Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 2:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 আমার কথা তারা ভাবল না একবারও, আমি তাদের উদ্ধার করে আনলাম মিশর থেকে, মরুপ্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে এলমা পথ দেখিয়ে। মরুভূমি আর বালিয়াড়ি ভরা বন্ধুর পথ, ধূ ধূ মরুদেশ তিমির অন্ধকার, জনপ্রাণীর চিহ্ন সেখানে নেই, চলে না সে পথে কোনও পথচারী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তারা বলে নি যে, সেই মাবুদ কোথায়, যিনি মিসর দেশ থেকে আমাদের বের করে এনেছিলেন, যিনি মরুভূমির মধ্য দিয়ে, মরুভূমি ও গর্তময় ভূমি দিয়ে, পানিশূন্যতার ও মৃত্যুচ্ছায়ার ভূমি দিয়ে পথিকবিহীন ও নিবাসী-বর্জিত ভূমি দিয়ে, আমাদেরকে নিয়ে এসেছিলেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তারা জিজ্ঞাসা করেনি, ‘কোথায় সেই সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে আমাদের মুক্ত করে এনেছিলেন, এবং অনুর্বর প্রান্তরের মধ্য দিয়ে আমাদের চালিত করেছিলেন, সেই দেশ মরুভূমিতে ও গর্তে পূর্ণ, খরা ও গাঢ় অন্ধকারে সেই দেশ, যে দেশে কেউ যায় না এবং কেউ বাস করে না?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সেই সদাপ্রভু কোথায়, যিনি মিসর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছিলেন, যিনি প্রান্তরের মধ্য দিয়া, মরুভূমি ও গর্ত্তময় ভূমি দিয়া, জলবিহীনতার ও মৃত্যুচ্ছায়ার ভূমি দিয়া পথিকবিহীন ও নিবাসী-বর্জ্জিত ভূমি দিয়া, আমাদিগকে লইয়া আসিয়াছিলেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তোমাদের পূর্বপুরুষরা বলেনি যে, ‘তিনি কোথায় যিনি আমাদের শুষ্ক পাথুরে জমির মধ্য দিয়ে, অন্ধকার বন্ধ্যা জমির মধ্য দিয়ে এবং বিপজ্জনক রাস্তার মধ্য দিয়ে মরুভূমি পার করে এনেছিলেন?’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তারা কি বলে নি যে, সদাপ্রভু কোথায়, যিনি মিশর থেকে আমাদের বের করে এনেছিলেন? সদাপ্রভু কোথায়, যিনি আমাদের মরুপ্রান্তে, আরব দেশের মধ্যে, শুকনো কুয়ো ও ঘন অন্ধকারময়, যে ভূমি দিয়ে কেউ যাতায়াত ও বাস করে না, সেখানে পরিচালনা করেছিলেন?

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 2:6
26 ক্রস রেফারেন্স  

তিনি তাদের খুঁজে পেলেন মরুপ্রান্তরে গর্জনমুখর জনহীন সেই উষর প্রান্তর, তিনি তাকে রাখলেন, লালন করলেন,


তোমরা যখন মিশরে ছিলে, তখন থেকেই আমি প্রভু পরমেশ্বর, তোমাদের ঈশ্বর। আমাকে ছাড়া কোনও ঈশ্বরকে তোমরা জানতে না, আমি ছাড়া তোমাদের ছিল না কোন পরিত্রাতা।


নিরালায় অন্ধকারে আচ্ছন্ন ছিল যে জাতি মহাজ্যোতি প্রত্যক্ষ করল তারা, মৃত্যুর ছায়াঘেরা দেশে যারা ছিল অধিবাসী তাদের মধ্যে জ্যোতির অভ্যুদয়।


প্রভু পরমেশ্বর একজন নবীর দ্বারা মিশর থেকে ইসরায়েলকে উদ্ধার করে আনলেন, নবীর সাহায্যেই প্রতিপালন করলেন তাকে।


তোমরা নিজেদের প্রভু পরমেশ্বরের ভক্ত বলে শপথ কর, জেনো, তোমাদের এ মিথ্যা শপথ।


আমার বিধি ব্যবস্থায় প্রাজ্ঞ যারা, সেই যাজকেরা জানল না আমাকে, পুরোহিতেরাও করল না অন্বেষণ, এল না আমার কাছে। শাসকেরা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে, নবীরা ভাবের আবেগে উচ্চারণ করল বেলদেবের প্রশস্তি, আরাধনা করল তুচ্ছ অসার প্রতিমার।


যৌবনে তুমি কত অনুরক্ত ছিলে আমার প্রতি,আমার স্মরণে আছে সে কথা! আমাদের বিবাহের পর কত ভালবাসতে তুমি আমায়, মরুভূমিতে তুমি আমায় অনুসরণ করে চলতে, অনুসরণ করতে আমায় অকর্ষিত প্রান্তরে।


কেউ প্রার্থনা করে না তোমার কাছে, তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকার আগ্রহ কারো নেই। আমাদের পাপের জন্য আমাদের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ, রেখে দিয়েছ আমাদের পাপের কবলে।


সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,


যখন ভাবি সুদূর অতীতের দিনগুলির কথা, মনে পড়ে যখন বিগতকালের স্মৃতি,


যখন পার হয়ে যাব আমি অন্ধকারে আচ্ছন্ন জীবনের মহাসঙ্কট, তখনও ভয়ে আমি হব না বিহ্বল, জানি আমি, তুমি যে সাথী আমার। তোমার পাঁচনী, যষ্টি তোমারই আমার মনে সাহস জোগায়, আমি পাই তোমার আশ্রয়।


কিন্তু তারা কেউ তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ডাকে না, যিনি নিবিড়তম অন্ধকারেও তাদের মনে আশা সঞ্চার করেন।


অন্ধকারে ঘন তমসায় আচ্ছন্ন থাকুক ঘনমেঘে ঢাকা থাকুক সেই দিন, ঘোর কালিমা গ্রাস করুক সূর্যকে।


এলিয়র আলখাল্লা দিয়ে তিনি নদীর জলের উপরে আঘাত করে বললেন, কোথায় প্রভু, এলিয়ের পরমেশ্বর? তারপর আবার জলে আঘাত করলেন। জল দুই ভাগ হয়ে গেল। তিনি হেঁটে এপারে চলে এলেন।


গিদিয়োন তাঁকে বললেন, মশাই, তিনিই যদি আমাদের সহায়, তাহলে আজ আমাদের এই দুর্দশা কেন? আমাদের পূর্বপুরুষেরা তাঁর যে সমস্ত অলৌকিক কীর্তিকলাপ আমাদের কাছে বর্ণনা করেছিলেন সে সব আজ কোথায়? তাঁরা বলতেন, পরমেশ্বরই মিশর থেকে আমাদের উদ্ধার করে এনেছেন। কিন্তু তিনি এখন আমাদের পরিত্যাগ করে মিদিয়নীদের হাতে তুলে দিয়েছেন।


আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।


পরে আমরা আমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশে হোরেব পর্বত ত্যাগ করে রওনা হলাম এবং ইমোরীদের পার্বত্য অঞ্চল দিয়ে যাওয়ার সময় তোমরা যে বিশাল ভয়াবহ প্রান্তর দেখেছ, তার মধ্য দিয়ে কাদেশ-বার্ণিয়াতে গিয়ে পৌঁছালাম।


তোমাদের ঈশ্বর, প্রভু পরমেশ্বরকে মহিমায় ভূষিত কর। তিনি অন্ধকারে দেশ আচ্ছন্ন করার আগে, পর্বতের উপরে তোমাদের উছোট খাওয়ার আগে, ভূষিত কর তাঁকে সম্ভ্রমে ও মর্যাদায়। যে আলোর প্রত্যাশায় তোমরা রয়েছ তাকে ঘন অন্ধকারে ডুবিয়ে দেবার আগে মহিমায় ভূষিত কর তাঁকে।


তার শহর-নগর হয়েছে আতঙ্কস্থল, জলহীন সেই শুষ্ক মরুতে কেউ বাস করে না, এমন কি সে পথে চলে না কেউ।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই চল্লিশ বছর ধরে তোমাদের নত নম্র করার জন্য এবং তাঁর আদেশ পালন সম্পর্কে তোমাদের মনোভাব যাচাই করে দেখার জন্য প্রান্তরে যে সব পথে তোমাদের পরিচালনা করেছেন, সেই পথের কথা তোমরা স্মরণে রাখবে।


প্রভু পরমেশ্বরের প্রজারা তাঁকে অস্বীকার করেছে। তারা বলেছে, সত্যি সত্যিই তিনি কিছুই করতে পারবেন না। আমাদের জীবনে দুর্দিন আসবে না। যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না।


ইমোরীদের দেশে তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলাম, চল্লিশ বছর প্রান্তরে তোমাদের করেছিলাম পরিচালনা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন