যিরমিয় 38:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 সে তখন লোকদের নিয়ে রাজপ্রাসাদের ভাণ্ডার থেকে কিছু ছেঁড়া কাপড় এনে দড়ি দিয়ে কূপের মধ্যে আমার কাছে নামিয়ে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তখন এবদ-মেলক সেই লোকদেরকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে গিয়ে ভাণ্ডারের নিচ থেকে কতকগুলো পুরানো কাপড় ও পুরানো নেকড়া নিয়ে দড়ি দিয়ে কূপে ইয়ারমিয়ার কাছে নামিয়ে দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তাই এবদ-মেলক সেই লোকদের সঙ্গে নিয়ে প্রাসাদের ভাণ্ডারগৃহের নিচে একটি কক্ষে গেলেন। তিনি সেখান থেকে কিছু পুরোনো ন্যাক্ড়া ও ছেঁড়া কাপড় নিলেন এবং দড়ির সাহায্যে সেগুলি কুয়োর মধ্যে যিরমিয়ের কাছে নামিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তখন এবদ-মেলক সেই লোকদিগকে সঙ্গে লইয়া রাজবাটীতে গিয়া ভাণ্ডারের নীচস্থান হইতে কতকগুলি জীর্ণবস্ত্র ও পুরাতন জীর্ণনেকড়া লইয়া রজ্জু দ্বারা কূপে যিরমিয়ের কাছে নামাইয়া দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এবদ-মেলক তিনজন লোক সঙ্গে নিল কিন্তু তার আগে সে রাজপ্রাসাদের নীচে ভাঁড়ার ঘরে গিয়ে কিছু পুরানো বস্ত্র ও কিছু জীর্ণ বস্ত্রখণ্ড জোগাড় করল। তারপর জলাধারের কাছে গিয়ে সে ঐ জীর্ণ বস্ত্রখণ্ডগুলি দড়ির সঙ্গে নীচে নামিয়ে দিয়ে অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তখন এবদ-মেলক সেই লোকদের সঙ্গে নিয়ে রাজবাড়ীর ভাঁড়ার ঘরের নীচের গেল। সে সেখান থেকে কতগুলি পুরানো ও ছেঁড়া কাপড় নিয়ে দড়ি দিয়ে সেই কুয়োর মধ্যে যিরমিয়ের কাছে নামিয়ে দিল। অধ্যায় দেখুন |