Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 38:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তখন আমি রাজা সিদিকিয়কে বললাম, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন যে, ব্যাবিলনীয় সৈন্যাধ্যক্ষদের হাতে আপনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে আপনার জীবন রক্ষা পাবে, এবং এই নগরীও আর পুড়িয়ে দেওয়া হবে না, আপনি ও আপনার পরিবারও রক্ষা পাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 তখন ইয়ারমিয়া সিদিকিয়কে বললেন, মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, তুমি যদি বের হয়ে ব্যাবিলনের বাদশাহ্‌র কর্মকর্তাদের কাছে যাও, তবে তোমার প্রাণ বাঁচবে, এই নগরও আগুনে পুড়িয়ে দেওয়া হবে না এবং তুমি বাঁচবে, তুমি ও তোমার পরিবার বাঁচবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তুমি যদি ব্যাবিলনের রাজার কর্মাধ্যক্ষদের কাছে আত্মসমর্পণ করো, তোমার জীবন রক্ষা পাবে ও এই নগর অগ্নিদগ্ধ হবে না; তুমি ও তোমার পরিবার বেঁচে থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তখন যিরমিয় সিদিকিয়কে কহিলেন, সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি যদি বাহির হইয়া বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে যাও, তবে তোমার প্রাণ বাঁচিবে, এই নগরও আগুনে পোড়াইয়া দেওয়া হইবে না, এবং তুমি বাঁচিবে, তুমি ও তোমার পরিবার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 তখন যিরমিয় রাজা সিদিকিয়কে বলল, “প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘যদি আপনি বাবিলের রাজার সভাসদদের হাতে আত্মসমর্পণ করেন তাহলে জীবন রক্ষা পাবে এবং জেরুশালেমকেও আগুনে পোড়ানো হবে না। আপনার পরিবারও জীবিত থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘তুমি যদি বাবিলের রাজার প্রধানদের কাছে যাও, তবে তুমি বাঁচবে এবং এই শহরও পুড়িয়ে দেওয়া হবে না। তুমি ও তোমার পরিবার বাঁচবে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 38:17
19 ক্রস রেফারেন্স  

যিহুদীয়ার রাজা সিদিকিয়কেও আমি একই কথা বললাম। ব্যাবিলনের রাজার অধীনতা স্বীকার কর, তার ও তার প্রজাবর্গের সেবা কর, তাহলে তোমরা বাঁচবে।


প্রভু পরমেশ্বর বলছেন, ‘যে কেউ নগরীর ভেতরে থাকবে, যুদ্ধে অথবা দুর্ভিক্ষে কিম্বা মহামারীতে তার মৃত্যু হবে। কিন্তু যে নগরীর বাইরে গিয়ে ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণ করবে, সে মারা পড়বে না। অন্ততঃপক্ষে সে প্রাণে বেঁচে যাবে।’


তাদের কথা শুনো না। ব্যবিলনের রাজার কাছে আত্মসমর্পণ কর, তাহলে বাঁচবে। কেন এই নগরী একটি ধ্বংসস্তূপে পরিণত হবে?


(জেরুশালেম অধিকৃত হওয়ার পর ব্যাবিলনরাজের সমস্ত উচ্চপদস্থ রাজকর্মচারীরা এসে মধ্য তোরণে নিজের নিজের আসন গ্রহণ করল। এদের সঙ্গে নেরগল শরেৎসর, শমগর নবো, শর্মখীম, নেরগল-শরেৎসর এবং আর একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন।)


যিহোয়াখিন তখন জননী, পুত্র পারিষদবর্গ, রাজকর্মচারী ও প্রাসাদের সমস্ত কর্মচারীসহ ব্যাবিলন রাজের কাছে আত্মসমর্পণ করেন। নেবুকাডনেজার তাঁর রাজত্বের অষ্টম বছরে তাঁর যিহোয়াখিনকে বন্দী করেন


কারণ আমি তোমাদের দামাসকাসের ওপারে নির্বাসনে পাঠাব। প্রভু এ কথা বলেছেন, ‘সর্বাধিপতি প্রভু’ নামে তিনি আখ্যাত।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ফিরে চাও, স্বর্গ থেকে চেয়ে দেখ আমাদের প্রতি, উদ্ধার কর তোমার প্রজাদের।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, বন্দীত্ব মোচন করে উদ্ধার কর আমাদের, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


তোমার নাম মহিমান্বিত হবে চিরদিন! লোকে বলবে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের ঈশ্বর এবং তোমার এই দাসের বংশকে তুমি রক্ষা করবে চিরকাল।


কিন্তু তিনি অপরিবর্তনীয়, কে তাঁকে ফিরাবে? তিনি যা ইচ্ছা করেন তাই করেন।


সান্ধ্যকালীন বলিদানের সময় পর্যন্ত আমি গভীর বেদনায় বসেই রইলাম এবং নির্বাসন থেকে প্রত্যাগত ইসরায়েলীদের এই ঘৃণ্য আচরণে ক্ষুব্ধ প্রকৃত ঈশ্বরভক্ত লোকেরা চারিদিকে সমবেত হতে শুরু করল।


তাই তুমি বলো যে তুমি আমার বোন, তাহলে তারা আমার সঙ্গে সদ্ব্যবহার করবে ও তোমার খাতিরে আমার প্রাণ রক্ষা হবে।


ইতিলমরোদক যে বছর ব্যাবিলনের রাজা হন, সেই বছর তিনি যিহুদীয়ারাজ যিহোয়াখিনের প্রতি দয়াপরবশ হয়ে তাঁকে কারাগার থেকে মুক্তি দেন। যিহোয়াখিনের বন্দী হওয়ার সাঁইত্রিশ বছর পরে দ্বাদশ মাসের সাতাশ দিনের দিন তিনি মুক্তিলাভ করেন।


কিন্তু কোনও জাতি বা রাজ্য যদি তার অধীনতা স্বীকার না করে, তাহলে আমি সেই জাতিকে শাস্তি দেব। নেবুকাডনেজার যতদিন না সেই জাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ততদিন আমি তাদের যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী দিয়ে বিপর্যস্ত করব।


গদলিয় তাদের আশ্বাস দিয়ে বললেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে আপনাদের কোনও ভয় নেই এবং ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণেরও কোনও প্রয়োজন নেই। এই দেশেই আপনারা স্থায়ীভাবে বসবাস করুন, ব্যাবিলনরাজের অনুগত সেবক হন। তাহলে সবই আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে।


সেখানে দেখলাম চোখ ধাঁধানো আলো, ইসরায়েলের ঈশ্বরের উপস্থিতির প্রকাশ। কিবার নদীতীরে আমি ঠিক এমনটিই দেখেছিলাম।


তাই আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর এখনও তোমাদের বলছি, কেন তোমরা এভাবে নিজেদের সর্বনাশ করছ? নর-নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে কেন ধ্বংস ডেকে আনতে চাও? এতে তোমরা যে কেউ-ই রক্ষা পাবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন