Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 32:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)

41 তাদের মঙ্গলসাধনেই হবে আমার আনন্দ। এই দেশে আমি তাদের প্রতিষ্ঠিত করব স্থায়ীভাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 আমি তাদের মঙ্গলার্থে তাদের বিষয়ে আনন্দ করবো এবং বিশ্বস্তভাবে সর্বান্তঃকরণে ও সমস্ত প্রাণের সঙ্গে তাদেরকে এই দেশে রোপণ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 তাদের মঙ্গলসাধন করে আমি আনন্দিত হব এবং আমার সম্পূর্ণ মনেপ্রাণে নিশ্চিতরূপে তাদের এই দেশে রোপণ করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব, এবং সত্যরূপে সর্ব্বান্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহাদিগকে এই দেশে রোপন করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 তারা আমাকে খুশী করবে। আমিও আনন্দের সঙ্গে ওদের জন্য ভালো কাজ করব। আমি নিশ্চিত ভাবে ওদের এখানে নিয়ে এসে বড় করে তুলবো। আমি এগুলো করব আমার হৃদয় ও আত্মা দিয়ে।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 আমি আনন্দের সঙ্গে তাদের মঙ্গল করব। আমি সম্পূর্ণ অন্তর ও ইচ্ছা দিয়ে বিশ্বস্ততার সঙ্গে তাদের এই দেশে রোপণ করব।”

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 32:41
16 ক্রস রেফারেন্স  

তাদের মঙ্গলের দিকে আমি লক্ষ্য রাখব এবং আবার তাদের দেশে ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, ভেঙ্গে ফেলব না, তাদের আমি রোপণ করব, উপড়ে ফেলব না।


তোমার ঈশ্বর প্রভু তোমার সহায়, পরাক্রমী উদ্ধারকর্তা তিনি, তুমি হবে তাঁর আদরের ধন। সুগভীর ভালবাসায় তিনি তোমাকে নতুন করে গড়ে তুলবেন। উৎসবের আনন্দে মানুষ যেমন বিভোর হয় তোমায় নিয়ে তাঁরও হবে তেমনি আনন্দ।


তাদের নিজেদের দেশে আমি তাদের প্রতিষ্ঠিত করব, আর যে দেশ আমি তাদের দান করেছি সেখান থেকে তারা আর কখনও উৎখাত হবে না। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন এ কথা।


যুবক যেমন কুমারী কন্যাকে গ্রহণ করে বধূরূপে, তেমনই তিনি বিবাহ করবেন তোমায়, গ্রহণ করবেন বধূরূপে তিনি তোমায় গড়ে তুলবেন আবার। পরিণীতা বধূর সাহচর্যে বর যেমন মগ্ন হয় আনন্দে, সেই আনন্দ লাভ করবেন তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে লাভ করে।


জেরুশালেম ও আমার জেরুশালেমবাসী প্রজারা আমার হৃদয় আনন্দে পূর্ণ করবে। সেখানে আর শোনা যাবে না আর্তের ক্রন্দনরোল,


যেমন আমি তাদের উৎপাটন করতে, ভেঙ্গে ফেলতে, ভূপাতিত করতে, ধ্বংস করতে এবং ধূলিসাৎ করে দিতে মনোযোগী হয়েছিলাম, ঠিক তেমনি এবার আমি তাদের গাছের মত রোপণ ও গড়ে তোলার কাজে মনঃসংযোগ করব।


অপরপক্ষে, আমি যদি বলি, কোন জাতি বা রাজ্যকে আমি প্রতিষ্ঠা দান করব বা গড়ে তুলব,


তোমাদের সকল কর্মপ্রচেষ্টায়, তোমাদের সন্তান ও পশুপালের বংশ বৃদ্ধিতে ও জমির ফসলে তিনি তোমাদের প্রচুর পরিমাণে সমৃদ্ধিশালী করবেন। তোমাদের পূর্বপুরুষদের প্রতি তিনি যেমন প্রসন্ন ছিলেন, তেমনি তোমাদেরও কল্যাণ সাধনে তিনি প্রীতিলাভ করবেন,


প্রভু যেমন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করেছিলেন ও তোমাদের সমৃদ্ধি দান করেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি তোমাদের ধ্বংস ও উচ্ছেদ সাধন করে প্রীতিলাভ করবেন। যে দেশ তোমরা এখন দখল করতে যাচ্ছ, সেখান থেকে তখন তোমরা সমূলে উচ্ছিন্ন হবে।


মিশর দেশ থেকে তুমি এনেছিলে একটি দ্রাক্ষালতা, রোপন করেছিলে তাকে অতি সযত্নে, অন্যান্য বৃক্ষলতা নির্মূল করে।


তোমাকে আর কখনও ‘পরিত্যক্তা’ বলা হবে না, তোমার দেশ কখনও আর পরিণত হবে না জনহীন ধ্বংসস্তূপে, তোমার নতুন নাম হবে ‘হিফসিবাহ্’ (ঈশ্বর তার প্রতি প্রসন্ন) এবং আখ্যাত হবে তোমার দেশ ‘বিয়ুলা’ (পরিণীতা) নামে। কারণ প্রভু পরমেশ্বর প্রসন্ন তোমার প্রতি, তিনি হবেন তোমার ভূস্বামীস্বরূপ


তোমার মত এমন ঈশ্বর আর কে আছে যিনি অপরাধ ক্ষমা করেন, যিনি উপেক্ষা করেন তাঁর প্রজাদের অবশিষ্টাংশের সকল অধর্ম, যিনি চিরকাল ক্রোধ পোষণ করেন না, বরং অবিচল প্রেমের প্রকাশেই তাঁর পরম আনন্দ?


তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।


তখন যে সমস্ত প্রতিবেশী জাতি বেঁচে যাবে তারা জানবে যে, আমি, প্রভু পরমেশ্বর বিধ্বস্ত নগরীগুলিকে পুনর্নির্মাণ করেছি এবং ধূ ধূ প্রান্তরকে করেছি সুফলা। আমি, প্রভু পরমেশ্বর প্রতিজ্ঞা করেছি—এ কাজ করব—অতএব এ কাজ আমি করবই।


ইসরায়েলের কাছে আমি হব শিশিরের মত, লিলিফুলের মত সে প্রস্ফূটিত হবে, দেবদারু বৃক্ষের মত দৃঢ় হবে তার মূল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন