Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 22:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তাই যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের বিষয়ে প্রভু পরমেশ্বর বলেন, কেউ তার মৃত্যুতে করবে না শোক, অথবা বলবে না ‘হায় আমার বন্ধু, হায় আমার ভ্রাতা’! কেউ কাঁদবে না তার জন্য, ফেলবে না চোখের জল,বলবে না, ‘হায় আমার প্রভু, কোথায় তোমার মহিমা?’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 অতএব ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের বিষয়ে মাবুদ এই কথা বলেন, তার বিষয়ে লোকেরা ‘হায় আমার ভাই,’ কিংবা ‘হায় আমার বোন’ বলে মাতম করবে না এবং ‘হায় প্রভু,’ কিংবা ‘হায় তাঁর গৌরব’ বলেও মাতম করবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 সেই কারণে, যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীম সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন: “ ‘হায়, আমার ভাই! হায়, আমার বোন!’ বলে তার জন্য তারা বিলাপ করবে না; তারা তার জন্য এই বলে শোক করবে না, ‘হায়, আমার মনিব! হায়, তার চোখ ঝলসানো জৌলুস!’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 অতএব যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহার বিষয়ে লোকেরা ‘হায় আমার ভ্রাতা,’ কিম্বা ‘হায় ভগিনী’ বলিয়া বিলাপ করিবে না, এবং ‘হায় প্রভু’ কিম্বা ‘হায় তাঁহার গৌরব’ বলিয়াও বিলাপ করিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 সুতরাং যোশিয়র পুত্র যিহোয়াকীমকে প্রভু এই কথাগুলি বললেন: “যিহূদার লোকেরা কখনও যিহোয়াকীমের জন্য কাঁদবে না। তারা একে অপরকে বলবে না; ‘হে আমার ভাই, আমি যিহোয়াকীমের জন্য খুব দুঃখিত! হে আমার ভগিনী, আমি যিহোয়াকীমের জন্য খুব দুঃখিত!’ তারা যিহোয়াকীমের জন্য দুঃখিত হবে না। তারা তার সম্বন্ধে বলবে না, ‘হে মনিব, আমরা দুঃখিত! হে রাজা আমরা মর্মাহত!’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তাই যিহূদার রাজা যোশিয়ের ছেলে যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “তারা তার জন্য ‘হে, আমার ভাই!’ বা ‘হে, আমার বোন’ বলে বিলাপ করবে না। তারা তার জন্য ‘হে, প্রভু!’ ‘হায়, তাঁর মহিমা!’ বলেও বিলাপ করবে না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 22:18
17 ক্রস রেফারেন্স  

ধনী-দরিদ্র নির্বিশেষে এদেশের সকলে মরবে। তাদের কবর দেওয়ার জন্য ও শোক করার জন্য তোমরা কেউ থাকবে না। কেউ তাদের দুঃখে নিজেদের দেহে আঘাত করে, ক্ষত সৃষ্টি করবে না বা মস্তক মুণ্ডন করে শোক প্রকাশ করবে না।


তিনি তাঁকে নিজেদের পারিবারিক সমাধিতে সমাহিত করলেন এবং ভাইয়ের জন্য যেভাবে লোকে শোক করে তেমনি তিনি ও তাঁর ছেলেরা শোক করলেন।


হে যিহুদীয়ার প্রজাবৃন্দ, কেঁদো না রাজা যোশিয়ের জন্য তার মৃত্যুতে করো না শোক। কিন্তু কাঁদো, তীব্রভাবে কাঁদো তার পুত্র যিহোয়াহসের জন্য। তারা তাকে নিয়ে চলে যাচ্ছে চিরদিনের মত। তার জন্মভূমির মুখ সে আর দেখতে পাবে না কোনদিন।


মারাত্মক রোগে তাদের মৃত্যু হবে। তাদের জন্য শোক করার অথবা তাদের কবর দেবার কেউ থাকবে না। ক্ষেতে সারের স্তূপের মত তাদের মৃতদেহ ঢিবি করা থাকবে। তারা হয় যুদ্ধে নিহত হবে কিম্বা অনাহারে মরবে। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্যজন্তুদের আহার।


শান্তিতেই তোমার মৃত্যু হবে। তোমার আগে যারা রাজা ছিল, তোমার সেই পূর্বপুরুষদের সমাধি দেবার সময় লোকে যেমন ধূপ জ্বেলেছিল, ঠিক তেমন ভাবেই তোমার জন্যেও লোকে ধূপ জ্বালাবে। তারা তোমার জন্য শোক ও বিলাপ করবে। তারা বলবে, ‘আমাদের রাজা মারা গেছেন’। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।


নবী যিরমিয় তাঁর জন্য একটি বিলাপগাথা রচনা করেছিলেন। এরপর থেকে যখনই ইসরায়েলীদের কেউ রাজা যোশিয়ের জন্য শোক পালন করত, সেই সময় নর-নারী নির্বিশেষে সকলকে এই বিলাপগাথা গাইতে হত এবং এটি ইসরায়েলী গায়কদের অবশ্যই পালনীয় প্রথা হয়ে উঠল। বিলাপ গাথা সঙ্কলনে এই গানটি পাওয়া যায়।


যোনাথন, আমি তোমার জন্য বেদনার্ত, তুমি আমার কত প্রিয় ছিলে! আমার কাছে তোমার ভালবাসা ছিল অতি সুমধুর রমণীর প্রেমও হার মানে তার কাছে।


তিনি মন্দির থেকে দেবী আশেরার স্তম্ভ বার করে জেরুশালেমের বাইরে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেললেন এবং তার ভস্ম কবরস্থানের উপর ছিটিয়ে দিলেন।


পঁচিশ বছর বয়সে যিহোয়াকিম রাজা হন এবং তিনি এগার বছর রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী, তাঁর মায়ের নাম জেবিদা। ইনি রুমাহ্ নিবাসী পেদাইয়াহ্‌র কন্যা।


যিহোয়াকিমের মৃত্যুর পর তাঁর পুত্র যিহোয়াখিন রাজা হন।


যিহোয়াকিম পঁচিশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন। তিনি তাঁর ঈশ্বর প্রভু পরমেশ্বরের অপ্রীতিজনক কাজ করে পাপ করেছিলেন।


তারা যেখানে তাকে নিয়ে গেছে, সেখানেই তার মৃত্যু হবে। সে আর এ দেশের মুখ কোনোদিন দেখতে পাবে না।


যোশিয়র চার পুত্র: যোহানন, যিহোয়াকিম, সিদিকিয়াহ্ ও শল্লুম।


দাউদের বংশধর, যিহুদীয়ার রাজপরিবারের কাছে এই বার্তা প্রভু পরমেশ্বর আমাকে পৌঁছে দিতে বললেন, আমি, প্রভু পরমেশ্বর, যে কথা বলছি, শোন। দেখ, যেন সকলে ন্যায়বিচার পায়। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে উদ্ধার কর উৎপীড়কের কবল থেকে। ফিরিয়ে দাও তার ন্যায্য অধিকার তোমার এ অন্যায় জ্বালিয়ে দেবে আমার ক্রোধের আগুন, যা কোনদিন নেভান যাবে না।


তাই, এবার আমি, প্রভু পরমেশ্বর তোমাকে বলছি, রাজা যিহোয়াকিম, তোমার কোনও বংশধর আর কোনদিন দাউদের সিংহাসনে বসতে পারবে না। তোমার মৃতদেহ দিনের রৌদ্রতাপ এবং রাত্রে শিশিরের মধ্যে অনাবৃত অবস্থায় পড়ে থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন