Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 39:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে যেরিকোর সমভূমিতে রাজা সিদিকিয়কে ধরে ফেলল। তারপর তাকে নিয়ে গেল রাজা নেবুকাডনেজারের কাছে। তিনি তখন হমাৎ অঞ্চলের রিব্লা শহরে ছিলেন। রাজা নেবুকাডনেজার রাজা সিদিকিয়কে দণ্ড দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কিন্তু কল্‌দীয়দের সৈন্য তাঁদের পিছনে ধাবমান হয়ে জেরিকোর সমভূমিতে বাদশাহ্‌ সিদিকিয়ের নাগাল পেল ও তাঁকে ধরে হমাৎ দেশস্থ রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের কাছে আনলো; তাতে তিনি তাঁর দণ্ডবিধান করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাদের পশ্চাদ্ধাবন করল এবং যিরীহোর সমভূমিতে সিদিকিয়ের নাগাল পেল। তারা তাঁকে বন্দি করল এবং হমাৎ দেশের রিব্‌লাতে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কাছে তাঁকে নিয়ে গেল। সেখানে তিনি তাঁর দণ্ডাদেশ ঘোষণা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কিন্তু কল্‌দীয়দের সৈন্য তাঁহাদের পশ্চাতে ধবমান হইয়া যিরীহোর সমভূমিতে সিদিকিয় রাজার লাগাল পাইল, ও তাঁহাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের নিকটে আনিল; তাহাতে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 বাবিলের সৈন্যদল সিদিকিয় ও তাঁর সৈন্যদের তাড়া করেছিল এবং তাদের যিরীহোর সমতলভূমিতে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর তাদের নিয়ে আসা হয় বাবিলের রাজা নবূখদ্‌রিৎসরের কাছে। নবূখদ্‌রিৎসর তখন ছিলেন হমাৎ প্রদেশের রিব‌্লা শহরে। সেখানে তিনি ঠিক করেছিলেন সিদিকিয়র প্রতি কি করা হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কিন্তু কলদীয়দের সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে যিরীহোর সমভূমিতে সিদিকিয়কে ধরে ফেলল। তারা তাঁকে ধরে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজা নবূখদনিৎসরের কাছে নিয়ে গেল, যেখানে নবূখদনিৎসর তাঁর বিধান দিলেন।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 39:5
26 ক্রস রেফারেন্স  

মিশররাজ নেকো হামাৎ-এর অন্তর্গত রিব্‌লায় তাঁকে বন্দী করেন। ফলে জেরুশালেমে তাঁর রাজত্বের অবসান ঘটে। নেকো যিহুদীয়ার উপর একশো তালন্ত রূপো এবং এক তালন্ত সোনা কর ধার্য করেন।


ইসরায়েলীরা গিল্‌গলে শিবির স্থাপন করল এবং সেই মাসের চৌদ্দ তারিখে সন্ধ্যায় যিরিহো উপত্যকায় তারণোত্সব পালন করল।


আপনার রাণীদের ও আপনার সন্তানদের নিয়ে যাওয়া হবে ব্যাবিলনীয়দের কাছে, আপনিও নিস্তার পাবেন না। ব্যাবিলনের রাজা আপনাকে বন্দী করে নিয়ে যাবে এবং নগরীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে।


কিন্তু তা যদি না করেন, তাহলে এই নগরী ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হবে, তারা নগরী পুড়িয়ে দেবে, আপনিও তাদের হাত থেকে রেহাই পাবেন না।


যুদ্ধ করতে সক্ষম প্রায় চল্লিশ হাজার লোক প্রভু পরমেশ্বরের সাক্ষাতে নদী পার হয়ে যিরিহো উপত্যকায় যুদ্ধ করতে গেল।


স্বয়ং প্রভু পরমেশ্বরের অভিষিক্ত, আমাদের প্রাণশক্তিস্বরূপ যিনি, যাঁর উপর বিশ্বাসে নির্ভর করেছিলাম আমরা, তিনি আজ শত্রুর কুক্ষিগত, আমাদের আশা হল নির্মূল।


নগরীর জনগণ নিরুপায় ক্রীতদাসের মত বিতাড়িত আপন গৃহ থেকে। সুদূর নির্বাসনে বাস করতে বাধ্য হয়েছে তারা, নিজেদের মাতৃভূমি থেকে বিচ্যুত, পরিবেষ্টিত শত্রুদ্বারা, পথ নেই পালাবার।


এ বাতাস প্রভু পরমেশ্বরেরই নির্দেশে প্রবাহিত প্রচণ্ড শক্তিশালী এক ঝড়। তিনি স্বয়ং তাঁর প্রজাদের উপরে উচ্চারণ করছেন তাঁর বিচারের রায়।


সুতরাং প্রভু পরমেশ্বর আসিরিয়ার সেনাপতিদের দিয়ে যিহুদীয়া আক্রমণ করে অধিকার করালেন। তারা মনঃশিকে বন্দী করে হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।


সেদেকিয়াহ্‌কে রিব্‌লায় রাজা নেবুকাডনেজারের কাছে নিয়ে যাওয়া হল। রাজা তাঁকে দণ্ড দিলেন।


আসিরিয়ার সম্রাট ব্যাবিলন, কুথ, ইব্‌হা, হামাথ, সফারভায়িম প্রভৃতি শহর থেকে লোক এনে নির্বাসিত ইসরায়েলীদের দেশ, শমরিয়ার বিভিন্ন স্থানে বসতি করালেন। এই সমস্ত জনপদ দখল করে তারা বসবাস করতে লাগল।


হামাথের রাজা তোয়ি যখন শুনলেন যে দাউদ হদ্‌দেষরের সৈন্যবাহিনীকে পরাস্ত করেছেন,


এরা হল ফিলিস্তিনীদের পাঁচ জন সামন্ত রাজা এবং বেল-হার্মোন থেকে হামাতের তোরণ পর্যন্ত লেবানন পর্বতনিবাসী সমস্ত কনানী, সীদোনী ও হিব্বীয় জাতি।


গিব্‌লীয়দের দেশ, হার্মোন পর্বতের সানুদেশে অবস্থিত বেহল-গাদ থেকে লেবো-হামাৎ পর্যন্ত সমগ্র লেবানন প্রদেশ।


তাঁরা তখন সীন প্রান্তর থেকে হমাত-এর গিরিসঙ্কটে রহোব পর্যন্ত সমগ্র দেশ পর্যবেক্ষণ করলেন।


কিন্তু তুমি, তোমার রাজকর্মচারীরা ও যারা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী থেকে রক্ষা পেয়েছ, তাদের সকলকে আমি রাজা নেবুকাডনেজার ও তোমার শত্রুদের হাতে বন্দী করব, যারা তোমাকে হত্যা করতে চায়। নেবুকাডনেজার তোমাকে হত্যা করবে, সে তোমাদের কাউকে রেহাই দেবে না, কারও উপর করুণা প্রদর্শনও করবে না। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।


যিহুদীয়ার রাজা সিদিকিয়, সভাসদেরা ও জেরুশালেমের বাকি লোকেরা, যারা এদেশে আছে কিম্বা মিশরে চলে গেছে, আমি প্রভু পরমেশ্বর তাদের সঙ্গে ঐ অখাদ্য ডুমুরগুলির মত ব্যবহার করব।


যেভাবে আমি যিহুদীয়ার রাজা সিদিকিয়কে তার শত্রু ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের হাতে তুলে দিয়েছিলাম, ঠিক সেইভাবে, মিশররাজ হফ্‌রাকে তার শত্রুদের হাতে তুলে দেব, যারা তাকে হত্যা করতে উদ্‌গ্রীব।


দামাস্কাস সম্বন্ধে প্রভু পরমেশ্বর এই কথা বলেন, হমাৎ ও অর্পদ নিবাসীরা বিচলিত ও বিষাদগ্রস্ত, কারণ তারা দুঃসংবাদ শুনেছে। বিক্ষুব্ধ সাগর তরঙ্গের মত দুর্ভাবনা তাদের উপরে বয়ে চলেছে, স্বস্তি পাচ্ছে না তারা।


তারা রথসহ বিরাট সৈন্যদল ও মালবাহী শকট নিয়ে তোমাকে উত্তর দিক থেকে আক্রমণ করবে। ঢাল ও শিরস্ত্রাণে সুসজ্জিত সশস্ত্র সৈন্যবাহিনী তোমাকে ঘিরে ফেলবে। তাদেরই হাতে আমি তোমাদের তুলে দেব, তারা নিজেদের আইন অনুসারে তোমার বিচার করবে।


তারা হিংস্র ও ভয়ঙ্কর, ক্ষমতার দর্পে আপন খেয়ালখুশীতে চলে তাদের বিচার ও শাসন।


তোমার সমস্ত নেতা যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছে এবং পলায়নকালে বাণ নিক্ষেপ করার আগেই বন্দী হয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন