Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 25:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমনের পুত্র যিহুদীয়ার রাজা যোশিয়ের রাজত্বের ত্রয়োদশ বৎসর থেকে আজ পর্যন্ত তেইশ বৎসর ধরে প্রভু পরমেশ্বর আমার কাছে সতর্ক বার্তা দিয়ে আসছেন এবং তাঁর এই বার্তা তোমাদের কাছে বার বার পৌঁছে দিতে আমার কোনদিন ভুল হয়নি, কিন্তু তোমরা সে কথা গ্রাহ্য করনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমোনের পুত্র এহুদার বাদশাহ্‌ ইউসিয়ার ত্রয়োদশ বছর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ এই তেইশ বছর কাল মাবুদের কালাম আমার কাছে উপস্থিত হয়েছে এবং আমি তোমাদের তা বলেছি, খুব ভোরে উঠে বলেছি, কিন্তু তোমরা শোন নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যিহূদার রাজা আমোনের পুত্র যোশিয়ের রাজত্বের তেরোতম বছর থেকে আজ পর্যন্ত, এই তেইশ বছর, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হয়েছে এবং আমি বারবার তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তোমরা তা শোনোনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমোনের পুত্র যিহূদা-রাজ যোশিয়ের ত্রয়োদশ বৎসর অবধি অদ্য পর্য্যন্ত, অর্থাৎ এই তেইশ বৎসর কাল সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইয়াছে, এবং আমি তোমাদিগকে তাহা বলিয়াছি, প্রত্যূষে উঠিয়া বলিয়াছি, কিন্তু তোমরা শুন নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 বিগত 23 বছর ধরে আমি বার বার তোমাদের কাছে প্রভুর বাণী দিয়ে এসেছি। আমোনের পুত্র যোশিয় যিহূদার রাজা হবার ত্রয়োদশ বছর থেকে আমি একজন ভাববাদী। আমার ভাববাদী প্রাপ্তির সময় যিহূদার রাজা ছিলেন আমোনের পুত্র যোশিয়। সেই সময় থেকে আজ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রভুর বার্তা প্রচার করে আসছি। কিন্তু তোমরা কেউ তা শোননি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তিনি বললেন, “আমোনের ছেলে যিহূদার রাজা যোশিয়ের রাজত্বের তেরো বছর থেকে এই দিন পর্যন্ত, তেইশ বছর ধরে সদাপ্রভুর বাক্য আমার কাছে এসেছে। আমি তোমাদের তা ঘোষণা করেছি। আমি সেগুলি প্রচার করতে আগ্রহী ছিলাম, কিন্তু তোমরা শোনো নি।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 25:3
32 ক্রস রেফারেন্স  

আমার সেবক নবীদের, যাদের তাদের কথায় মনোযোগ দেবে। কিন্তু তোমরা কোনদিন তাদের কথা শোন নি।


তাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে উদ্ধার করে আনার সময় বার বার তাদের সতর্ক করে বলেছিলাম যেন তারা আমার অবাধ্য না হয় এবং আজও সেই সাবধান বাণী উচ্চারণ করে চলেছি আমি।


আমনের পুত্র যিহুদীয়ার রাজা যোশিয়ের রাজত্বকালের ত্রয়োদশ বৎসরে প্রভু পরমেশ্বর যিরমিয়ের সঙ্গে কথা বলেছিলেন।


এই সমস্ত পাপ তোমরা করেছ, বারবার আমি নিষেধ করা সত্ত্বেও তোমরা শুনতে চাও নি। আমি যখন তোমাদের ডেকেছি, সাড়া দাও নি তোমরা।


কারণ আমি আমার সেবক দ্রষ্টা নবীদের তাদের কাছে পাঠিয়ে বারবার সাবধান করেছি, কিন্তু তারা তাদের কথায় কান দেয়নি, গ্রাহ্যই করেনি তাদের।


রাজা যোশিয় তাঁর রাজত্বকালের অষ্টাদশ বছরে অন্যান্য জাতির আরাধ্য প্রতিমা পূজার সমাপ্তি ঘটিয়ে দেশ ও মন্দির শুচি করার পর প্রভু পরমেশ্বরের মন্দির সংস্কারের জন্য তিনজন লোক পাঠালেন। তাদের নাম: অৎসলিয়ের পুত্র শাফন, জেরুশালেমের নগরপাল মাসেয় এবং যোয়াহসের পুত্র ঐতিহাসিক যোয়াহ্।


যোশিয় রাজা হওয়ার অষ্টম বছরে যখন তিনি প্রায় নবীন যুবক, তখন থেকে তিনি তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা শুরু করেন। এর চার বছর পর তিনি ভিন্ন জাতির পূজাবেদী, দেবী আশেরার প্রতীক মূর্তি এবং অন্যান্য সমস্ত প্রতিমা ধ্বংস করেন।


তুমি খ্রীষ্টের বাণী প্রচার কর, সময় অসময়ের বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় পত্যয় জাগাও, সবাইকে সতর্ক কর, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও।


ঈশ্বর থেকে যে জাত, সে ঈশ্বরের আদেশ পালন করে। তোমরা যে পালন করছ না তার কারণ তোমরা ঈশ্বরের সন্তান নও।


লোকেরা তাঁর চারিদিকে এসে জড়ো হল। যীশু এক জায়গায় বসে তাদের উপদেশ দিতে লাগলেন।


পরের দিন খুব ভোরে উঠে যীশু একটি নির্জন জায়গায় প্রার্থনা করার জন্য চলে গেলেন।


আমি বার বার আমার সেবক নবীদের দিয়ে তোমাদের কাছে নিষেধ করে বলে পাঠিয়েছি যেন এই ভয়াবহ কাজ তোমরা না কর, যা আমার কাছে অত্যন্ত ঘৃণাস্পদ।


আমি আমার সেবক নবীদের একাদিক্রমে পাঠিয়েছি তোমাদের কাছে, যারা তোমাদের মন্দ পথ পরিহার করে সঠিক পথে চলার ও সঠিক কাজ করার কথা বলেছে, নিষেধ করেছে অন্যান্য অলীক দেবতার সেবা ও পূজা করতে যাতে তোমাদের পিতৃপুরুষদের আমি যে দেশ দিয়েছিলাম, সেই দেশে তোমরা বসবাস করতে পার। কিন্তু তোমরা আমার কথা শুনলে না, গ্রাহ্যই করলে না কোনও কথা।


প্রভু পরমেশ্বর তাঁর সেবক নবীদের ক্রমাগত তোমাদের কাছে পাঠানো সত্ত্বেও তাঁর কথা তোমরা শোননি, মনোযোগ দাওনি তাতে।


যাতে ক্ষুধার নিবৃত্তি নেই, তার জন্য কেন বৃথা অর্থ ব্যয় কর? যাতে কোন তৃপ্তি নেই, তার জন্য কেন এত পরিশ্রম? শোন, আমার কথা শোন, যা বলি তাই কর, পরিতৃপ্ত হবে উপাদেয় খাদ্যে।


হায়, আমার প্রজারা যদি শুনত আমার কথা! যদি ইসরায়েল চলত আমার পথে!


আহাব তাঁর পারিষদদের বললেন, তোমরা জানো রামোৎ-গিলিয়দ নগরটি আমাদের। তাহলে কেন নগরটি সিরিয়ার রাজার হাত থেকে উদ্ধার না করে আমরা হাত গুটিয়ে বসে আছি?


প্রভু পরমেশ্বর মোশিকে আবার বললেন, ভোরবেলা ফারাও যখন নদীতে স্নান করতে যাবে তখন তুমি গিয়ে তার সঙ্গে দেখা করে বলবে, প্রভু পরমেশ্বর বলেছেন, আমার উপাসনা করার জন্য তুমি আমার প্রজাদের ছেড়ে দাও।


অব্রাহাম ভোরে উঠে হোমের জন্য কাঠ কেটে গাধার পিঠে চাপালেন, দুই জন দাস এবং পুত্র ইস্‌হাককে সঙ্গে নিলেন এবং হোমের জন্য কাঠ চেরাই করলেন। তারপর ঈশ্বর যে স্থানের কথা তাঁকে বলেছিলেন সেই স্থান অভিমুখে যাত্রা করলেন।


যোশিয় যখন যিহুদীয়ার রাজা হন তখন তাঁর মাত্র আট বছর বয়স। তিনি জেরুশালেমে একত্রিশ বছর রাজত্ব করেন।


ইসরায়েলের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর নবীদের তাদের কাছে পাঠাতেন তাঁর প্রজাদের সাবধান করার জন্য কারণ তিনি তাদের ও তাঁর মন্দিরকে রক্ষা করতে চেয়েছিলেন।


মিশর দেশ থেকে বেরিয়ে আসার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদের কাছে আমার দাস নবীদের বার বার পাঠিয়েছি।


তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে। অবিরাম তাদের আমি শিক্ষা দিয়ে এসেছি, তা সত্ত্বেও আমার কথায় তারা কান দেয়নি, নিজেদের সংশোধনও করেনি তারা।


যিহোনাদবের বংশধরের আজও তার নির্দেশ পালন করে, কেউ সুরা স্পর্শ করে না। কিন্তু আমি তোমাদের যে সব কথা বলে চলেছি, তোমরা তাতে কান দাওনি।


যোশিয়ের পুত্র যিহোয়াকিমের যিহুদীয়ায় রাজত্বকালের চতুর্থ বৎসরে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


একটি তুলট কাগজ নাও এবং ইসরায়েল, যিহুদীয়া এবং সমস্ত জাতি সম্বন্দে আমি তোমাকে যা কিছু বলি, সব সেই কাগজে লিখে রাখ। রাজা যোশিয়ের রাজত্বকালে তোমার সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত আমি যা কিছু তোমাকে বলেছি, সব লিখে রাখ।


প্রভু পরমেশ্বর তাঁর বার্তাবহ ও তাঁর মুখপাত্রস্বরূপ নবীদের পাঠিয়েছিলেন ইসরায়েল ও যিহুদীয়ার লোকদের সতর্ক করে দেবার জন্য। তাঁদের মাধ্যমে বলে পাঠিয়েছিলেনঃ মন্দপথ পরিত্যাগ কর। তোমাদের পূর্বপুরুষদের আমি যে বিধান ও অনুশাসন দিয়েছি এবং আমার সেবক নবীদের মারফৎ যে নির্দেশ পাঠিয়েছি, সেগুলি পালন কর।


প্রভু পরমেশ্বর প্রবক্তা নবীদের তাদের কাছে পাঠালেন তাদের সতর্ক করে তাঁর কাছে ফিরিয়ে আনার জন্য। কিন্তু প্রজারা তাঁদের কথা শুলন না।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন যে তিনি এই নগরী ও তার সন্নিহিত সমস্ত জনপদের উপর তাঁর সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত শাস্তি বর্ষণ করবেন, কারণ তোমরা জেদী, তাঁর কোনও কথাই তোমরা শোন না।


তুমি যখন সমৃদ্ধিশালী ছিলে, তোমায় সতর্ক করেছিলেন প্রভু পরমেশ্বর। তবু তুমি শোন নি, করেছিলে প্রত্যাখ্যান। সারাটি জীবন তুমি কাটিয়ে দিলে এমনি করেই, প্রভু পরমেশ্বরের বাধ্য হলে না কোনদিন।


কেউ যদি সেই তূরীধ্বনি শুনেও মনোযোগ না দেয়, ফলে শত্রু এসে তাকে হত্যা করে, তাহলে নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।


তোমরা তোমাদের পূর্বপুরুষদের মত হয়ো না। পূর্বকালে আমার নবীরা তাদের কাছে আমার বাণী ঘোষণা করেছিল। তাদের কুকর্ম ও কুপথ ছেড়ে ফিরে আসার কথা বলেছিল, কিন্তু তারা সে কথা শোনেনি, আমার কথায় তারা কান দেয়নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন