Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 30:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আমাকে বললেন, আমি যা কিছু তোমাকে বলেছি, সব একটা পুস্তকে লেখ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, আমি তোমার কাছে যেসব কথা বলেছি, সেসব একটি কিতাবে লিখে রাখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, সেগুলি একটি পুস্তকে লিখে নাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি তোমার কাছে যে সকল কথা বলিয়াছি, সে সমস্ত একখানি পুস্তকে লিখিয়া রাখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ইস্রায়েলের ঈশ্বর প্রভু বললেন, “আমি যা বলেছি, যিরমিয়, তুমি তা একটি খাতায় লিখে রাখো। তারপর তা দিয়ে তুমি নিজের জন্য এই বইটি লিখো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেছেন, ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, তা তুমি নিজের জন্য একটি গোটানো বইয়ে লেখ।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 30:2
19 ক্রস রেফারেন্স  

তখন আমি আর একটি পাণ্ডুলিপির তুলট কাগজ এনে আমার সচিব বারুককে দিলাম। আমি যা কিছু তাকে লিখতে বললাম, সে সবই লিখল। প্রথম পাণ্ডুলিপিতে যা লেখা ছিল, এবং সেই ধরণের আরও কিছু বার্তা ছিল, তা সবই এই পাণ্ডুলিপিতে সংযোজন করা হল।


ঈশ্বর আমাকে এই জাতির মানুষের সম্বন্ধে একটি বই লিখতে বলেছেন। তাহলে এরা কেমন লোক, কতখানি তারা মন্দ-এ সম্বন্ধে একটি স্থায়ী বিবরণ লিপিবদ্ধ থাকবে।


এখন তুমি যা কিছু দেখলে, সব লেখ। বর্তমানে এবং ভবিষ্যতে এর সব কিছুই ঘটবে।


ঘোষিত হল এই বাণী, ‘তুমি যা কিছু দেখছ সবই একটি গ্রন্থে লেখ এবং ইফিসাস্, স্মার্ণা, পর্গামাস্, থুয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া ও লায়োদেকিয়া —এই সপ্ত মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।


কারণ ঐশীবাণী কখনও কোন মানুষের কল্পনা অনুযায়ী উচ্চারিত হয়নি। পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত মানুষেরাই ঈশ্বরের বাণী ঘোষণা করেছেন।


তাঁদের আমলে এইসব ঘটনা দৃষ্টান্তস্বরূপ ঘটেছইল এবং আমরা যারা যুগান্তে উপনীত তাদের সতর্ক করে দেওয়ার জন্য সেগুলি শাস্ত্রে লিখিত হয়েছে।


আমাদের শিক্ষার জন্যই অতীত শাস্ত্র রচিত হয়েছিল এবং তারই প্রেরণায় আমরা ধৈর্য সহকারে প্রত্যাশায় থাকি।


দানিয়েল, এখন তুমি এইসব কথা গোপন রাখ। জগতের শেষদিন পর্যন্ত প্রকাশ করো না। পুঁথিটি শীলমোহর দিয়ে বন্ধ করে রাখ। ইতিমধ্যে অনেকে ঘটনাগুলির অর্থ বুঝবার চেষ্টা করে ব্যর্থ হবে।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, একটি বড় লিপি ফলক নাও এবং তার উপরে বড় বড় অক্ষরে লেখ: দ্রুত লুন্ঠন কর, ত্বরায় অপহরণ কর।


তোমরা এখন এই গীতটি লেখ এবং ইসরায়েলীদের শিখাও, মুখস্থ করাও। এই গীতই হবে ইসরায়েলীদের বিপক্ষে আমার সাক্ষী।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ঘটনা স্মরণে রাখার জন্য এর বিবরণ একটি পুস্তকে লিপিবদ্ধ করে রাখ। যিহোশূয়কে তুমি বল যে ধরাপৃষ্ঠ থেকে অমালেকীদের স্মৃতিচিহ্ন আমি নিঃশেষে মুছে ফেলব।


জাতিবৃন্দের উপর যত রকমের বিপর্যয় আনব বলে আমি হুমকি দিয়েছিলাম, সেই সব বিপর্যয় আমি তাদের উপর আনব, —এই পুস্তকে সমস্ত বিপর্যয়ের কথা লিপিবদ্ধ আছে।


প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন