Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 22:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এই রাজপ্রাসাদ ধ্বংস করার জন্য আমি লোক পাঠাব। তারা এসে এর সুন্দর সীডারের সুরম্য স্তম্ভগুলি কুঠার দিয়ে কেটে আগুনে ফেলে দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর তোমার বিরুদ্ধে বিনাশক পুরুষদের প্রত্যেককে অস্ত্রসহ প্রস্তুত করবো; তারা তোমার উৎকৃষ্ট এরস গাছগুলো কেটে ফেলে আগুনে নিক্ষেপ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 আমি তোমার বিরুদ্ধে বিনাশকদের প্রেরণ করব, প্রত্যেক ব্যক্তি তার অস্ত্র নিয়ে আসবে, তারা তোমাদের মনোরম সিডার গাছগুলি কেটে আগুনে নিক্ষেপ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর তোমার বিপরীতে বিনাশক পুরুষগণকে প্রত্যেকের অস্ত্রসহ প্রস্তুত করিব; তাহারা তোমার উৎকৃষ্ট এরসবৃক্ষ সকল ছেদন করিয়া অগ্নিতে নিক্ষেপ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমি ধ্বংসকারীদের এই প্রাসাদ ধ্বংস করতে পাঠাব। তারা প্রাসাদের সুদৃশ্য এরস কড়িকাঠগুলো কেটে ফেলবে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কারণ আমি তোমার বিরুদ্ধে ধ্বংসকারীদের মনোনীত করেছি! তারা তাদের অস্ত্র দিয়ে তোমার দামী এরস গাছগুলি কেটে আগুনে ফেলবে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 22:7
14 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরকে উপহাস করার জন্য প্রেরণ করেছ তোমার দাসদের, বলেছ, আমার অসংখ্য রথ নিয়ে আমি অভিযান করেছি সুউচ্চ পর্বত চূড়ায়, আরোহণ করেছি লেবাননের সুউচ্চ শীর্ষদেশে। আমি ছেদন করছি দীর্ঘকায় সীডার তরু, ছেদন করেছি সর্বোৎকৃষ্ট সাইপ্রাস বৃক্ষরাজি, আমি এসেছি তার শীর্ষদেশে, প্রবেশ করেছি তার গভীর অরণ্যে।


কিন্তু তোমার কৃতকর্মের জন্য আমি তোমাকে শাস্তি দেব। আমি তোমার অরণ্যে আগুন লাগিয়ে দেব, যে আগুন তার চারপাশের সব কিছু গ্রাস করবে। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


এ কথা শুনে রাজা ক্রুদ্ধ হলেন এবং তাঁর সৈন্যদল পাঠিয়ে হত্যাকারীদের বধ করে তাদের নগর জ্বালিয়ে দিলেন।


হে লেবানন, উন্মুক্ত করে দাও তোমার তোরণ, অগ্নি গ্রাস করবে তোমার সীডার বৃক্ষ শ্রেণী।


হে ইসরায়েল, তোমাদের আক্রমণ করার জন্য প্রভু পরমেশ্বর দূর দেশ থেকে একটি জাতিকে আনছেন। এরা একটি শক্তিশালী সুপ্রাচীন জাতি, এদের ভাষা তোমরা জান না।


সমুদ্রতীরে বালুকারাশির চেয়েও তোমাদের দেশে আমি বিধবার সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তোমাদের যুবকেরা যখন যৌবনের চরম শিখরে, তখনই তাদের করেছি নিধন, তাদের জননীদেরও যন্ত্রণায় বিদ্ধ করেছি আমি, নিদারুণ আতঙ্ক ও যন্ত্রণা দিয়ে অকস্মাৎ আঘাত করেছি তাদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন