যিরমিয় 22:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 ধ্বংস হোক সেই ব্যক্তি যে মনে মনে ভাবে, আমি নিজের জন্য গড়ব একটি ইমারত, তার ওপরতলায় থাকবে অনেক প্রশস্ত কক্ষ। তারপর সে তার ঘরের জানালা বানাল, সীডার কাঠ দিয়ে সাজাল ঘরের দেওয়াল, তাতে দিল লাল রঙ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যে বলে, ‘আমি নিজের জন্য একটি বড় বাড়ি ও প্রশস্ত উঁচু কক্ষ নির্মাণ করবো,’ এবং সে তার নিজের জন্য জানালা বসায়; আর এরস কাঠ দিয়ে ঘর আবৃত করে এবং লাল রং লেপন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সে বলে, ‘আমি নিজের জন্য এক বিশাল প্রাসাদ নির্মাণ করব, যার উপরতলার ঘরগুলিতে যথেষ্ট প্রশস্ত স্থান থাকবে।’ তাই সে তার মধ্যে বড়ো বড়ো জানালা বসায়, তার তক্তাগুলি হয় সিডার-কাঠের এবং লাল রং দিয়ে সে তা রাঙিয়ে দেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যে বলে, ‘আমি আপনার নিমিত্ত এক বৃহৎ বাটী ও প্রশস্ত উচ্চ কুঠরী নির্ম্মাণ করিব,’ এবং সে আপনার নিমিত্ত বাতায়ন-দ্বার কাটে; আর এরস কাষ্ঠ দিয়া ঘর মুড়ান হয়, এবং সিন্দুরবর্ণ রঙ্গ লেপন করা যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যিহোয়াকীম বলল, “আমি নিজের জন্য একটি বিশাল প্রাসাদ তৈরী করব। সেই প্রাসাদের ওপরের তলায় বড় বড় ঘর থাকবে।” তাই সে বড় বড় জানালা তৈরী করল। এরস বৃক্ষের কাঠ দিয়ে তৈরী জানালার চারিদিকে সে লাল রঙ করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 ধিক তাকে! যে লোক বলে, ‘আমি নিজের জন্য একটি উঁচু বাড়ি তৈরী করব এবং চওড়া উঁচু ঘর বানাবো,’ সে নিজের জন্য বড় বড় জানলা বানায় এবং এরস কাঠ দিয়ে ঘর বানায় এবং তার সমস্ত কিছুতে লাল রং করে। অধ্যায় দেখুন |