Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 38:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 এবার তারা আমাকে টেনে তুলল। তারপর আমাকে প্রাসাদ প্রাঙ্গণেই রাখা হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আর ওরা ঐ দড়ি ধরে টেনে কুয়া থেকে তাঁকে তুললো; এবং ইয়ারমিয়া রক্ষীদের প্রাঙ্গণে থাকলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আর তারা সেই দড়ির সাহায্যে যিরমিয়কে টেনে কুয়োর বাইরে তুলে আনলেন। যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থেকে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 যিরমিয় তাহা করিলেন। আর উহারা ঐ রজ্জু ধরিয়া টানিয়া কূপ হইতে তাঁহাকে তুলিল; এবং যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তারপর তারা তাকে দড়িগুলো দিয়ে টেনে তুলল এবং জলাধারের থেকে বাইরে আনল। যিরমিয়কে আবার রক্ষীদের অধীনে উঠোনে রেখে দেওয়া হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তখন তারা দড়ি ধরে টেনে তাঁকে সেই কুয়ো থেকে তুলে আনল। যিরমিয় পাহারাদারদের উঠানে থাকলেন।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 38:13
17 ক্রস রেফারেন্স  

তখন রাজা সিদিকিয় আমাকে রাজপ্রাসাদের রক্ষীদের প্রাঙ্গণের কারাকক্ষে বন্দী করে রাখতে আদেশ দিলেন। সেখানেই আমি থাকতে লাগলাম। নগরীতে রুটি-কারখানার রুটির জোগান শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন আমাকে একটি করে রুটি দেওয়া হত।


রোমে পৌল নিজে একটি বাড়ি ভাড়া করে দুবছর থাকলেন। যাঁরা তাঁর কাছে যেতেন, সকলকে তিনি অভ্যর্থনা জানাতেন।


আমরা রোমে গিয়ে পৌঁছালে পৌল সৈন্যদের প্রহরায় থাকার অনুমতি পেলেন।


তোমার বিরুদ্ধে অভিযোগকারীরা এলে আমি তোমার কথা শুনব। তারপরে তিনি তাঁর সদর দপ্তর, হেরোদের প্রাসাদের পৌলকে প্রহরাধীনে রাখার আদেশ দিলেন।


আমি জেরুশালেম অধিকৃত হওয়ার দিন পর্যন্ত রাজপ্রাসাদের রক্ষীদের প্রাঙ্গণে কারাগারে বন্দী হয়ে রইলাম।


তখন তারা আমাকে নিয়ে গিয়ে যুবরাজ মল্কিয়ের কূপে দড়ি দিয়ে নামিয়ে দিল। ঐ কূপটি ছিল রাজপ্রাসাদের প্রাঙ্গণে। পাঁকে ভরা জলহীন সেই কূপ এবং তাতে আমি প্রায় ডুবেই গিয়েছিলাম।


তাঁদের বল একে কারাগারে বন্দী করে রাখবে। যতদিন না আমি নিরাপদে ফিরে আসি, ততদিন একে একটু রুটি আর জল খেতে দেবে।


দুবছর এভাবে কেটে গেল। এর মধ্যে পোর্সিয়াস ফেস্টাস ফেলিক্সের পদে অধিষ্ঠিত হলেন। ফেলিক্স ইহুদীদের খুশী করার জন্য পৌলকে কারারুদ্ধ রেখেই চলে গেলেন।


উষয়ের পুত্র পালল কোণের দিকের বিপরীতে রক্ষীদের গৃহের প্রাঙ্গণের কাছে উপরের প্রাসাদের বাইরে দুর্গ পর্যন্ত মেরামত করেছিলেন। তাঁর পরে পারোশের পুত্র পদায়


তখন নেতৃবৃন্দ এবং জনসাধারণ পুরোহিত ও নবীদের বলল, এই ব্যক্তি আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম নিয়ে আমাদের কাছে এই সব কথা বলেছে, সুতরাং এর মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়।


ব্যাবিলন রাজের সৈন্যবাহিনী সেই সময় জেরুশালেম আক্রমণ করেছিল এবং আমি রাজপ্রাসাদের রক্ষীদের প্রাঙ্গণে বন্দী ছিলাম।


সে ঐ কাপড়গুলো আমার বগলে ভাল করে লাগিয়ে নিতে বলল, যাতে দড়িতে আমার ব্যথা না লাগে। আমি তাই করলাম।


মিদিয়ন দেশের ইশ্মায়েলী বণিকেরা ওই কুয়োর কাছ দিয়ে যাওয়ার সময় ভাইয়েরা যোষেফকে কুয়ো থেকে টেনে তুলল এবং বিশটি রূপোর মুদ্রার বদলে তাকে ইশ্মায়েলী বণিকদের কাছে বিক্রি করে দিল। ইশ্মায়েলী বণিকেরা যোষেফকে নিয়ে মিশরে চলে গেল। পরে রূবেণ কুয়োর কাছে গিয়ে দেখল যোষেফ সেখানে নেই।


রক্তপিপাসু লোক সৎব্যক্তিকে ঘৃণা করে কিন্তু ন্যায়পরায়ণ লোক তাদের প্রাণ রক্ষা করে


পরম প্রভু, ওগো ঈশ্বর আমার, নেমে এলে তুমি করতে উদ্ধার, বাঁচালে আমার প্রাণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন