কাছ থেকে আর ভ্রান্ত হয়ো না। অধ্যায় দেখুন |
প্রভু পরমেশ্বর বলেন, যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে পরিত্যাগ করে এবং সেই স্ত্রী তাকে পরিত্যাগ করে অন্য পতি গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি তাকে তার স্ত্রী হিসাবে আর গ্রহণ করতে পারবে না। অন্যথায় দেশ কদাচারে পূর্ণ হয়ে যাবে। কিন্তু হে ইসরায়েল, তোমার অনেক প্রণয়ী রয়েছে, তা সত্ত্বেও এখন তুমি আমার কাছে ফিরে আসতে চাইছ!
ওবেদের পুত্র অসরিয়ের মুখে এই ঐশী প্রত্যাদেশ পেয়ে রাজা আসা সাহস ও উৎসাহ লাভ করলেন। তিনি যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর দেশ থেকে সমস্ত প্রতিমা দূর করে দিলেন এবং ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের যে সমস্ত শহর- নগর তিনি অধিকার করেছিলেন, সেই সমস্ত স্তান থেকেও সমস্ত প্রতিমা উচ্ছেদ করলেন। মন্দির প্রাঙ্গণে প্রভু পরমেশ্বরের যে বেদী ছিল সেটিকে তিনি সংস্কার করলেন।
তখন শমুয়েল সমগ্র ইসরায়েলকুলকে সম্বোধন করে বললেন, তোমরা যদি সত্যই সর্বান্তঃকরণে প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসতে চাও তবে তোমাদের মধ্য থেকে বিদেশীদের দেবতা ও অষ্টারোৎ দেবদেবীদের দূর করে দাও এবং প্রভু পরমেশ্বরের প্রতি তোমাদের চিত্ত একাগ্র কর। একমাত্র তাঁরই সেবা কর কর, তাহলে তিনি ফিলিস্তিনীদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।
আমি আমার সেবক নবীদের একাদিক্রমে পাঠিয়েছি তোমাদের কাছে, যারা তোমাদের মন্দ পথ পরিহার করে সঠিক পথে চলার ও সঠিক কাজ করার কথা বলেছে, নিষেধ করেছে অন্যান্য অলীক দেবতার সেবা ও পূজা করতে যাতে তোমাদের পিতৃপুরুষদের আমি যে দেশ দিয়েছিলাম, সেই দেশে তোমরা বসবাস করতে পার। কিন্তু তোমরা আমার কথা শুনলে না, গ্রাহ্যই করলে না কোনও কথা।