Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 2:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 হে যাকোবের বংশধরগণ, ইসরায়েলের সমস্ত কুল, শোন প্রভু পরমেশ্বরের বার্তা!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 হে ইয়াকুবের কুল, হে ইসরাইল-কুলের সমস্ত গোষ্ঠী, মাবুদের কালাম শোন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যাকোব কুলের লোকেরা, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সদাপ্রভুর কথা শোনো!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 হে যাকোবের কুল, হে ইস্রায়েল-কুলের সমুদয় গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 হে যাকোবের পরিবার, ইস্রায়েল পরিবারের সকল গোষ্ঠী প্রভুর বার্তা শোন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 হে যাকোবের বংশ, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শোন:

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 2:4
14 ক্রস রেফারেন্স  

শোন, ইসরায়েলের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের অভিযোগ! হে প্রভু পরমেশ্বর, তোমার অভিযোগব্যক্ত কর, গিরিশ্রেণী শুনুক তোমার কথা।


হে ইসরায়েলকুল, প্রভু পরমেশ্বরের কথা শোন, এদেশের অধিবাসীদের বিরুদ্ধে প্রভুর অভিযোগ রয়েছে। কারণ এ দেশে সততা নেই, ভয়ভক্তি নেই, ঈশ্বরের সঙ্গে কোন সম্পর্কও নেই।


সিদিকিয়, তোমার সম্বন্ধে আমি যা বলি, শোন। যুদ্ধে তুমি নিহত হবে না।


তুমি কি লক্ষ্য করেছ, কি ভাবে লোকেরা বলছে যে, যে দুটি পরিবারকে আমি মনোনীত করেছিলাম, সেই ইসরায়েল ও যিহুদীয়াকে আমি পরিত্যাগ করেছি: তাই তারা আমার প্রজাদের ঘৃণার চোখে দেখে, তাদের একটি জাতিরূপে আর মূল্য দেয় না।


প্রভু পরমেশ্বর বলেন, এমন সময় আসছে, যেদিন আমিই হব ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর এবং তারা হবে আমার প্রজা।


প্রভু পরমেশ্বর আমাকে বলতে বললেন, হে যিহুদীয়ার রাজন্যবর্গ ও জেরুশালেমের প্রজাগণ, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর, আমি যা বলছি, শোন। এই স্থানের উপর আমি এমন এক বিপর্যয় আনব যে, সে কথা শুনে মানুষ স্তম্ভিত হয়ে যাবে।


হে ইসরায়েল প্রজাবৃন্দ, প্রভু পরমেশ্বর বলেছেন, তোমরা নত হও, নম্র হয়ে শোন তাঁর কথা,


শোন, নির্বোধ, মূর্খের দল, তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও বধির।


হে ইসরায়েল, তখন তুমি ছিলে শুধু আমারই, ছিলে আমার পবিত্র অধিকার,আমাতেই নিবেদিত। যারা তোমায় আঘাত করেছে, তাদের প্রত্যেকের উপর নেমে এসেছে আমার চরম আঘাত, যন্ত্রণা ও বিপর্যয়। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


প্রভু পরমেশ্বর বলেছেনঃ আমার বিরুদ্ধে তোমাদের পূর্বপুরুষেরা কি কি অভিযোগ এনেছে? আমার মধ্যে কোন দোষ তারা পেয়েছে, যাতে তারা আমার কাছ থেকে চলে গেছে মুখ ফিরিয়ে? অসার প্রতিমার পূজা করে তারাও হয়েছে অসার।


হে ইসরায়েলের প্রজাবৃন্দ,তোমাদের জন্য প্রভু পরমেশ্বরের বার্তা শোন মন দিয়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন