Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 34:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তুমি বন্দী হলে তার হাতে তুলে দেওয়া হবে তোমাকে। তাকে তুমি সামনাসামনি দেখবে এবং মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবে। তারপর তুমি যাবে ব্যাবিলনে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তুমিও তার হাত থেকে রেহাই পাবে না, নিশ্চয়ই ধরা পড়বে ও তার হাতে তুলে দেওয়া হবে; এবং তুমি নিজের চোখে ব্যাবিলনের বাদশাহ্‌কে দেখবে ও সে সম্মুখাসম্মুখি হয়ে তোমার সঙ্গে কথা বলবে, আর তুমি ব্যাবিলনে গমন করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তুমি তার হাত এড়াতে পারবে না, কিন্তু নিশ্চয়ই ধৃত হয়ে তার হাতে সমর্পিত হবে। তুমি নিজের চোখে ব্যাবিলনের রাজাকে দেখবে এবং সে মুখোমুখি তোমার সঙ্গে কথা বলবে। আর তুমি ব্যাবিলনে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তুমিও তাহার হস্ত হইতে উত্তীর্ণ হইবে না, নিশ্চয়ই ধরা পড়িবে, ও তাহার হস্তে সমর্পিত হইবে; এবং তোমার চক্ষু বাবিল-রাজের চক্ষু দেখিবে, ও সে সম্মুখাসম্মুখি হইয়া তোমার সঙ্গে কথা কহিবে, আর তুমি বাবিলে গমন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সিদিকিয়, তুমি পালাতে পারবে না, ধরা পড়বেই। তোমাকেও বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হবে। তুমি বাবিলের রাজাকে স্বচক্ষে দেখতে পাবে। রাজার সঙ্গে তোমার মুখোমুখি কথা হবে এবং তোমাকে বাবিলে নিয়ে যাওয়া হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তুমিও তার হাত থেকে রেহাই পাবে না; তুমি নিশ্চয়ই ধরা পড়বে ও তোমার চোখ বাবিল রাজার চোখকে দেখতে পাবে; সে তোমার মুখোমুখি হয়ে তোমার সঙ্গে কথা বলবে, আর তুমি বাবিলে যাবে’।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 34:3
18 ক্রস রেফারেন্স  

রাজা সিদিকিয়ও নিস্তার পাবে না, তাকে তুলে দেওয়া হবে ব্যাবিলন রাজের হাতে। সে তাকে সামনা-সামনি দেখবে এবং মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবে।


কিন্তু তুমি, তোমার রাজকর্মচারীরা ও যারা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী থেকে রক্ষা পেয়েছ, তাদের সকলকে আমি রাজা নেবুকাডনেজার ও তোমার শত্রুদের হাতে বন্দী করব, যারা তোমাকে হত্যা করতে চায়। নেবুকাডনেজার তোমাকে হত্যা করবে, সে তোমাদের কাউকে রেহাই দেবে না, কারও উপর করুণা প্রদর্শনও করবে না। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।


আমি যিহুদীয়ার রাজা সিদিকিয় ও তার পারিষদবর্গকেও তাদের হাতে তুলে দেব, যারা তাদের হত্যা করতে উন্মুখ ব্যাবিলনের সৈন্যবাহিনীর হাতে আমি তাদের তুলে দেব, যারা অবরোধ তুলে নিয়েছে।


আর তুমি, হে অভিশপ্ত নরাধম ইসরায়েল নরপতি, তোমারও দিন ঘনিয়ে এসেছে, এবার তোমায় চরম দণ্ড পেতে হবে সেইদিন আসন্ন।


আমি ফাঁদ পেতে তাকে ধরব। তারপর তাকে নিয়ে যাব ব্যাবিলন নগরীতে। তবুও সেই জায়গা সে চোখে দেখতে পাবে না। সেখানেই তার মৃত্যু হবে।


কিন্তু তা যদি না করেন, তাহলে এই নগরী ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হবে, তারা নগরী পুড়িয়ে দেবে, আপনিও তাদের হাত থেকে রেহাই পাবেন না।


পরবর্তীকালে একদিন রাজা সিদিকিয় আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং রাজপ্রাসাদে নিয়ে গিয়ে একান্ত গোপনে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু পরমেশ্বরের কাছ থেকে কোনও বার্তা এসেছ কি? আমি বলেছিলাম, হ্যাঁ এসেছে। আপনাকে ব্যাবিলনরাজের হাতে তুলে দেওয়া হবে।


ঐগুলি ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে এবং যতদিন না আমি ওগুলির দিকে মন দিই, ততদিন সব ঐখানেই থাকবে। তারপর আমি আবার সব ফিরিয়ে আনব এবং যথাস্থানে স্থাপন করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


রাজা সিদিকিয় আমাকে বন্দী করে রেখেছিলেন। আমার বিরুদ্ধে তাঁর অভিযোগ, কেন আমি ঘোষণা করছি প্রভু পরমেশ্বরের এই বাণী, এই নগরীকে আমি ব্যাবিলনরাজের হাতে তুলে দিতে উদ্যত এবং সে অধিকার করবে এই নগরী।


এই নগরী আমি ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার ও তার সৈন্যবাহিনীর হাতে তুলে দিতে চলেছি।


সিদিকিয়, তোমার সম্বন্ধে আমি যা বলি, শোন। যুদ্ধে তুমি নিহত হবে না।


কিন্তু যিহুদীয়ার রাজা বিদ্রোহ করল। সে মিশর রাজের কাছে দূত পাঠিয়ে বিপুল সংখ্যক সৈন্য ও অশ্ব চেয়ে পাঠাল। কিন্তু সে কি সফল হবে? এমন কাজ করে কি নিস্তার পাবে? এভাবে শপথ ভঙ্গ করে কি শাস্তি থেকে রেহাই পাবে?


আপনার রাণীদের ও আপনার সন্তানদের নিয়ে যাওয়া হবে ব্যাবিলনীয়দের কাছে, আপনিও নিস্তার পাবেন না। ব্যাবিলনের রাজা আপনাকে বন্দী করে নিয়ে যাবে এবং নগরীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে।


সর্বাধিপতি প্রভু বলেন, আমি সদা জাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, সন্ধির চুক্তি ও শপথ ভঙ্গের দায়ে ব্যাবিলনেই তাকে মরতে হবে। কারণ এই ব্যাবিলনের রাজাই তাকে সিংহাসনে বসিয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন