Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 32:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 এই নগরীর পত্তনকাল থেকেই এখানকার মানুষ আমাকে ক্রোধে উন্মত্ত করে তুলেছে। আমি দৃঢ়প্রতিজ্ঞ—একে আমি ধ্বংস করবই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 কারণ এই নগর নির্মিত হবার দিন থেকে আজ পর্যন্ত এটি আমার ক্রোধ ও কোপের কারণ হয়ে আসছে; সেজন্য এখন এটি আমার সম্মুখ থেকে দূর করে দেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 যেদিন থেকে এই নগরের গোড়াপত্তন হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত এই নগর আমার রোষ ও ক্রোধ এত জাগিয়ে তুলেছে যে, আমি অবশ্যই এই নগরকে আমার দৃষ্টিপথ থেকে অপসারিত করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 কারণ এই নগর নির্ম্মিত হইবার দিন অবধি অদ্য পর্য্যন্ত ইহা আমার ক্রোধের ও কোপের কারণ হইয়া আসিতেছে; তৎপ্রযুক্ত ইহা আমার সম্মুখ হইতে দূরীকৃত হইবার যোগ্য হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 “জেরুশালেম নির্মিত হবার সময় থেকে আজ পর্যন্ত সেখানকার লোকরা আমাকে ক্রুদ্ধ করেছে। আমি এতো ক্রুদ্ধ যে আমি আর জেরুশালেমকে সহ্য করতে পারছি না। অতএব ওটাকে আমার চোখের সামনে থেকে আমায় সরাতে হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 “কারণ যখন থেকে এই শহরটি গড়ে উঠেছে, এটি আমার রোষ ও ক্রোধের কারণ হয়ে উঠেছে। এটা তখন থেকে আজ পর্যন্ত রয়েছে। এটা আমি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলার যোগ্য হয়ে উঠেছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 32:31
17 ক্রস রেফারেন্স  

প্রভু বলেছিলেন, আমি ইসরায়েলের অবস্থা যেমন করেছি তেমনি যিহুদীয়াকেও আমার চোখের সামনে থেকে দূর করে দেব। আমার মনোনীত এই জেরুশালেম নগরী এবং এই মন্দির, যেখানে আমার নাম প্রতিষ্ঠিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা-ও আমি বর্জন করব।


জেরুশালেম, ওগো জেরুশালেম, তুমি নবীদের হত্যা করেছ এবং তোমার কল্যাণের জন্য যাঁরা প্রেরিত হয়েছিলেন, তাঁদের করেছ প্রস্তরাঘাত। পক্ষীজননী যেমন নিজের ডানার নীচে তার শাবকদের জড়ো করে রাখে, তেমনি কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, কিন্তু তা তুমি করতে দাওনি।


তারা তোমাদের সঙ্গে প্রতারণা করবে এবং মাতৃভূমি থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করবে। আমি তোমাদের বিতাড়িত করব, ধ্বংস হয়ে যাবে তোমরা।


তার উপরে, মনঃশি বহু নিরপরাধ লোককে হত্যা করে জেরুশালেমে রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন। যিহুদীয়ার লোকদের প্রতিমা পূজায় লিপ্ত করে প্রভুর কাছে যে পাপ তিনি করেছিলেন তার সাথে এই পাপও যুক্ত হয়েছিল।


সম্ভ্রম তার অবলুন্ঠিত, বিবসনা সে আজ, সকলের ঘৃণার পাত্রী, নিদারুণ লজ্জায় মুখ ঢেকে সারা হয় আতুর আর্তনাদে। ভয়াবহ পাপে জেরুশালেম নিজেকে করেছে মলিন ও কলঙ্কিত।


নবাটের পুত্র রাজা যারবিয়াম, যিনি ইসরায়েলীদের পাপের পথে নিয়ে গিয়েছিলেন, তিনি বেথেলে উপাসনার জন্য যে দেবস্থান তৈরী করেছিলেন, যোশিয় বেদীসহ সেই দেবস্থান ধ্বংস করেন এবং বেদীর পাথরগুলিও ভেঙ্গে গুঁড়িয়ে দেন ও আশেরা স্তম্ভ পুড়িয়ে দেন।


ক্ষমাশীল তুমি। সম্বরণ কর জেরুশালেমের উপর থেকে তোমার মহাক্রোধ। এ তোমারই নগরী জেরুশালেম, পবিত্র পর্বত। আমাদের পাপ, আমাদের পিতৃপুরুষের অনাচারের এই ফল দেখে প্রতিবেশী রাজ্যের মানুষ জেরুশালেমকে অবজ্ঞা করে। তোমার প্রজাদের করে তাচ্ছিল্য।


তাহলে তাদের তুমি বলবে যে, আমি তাদের ছুঁড়ে ফেলে দেব। তাদের এবং তাদের পূর্বপুরুষদের যে নগরী আমি দিয়েছিলাম, সবশুদ্ধ দূরে ছুঁড়ে ফেলে দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন