Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 3:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 প্রভু পরমেশ্বর বলেন, হে ইসরায়েল, আমি চেয়েছিলাম তোমাকে গ্রহণ করতে আমার পুত্ররূপে, দিয়েছিলাম তোমাকে সুরম্য এক দেশ, অপরূপ সেই দেশ পৃথিবীর মাঝে। এই ছিল বাসনা আমার, ‘পিতা’ বলে তুমি ডাক আমায়, আমাকে ত্যাগ করে কখনও যাবে না আর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর আমিই বলেছিলাম, আমি সন্তানদের মধ্যে তোমাকে কেমন স্থান দেব! মনোরম একটি দেশ, জাতিদের পরম-রত্নস্বরূপ অধিকার তোমাকে দান করবো! আমি বলেছিলাম, তোমরা আমাকে পিতা বলে ডাকবে এবং আমার পশ্চাদগমন থেকে ফিরে যাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 “আমি নিজেই বলেছিলাম, “ ‘আমি সানন্দে তোমাদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করব এবং তোমাদের একটি সুন্দর দেশ দেব, যা জাতিগণের মধ্যে সবচেয়ে মনোরম অধিকার।’ আমি ভেবেছিলাম, তোমরা আমাকে ‘বাবা’ বলে ডাকবে, এবং আমার অনুসরণ করা থেকে বিরত হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর আমিই বলিয়াছিলাম, আমি সন্তানগণের মধ্যে তোমাকে কেমন স্থান দিব! মনোরম্য এক দেশ, জাতিগণের পরমরত্নস্বরূপ অধিকার তোমাকে দান করিব! আমি বলিয়াছিলাম, তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে, এবং আমার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19-20 আমি, প্রভু মনে মনে বললাম, “আমি তোমাদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করতে চাই। আমি তোমাদের একটা মনোরম দেশ উপহার দিতে চাই, যেটা অন্য সকল দেশের চেয়ে সেরা। আমি ভেবেছিলাম তোমরা আমাকে ‘পিতা’ বলে ডাকবে। আমাকেই অনুসরণ করবে। কিন্তু তোমরা একটি নারীর মতো যে তার স্বামীর প্রতি অবিশ্বস্ত। ইস্রায়েলের পরিবারবর্গ, তোমরা আমার প্রতি বিশ্বস্ত থাকলে না।” এই ছিল প্রভুর বার্তা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আর আমি নিজেই বলেছিলাম, কেমনভাবে আমি তোমাদের আমার ছেলে হিসাবে সম্মান দিতে চাই এবং তোমাদের একটি মনোরম দেশ দেব, অন্য জাতিদের মধ্যে কি এর চেয়ে সুন্দর অধিবাসী আছে! আমি বলেছিলাম, তোমরা আমাকে বাবা বলে ডাকবে এবং আমার অনুসরণ করা থেকে পিছু ফিরবে না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 3:19
32 ক্রস রেফারেন্স  

এখন আমাকে তুমি বলছ, ‘তুমি আমার পিতা, শিশুকাল থেকেই তুমি আমাকে ভালবাস।


জলভরা চোখে তারা ফিরে আসবে, আমি পথ দেখিয়ে নিয়ে যাব তাদের পরম মমতায়। নিয়ে যাব আমি সমতল পথে স্রোতস্বিনীর তীরে, যে পথে তারা উছোট খাবে না, লাগবে না ব্যথা পায়ে। ইসরায়েলের জনক আমি, জ্যেষ্ঠপুত্র আমার ইফ্রয়িম।


তুমি আমাদের পিতা। অব্রাহাম আমাদের অগ্রাহ্য করতে পারেন, যাকোব অস্বীকার করতে পারেন আমাদের কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের মুক্তিদাতা, এই তোমার পরিচয়।


যারা ফিরে চলে যায় ও ধ্বংস হয় আমরা তাদের দলে নই, আমাদের বিশ্বাস অবিচল, সেই জন্যই আমরা বাঁচব।


আমাদের ভালবেসে তাঁর আনন্দ ও পরিকল্পনা অনুযায়ী ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের দত্তক পুত্ররূপে গ্রহণ করার জন্য আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছিলেন,


খ্রীষ্ট যীশুকে বিশ্বাস করেই তোমরা সকলে ঈশ্বরের সন্তান হয়েছ।


হে ইসরায়েল কি করে তোমায় আমি ত্যাগ করব? কি করে আমি সরে যাব তোমার কাছ থেকে? আমি কি আদমার মত তোমাকে ধ্বংস করতে পারি? কিম্বা সেবোয়িমের প্রতি যেমন করেছি তোমার প্রতি কি তেমনই আচরণ করতে পারি? আমার অন্তর আলোড়িত, করুণায় কোমলও বিগলিত।


সমুদ্র ও যে পাহাড়ের উপর পবিত্র মন্দির আছে তার মধ্যবর্তী স্থানে সে তার বিশাল রাজকীয় শিবির স্থাপন করবে। কিন্তু সেখানে অসহায়ভাবে তার মৃত্যু হবে, তাকে সাহায্য করার জন্য কেউই সেখানে থাকবে না।


এমনকি প্রতিশ্রুত দেশকেও আক্রমণ করে হাজার হাজার মানুষের প্রাণনাশ করবে। অবশ্য ইদোম, মোয়াব এবং আম্মোনের যে অংশ এখনও বাকী আছে সেই সব দেশ তার হাত থেকে রক্ষা পাবে।


রাজা তাদের নিয়ে যা ইচ্ছা তাই করবে। প্রতিবাদ করার কোন ক্ষমতাই তাদের থাকবে না। প্রতিশ্রুত দেশে সিরিয়ার রাজা নিজেকে প্রতিষ্ঠিত করবে। দেশ সম্পূর্ণরূপে তার পদানত হবে।


এই চারটি শিংয়ের একটি থেকে ছোট এক শিং গজিয়ে উঠল। এর ক্ষমতা দক্ষিণে, পূর্বে ও অপরূপ সেই দেশের উপর বিস্তৃত হল।


সেদিন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, মিশর থেকে তাদের বার করে নিয়ে যাব আমার মনোনীত সেই দেশে—সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে।


ইসরায়েল, তুমি আমার প্রিয়তম সন্তান, যাকে আমি সবার চেয়ে বেশী ভালবাসি। যখনই আমি তোমার বিরুদ্ধে বলি, তখনই স্নেহসিক্ত হয়ে ভাবি তোমার কথা আমার মন চলে যায় তোমার কাছে ভেবে স্থির করি আর হব না নির্দয়


বিদেশী রাজারা ধ্বংস করেছে আমার দ্রাক্ষাকুঞ্জ, পদদলিত করেছে আমার শ্যামল শস্যক্ষেত্র, অপরূপ দেশকে আমার করেছে ঊষর মরু।


প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন, কেন আমি আমার প্রজাদের পাপ ক্ষমা করব? তারা আমায় পরিত্যাগ করে করছে অলীক দেবতাদের আরাধনা। সম্পূর্ণভাবে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত আমি তাদের আহার জুগিয়েছি। কিন্তু তারা ব্যভিচার করেছে, দিন কাটিয়েছে বারবণিতাদের সঙ্গে।


তবু, তুমি আমাদের পিতা হে প্রভু পরমেশ্বর, আমরা মাটি তুমি কুম্ভকার, আমরা তোমারই হাতের সৃষ্টি।


জ্ঞানীরা হবে গৌরবের অধিকারী, কিন্তু অবমাননাই হবে নির্বোধের ভূষণ।


তারপর তারা অবজ্ঞা করল সেই মনোরম দেশ, তারা বিশ্বাস করল না ঈশ্বরের প্রতিশ্রুতিতে।


যিনি নিরপেক্ষভাবে প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করেন, তাঁকে যদি তোমরা ‘পিতা’ বলে সম্বোধন কর, তাহলে তাঁর প্রতি সম্ভ্রম অক্ষুণ্ণ রেখে এই প্রবাসজীবন যাপন কর।


তোমার দান জীবনে আমার কত অপরূপ! সুন্দর, সুমহান!


আমাকে উদ্দেশ করে সে বলবে, তুমিই আমার পিতা, আমার ঈশ্বর, আমার ত্রাণশৈল।


সেইদিন যখন আসবে, তখন জেরুশালেম ‘ঈশ্বরের সিংহাসন’ নামে আখ্যাত হবে। সমস্ত জাতি আমার উপাসনা করার জন্য সেখানে একত্র হবে। তাদের জেদী, দুর্বিনীত দুষ্ট মনের নির্দেশে তারা আর চলবে না।


জেরুশালেম আমার কাছে হবে গৌরব, আনন্দ ও শান্তির উৎস। পৃথিবীর সমস্ত জাতি যখন শুনবে জেরুশালেমের মানুষের জন্য আমার কল্যাণকর কাজের কথা, এই নগরীকে দেওয়া শ্রী ও সমৃদ্ধির কথা, তখন তারা ভয়ে বিচলিত হয়এ পড়বে।


তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সন্তান। তোমরা মৃতের উদ্দেশে শোক প্রকাশের জন্য নিজেদের দেহে কোন ক্ষত সৃষ্টি করবে না কিম্বা মস্তকের সম্মুখভাগের কেশ মুণ্ডন করবে না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন