যিরমিয় 2:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 হে যাকোবের বংশধরগণ, ইসরায়েলের সমস্ত কুল, শোন প্রভু পরমেশ্বরের বার্তা! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে ইয়াকুবের কুল, হে ইসরাইল-কুলের সমস্ত গোষ্ঠী, মাবুদের কালাম শোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যাকোব কুলের লোকেরা, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সদাপ্রভুর কথা শোনো! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে যাকোবের কুল, হে ইস্রায়েল-কুলের সমুদয় গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হে যাকোবের পরিবার, ইস্রায়েল পরিবারের সকল গোষ্ঠী প্রভুর বার্তা শোন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 হে যাকোবের বংশ, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শোন: অধ্যায় দেখুন |