Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 27:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 কাঠ দিয়ে একটি যোঁয়ালি তৈরি করে চামড়ার ফিতে দিয়ে নিজের গলায় পরতে বললেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মাবুদ আমাকে এই কথা বললেন, তুমি কয়েকটি চামড়ার ফিতা ও জোয়াল প্রস্তুত করে তোমার কাঁধে রাখ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সদাপ্রভু আমাকে এই কথা বললেন: “তুমি চামড়ার ফালি ও কাঠের দণ্ড দিয়ে একটি জোয়াল তৈরি করো এবং তা তোমার ঘাড়ে রাখো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও যোঁয়লি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভু আমাকে যা বলেছিলেন তা হল এই: “যিরমিয় একটি জোয়াল তৈরী করো এবং সেই জোয়ালটিকে তোমার কাঁধের ওপর স্থাপন কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সদাপ্রভু আমাকে এই কথা বললেন, নিজের জন্য শেকল ও একটি জোয়াল তৈরী কর, তাদেরকে তোমার ঘাড়ের উপর রাখ।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 27:2
18 ক্রস রেফারেন্স  

সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাকে আর একটি দৃশ্য দেখালেনঃ প্রভু দণ্ডবিধানের জন্য অগ্নিকে আহ্বান করলেন এবং সেই অগ্নি মহাজলধিকে গ্রাস করার পর ভূখণ্ডকে গ্রাস করতে উদ্যত হল।


জগদীশ্বর প্রভু আমাকে এই দৃশ্য দেখালেনঃ রাজকর বাবদ শস্য সংগ্রহের পর মরশুমের শেষ ফসল অঙ্কুরিত হওয়ার সময় প্রভু পঙ্গপালবাহিনী সংগঠিত করেছিলেন।


যিহুদীয়ার রাজা সিদিকিয়কেও আমি একই কথা বললাম। ব্যাবিলনের রাজার অধীনতা স্বীকার কর, তার ও তার প্রজাবর্গের সেবা কর, তাহলে তোমরা বাঁচবে।


কিন্তু যদি কোন জাতি ব্যাবিলনরাজের বশ্যতা স্বীকার করে ও তার সেবা করে, তাহলে আমি তাকে তার আপন দেশে বাস করতে দেব, সেখানে চাষবাস করে জীবনধারণ করার সুযোগ দেব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


সর্বাধিপতি প্রভু বলেন, সেইদিন আমি তাদের গলায় বাঁধা যোঁয়ালি ভেঙ্গে ফেলব, মোচন করব তাদের শৃঙ্খল। তারা আর বিদেশীদের ক্রীতদাস হয়ে থাকবে না।


খুনী বদমাইশে দেশ ভরে যাবে, দেশ জুড়ে চলবে অত্যাচারের তাণ্ডব—সর্বত্র বিরাজ করবে অরাজকতা।


মিশরের ক্ষমতা যখন আমি খর্ব করব তখন তপনেহসের উপর অন্ধকার ঝাঁপিয়ে পড়বে এবং যে ক্ষমতার গর্বে তারা অন্ধ, তাদের সেই ক্ষমতা আমি চূর্ণ করব। এক খণ্ড মেঘ এসে মিশরকে ঢেকে ফেলবে এবং তার সমস্ত শহর-নগরের অধিবাসীদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।


এঁদের মধ্যে একজন কেনানার পুত্র সিদিকিয়া লোহার একজোড়া শিং তৈরী করে আহাবকে বললেন, শুনুন, পরমেশ্বর বলছেন, এইগুলি দিয়ে সিরিয়দের আঘাত করে আপনি তাদের সম্পূর্ণভাবে পরাজিত করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন