Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 3:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তুমি চিরদিন ক্রোধ পোষণ করতে পারবে না, শেষদিন পর্যন্ত আমাকে এড়িয়ে যেতেও পারবে না। কিন্তু ইসরায়েল, এই সব কথা তুমি মুখে বলছ বটে, তবু যত রকম কুকাজ করা যায়, সবই করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তিনি কি চিরকাল ক্রোধ রাখবেন, শেষ পর্যন্ত তা রক্ষা করবেন?’ দেখ, তুমি মন্দ কথা বলেছ, মন্দ কাজ করেছ ও তা সিদ্ধ করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তুমি কি সবসময় রেগে থাকবে? তোমার রোষ কি চিরকাল থাকবে?’ তোমার কথা এই ধরনের হলেও, যতরকম দুষ্টতার কাজ তোমার পক্ষে করা সম্ভব সেগুলি সবই তুমি করেছ।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তিনি কি চিরকাল ক্রোধ রাখিবেন, শেষ পর্য্যন্ত তাহা রক্ষা করিবেন?’ দেখ, তুমি মন্দ কথা বলিয়াছ, ও মন্দ কার্য্য করিয়াছ, ও তাহা সিদ্ধ করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তুমি এও বলেছিলে যে, ‘ঈশ্বর আমার প্রতি সব সময় ক্রুদ্ধ হয়ে থাকবেন না। ঈশ্বরের ক্রোধ চিরকাল থাকে না।’ “যিহূদা, তুমি একথা বললেও যত রকম শয়তানি কাজ করা সম্ভব তুমি করেছ।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তুমি কি চিরকাল রাগ করে থাকবে? তোমার রাগ কি সর্বদা ধরে রাখবে?’ দেখ! তুমি ঘোষণা করেছ যে, তুমি মন্দ কাজ করেছ এবং তুমি তাই করেছ। তাই সেই কাজ চালিয়ে যাও!”

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 3:5
14 ক্রস রেফারেন্স  

সুনিপুণভাবে দুষ্কর্ম করার জন্য তাদের হাত দুটি সর্বদাই অস্থির, প্রশাসক ও বিচারকেরা লালায়িত উৎকোচের জন্য, কর্তাব্যক্তিরা ব্যক্ত করছে স্বচ্ছন্দে, তাদের অন্তরের কু-অভিলাষ, সকলে মিলে এভাবেই জাল বুনে চলেছে।


ধিক্‌ তাদের, যারা রাত্রিতে আপন শয্যায়কুমতলব আঁটে, দুষ্কর্মের পরিকল্পনা রচনা করে, প্রভাতে সুযোগ পেলেই যারা কার্যে পরিণত করে তাদের সেই পরিকল্পনা, কারণ, তাদের হাতে আছে একাজ করার ক্ষমতা।


সমস্ত ইসরায়েলী নেতা নিজেদের বাহুবলের উপর নির্ভরশীল হয়ে হত্যায় মেতেছে।


তিনি আমাকে ইসরায়েলের কাছে গিয়ে তাকে এই কথা বলতে বললেন, অবিশ্বাসিনী ইসরায়েল, ফিরে এস আমার কাছে। আমি করুণাময়, আর ক্রুদ্ধ হব না। চিরদিন তোমার উপর ক্রোধ রাখব না।


আমি আমার প্রজাদের জীবন দান করেছি, আমিই সঞ্চারিত করেছি শ্বাসবায়ু, আর আমি অনুযোগ করব না তাদের বিরুদ্ধে, পোষণ করব না ক্রোধ।


তাই, হে প্রভু পরমেশ্বর, আমাদের প্রতি তোমার নিদারুণ রোষ যেন স্থায়ী না হয়, চিরকাল স্মরণে রেখো না আমাদের পাপের কথা। আমরা তোমার প্রজা, করুণা কর আমাদের প্রতি।


তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে আমাদের উপর? তোমার কোপ কি সঞ্চারিত হবে যুগযুগান্ত ধরে?


আমি মনস্থ করেছি, ইসরায়েলের ঈশ্বর প্রভু পরমেশ্বরের সঙ্গে এক সন্ধিচুক্তি স্তাপন করব যাতে আমাদের উপর তাঁর ক্রোধ নিবৃত্ত হয়।


আবার সঞ্জীবিত কর আমাদের, আমরা তোমার প্রজাবৃন্দ, উল্লসিত হব তোমারই আনন্দে।


তাহলে কেন আমার প্রজাবৃন্দ আমার কাছ থেকে চলে গিয়েছে চিরদিনের মত? তারা অলীক ও অসারতাকে আঁকড়ে ধরে আছে, আর চায় না আমার কাছে ফিরে আসতে।


আমি মন দিয়ে শুনেছি তাদের সব কথা, কিন্তু তারা সত্য কথা বলে নি। তাদের মধ্যে একজনও নিজের পাপাচারের জন্য অনুতপ্ত নয়, তাদের মনে আত্মজিজ্ঞাসাও জাগে না, তারা বলে না, ‘কি অপরাধই না আমি করেছি!’ যুদ্ধক্ষেত্রে ধাবমান অশ্বের মত তারা আপন ঈপ্সিত পথে ছুটে চলেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন